সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
উলুবেড়িয়া নীমদিঘি মোড় থেকে উত্তর দিকে ২ কিলোমিটার দূরে উলুবেড়িয়া উত্তর বিধানসভার বাণীবনের উত্তর পীরপুরের দেঁড়ে পাড়ায় ৫০/৬০টি পরিবারের বাস। শুক্রবার দুপুরে পাড়ায় প্রবেশ করতেই প্রথমে একটু থমকে গেলাম। পাড়ার কোথাও কোন রাজনৈতিক দলের পতাকা , ফ্লেক্স নেই এমনকী কোথাও প্রার্থীদের সমর্থনে কোন দেওয়াল লেখা হয়নি। শুধু তাই নয়, পাড়ার দু’-একটি দেওয়ালে লেখা হলেও সেগুলিকে ও মুছে দেওয়া হয়েছে। গণতন্ত্রের সবথেকে বড় এই উৎসবে সম্পূর্ণ উল্টো চিত্র সর্ম্পকে স্থানীয় বাসিন্দা কেশব মেটে জানান, নির্বাচনের সময় আমরা দেখেছি এলাকায় দলীয় পতাকা টাঙানো, দেওয়াল লিখনের পাশাপাশি নির্বাচনের দিন এলাকায় বুথ তৈরি করা নিয়ে উত্তজেনার সৃষ্টি হয়। ফলে বাসিন্দাদের নিজেদের মধ্যে সর্ম্পকে চিড় ধরে। আর নিজেদের সর্ম্পকের বাঁধনকে অটুট রাখতে একবছর আগে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই নির্বাচনের সময় পাড়ায় দেওয়ালে লিখতে দেওয়া হবে না। এমনকী কোনও পতাকা, ফ্লেক্স টাঙাতে দেওয়া হবে না। এমনকী দু’-একটি দেওয়াল লেখা হলেও সেগুলি মুছে দেওয়া হয়েছে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দা সুনীল অধিকারী জানান, নির্বাচনে যে যার পচ্ছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে কিন্ত সেটাকে নিয়ে যাতে কোন অশান্তি না হয় সেই লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। বাসিন্দাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সকলে।
এই প্রসঙ্গে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস (গ্রামীণ) সভাপতি পুলক রায় জানান, পাড়ার লোকের এই সিদ্ধান্ত নির্বাচনের আবহাওয়ায় নতুন বার্তা দেবে। বিজেপির হাওড়া জেলা (গ্রামীণ) সহ সভাপতি রমেশ সাঁধুখা জানান, মানুষকে সঙ্গে নিয়ে আমরা এগচ্ছি। সুতরাং তাঁদের সিদ্ধান্তকে আমরা মান্যতা দেব। কংগ্রেস নেতা আলম দেইয়ান জানান, বাসিন্দাদের এই উদ্যোগ নির্বাচনে হিংসা কমাতে পথ দেখাবে।