সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
বর্ধমান দক্ষিণ, রায়না, আউশগ্রাম ও ভাতারের তৃণমূলের প্রার্থীরা এদিন সকালে মনোনয়ন জমা দিতে আসেন। প্রত্যেক প্রার্থী বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যেন একে অপরকে টেক্কা দিলেন। কারও মিছিলে বাজল ডিজে, অনেকে ভরসা করলেন ধামসা, মাদলের ও ঢাকের বোলের উপর। অনেকে সঙ্গে নিয়ে এলেন তাসা ও ব্যান্ড পার্টি। বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাস বর্ধমান স্টেশন থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দেন। একইভাবে মনোনয়ন জমা দেন রায়নার তৃণমূল প্রার্থী শম্পা ধাড়া, ভাতারের প্রার্থী মানগোবিন্দ অধিকারী ও আউশগ্রামের অভেদানন্দ থাণ্ডার। বিশাল শোভাযাত্রার কারণে জিটিরোডের একাংশ প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।
অন্যদিকে জেলার ছয় বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থীরা পার্কাস রোড থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করে এসে মনোনয়ন জমা দেন। তৃণমূলের প্রার্থীরা তখনও কার্জন গেট চত্বরে ভিড় করে আছেন। বামেরা ঢুকে পড়েন মনোনয়ন দিতে। কর্মীরা বাইরে ব্যারিকেড দেওয়া জায়গায় সহবস্থান করে। কিছুক্ষণ একে অপরের বিরুদ্ধে স্লোগান ও পাল্টা স্লোগানের লড়াই চলে। তবে বামেদের সঙ্গে সেভাবে দেখা গেল না কংগ্রেসকে। সম্মিলিতভাবে দু একটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সঙ্গে কংগ্রেসের কয়েকজন থাকলেও, বর্ধমান শহরের কংগ্রেসকে ডাকা হয়নি বলেই অভিযোগ। জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার বলেন, বাম প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন, সে ব্যাপারে কংগ্রেসকে কিছুই জানানো হয়নি।
মনোনয়নপত্র জমা দিতে এসে তৃণমূল প্রার্থী শম্পাদেবী বলেন, উন্নয়নের স্বার্থে মানুষ আমাদের ভোট দেবেন। প্রতিপক্ষ হিসেবে আমি কাউকে দেখতে পাচ্ছি না। খোকনবাবুর গলায় শোনা যায় আত্মবিশ্বাসের সুর। তিনি বলেন, বিধানসভা ভোটে মনোনয়ন জমা দিয়ে আরও বেশি ভালো লাগছে। তবে আরও ভালো লাগবে দুই তারিখ ফলাফল প্রকাশের পর যখন দেখব, আমি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি।
মনোনয়ন জমা দিয়ে সিপিএম প্রার্থী পৃথা তা বলেন, একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকলাম। এটা তার প্রথম পদক্ষেপ। এবারের ভোটে আমাদের মূল প্রতিপক্ষ একজনই। কোথাও সেটা তৃণমূল নামে আছে, কোথাও সেটা বিজেপির নামে আছে।
কালনায় মনোনয়ন জমা দিয়েছেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তরের তপন চট্টোপাধ্যায়। এছাড়া মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী অনুপম ঘোষ ও কালনা বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নীরব খাঁও এদিন মনোনয়ন দিয়েছেন।
কাটোয়া, মঙ্গলকোট ও কেতুগ্রাম বিধানসভার তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। কাটোয়া শহরের স্টেশন বাজারের তৃণমূলের পার্টিঅফিস থেকে কাটোয়ার প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কেতুগ্রামের শেখ শাহনওয়াজ ও মঙ্গলকোটের অপূর্ব চৌধুরী একসঙ্গে বের হন। তারপর তাঁরা মিছিল করে মনোনয়ন করতে আসেন। তিন বিধানসভা এলাকা থেকেই এদিন প্রার্থীদের সঙ্গে প্রচুর সংখ্যক দলীয় কর্মী-সমর্থকরা আসেন।