সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
পরে গানে গানে ভরে ওঠে এদিনের সন্ধ্যা। শিল্পী ঝুমকি সেনের নিবেদনে ছিল একাধিক চিরস্মরণীয় গান। সঙ্গীত পরিবেশন করেন অরিত্র দাশগুপ্ত। সবশেষে ছন্দে মাতালেন মল্লার ঘোষ। বাংলার ঢাকের সঙ্গে শঙ্খধ্বনি ও বৈদিক মন্ত্রপাঠ পুজোর অনুভূতি এনে দেয়। এমন সুন্দর বসন্ত সন্ধ্যার আয়োজন করায় ড্যাফোডিল ইনকর্পোরেটের তরফে রুদ্র সেনের ধন্যবাদ প্রাপ্য।