সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
দেশে করোনা পরিস্থিতি খানিক না কমলে রিলিজ নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছেন আদিত্য। তার সঙ্গে ভ্যাকসিন কতখানি কার্যকর হতে হচ্ছে, সেই গোটা বিষয়ের দিকেও নজর রাখছেন তিনি। ‘বান্টি অউর বাবলি ২’ বড়পর্দায় এবং পরিবারের সকলকে নিয়ে দেখার মতো মজার ছবি। এই ছবির মাধ্যমে বলিউডে নতুন জুটি আসতে চলেছে। বান্টির চরিত্রে থাকছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও বাবলির চরিত্রে থাকচেন নবাগতা শর্বরী। আবার পুরনো বান্টি অউর বাবলি অর্থাত্ সইফ আলি খান ও রানি মুখোপাধ্যায়ও এই ছবিতে থাকছেন। তাই এরকম একটা ছবিকে ঘিরে প্রযোজকের উচ্চাশা থাকাই স্বাভাবিক। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছবি রিলিজ হচ্ছে না।