সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
হঠাৎ এরকম কাহিনি নিয়ে ছবি কেন? ‘আজকে স্মার্ট দর্শক একঘেয়ে জিনিস দেখতে পছন্দ করেন না। তাই আমিও সবসময় নতুন ধরনের কনটেন্ট নিয়ে কাজ করতে পছন্দ করি। এই ছবিটা ভৌতিক না থ্রিলার, তা এখনই বলতে চাই না। আশা করি, দর্শকরা ছবিটা পছন্দ করবেন।’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশিস পাঠক, শম্পা মুখোপাধ্যায়, পিয়ালী ধর, সত্যচরণ সর্দার, গোকুল মল্লিক। চিত্রনাট্য কেষ্ট মণ্ডলের। আগামী মে-জুন মাস নাগাদ ছবিটি কোনও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। উল্লেখ্য, এর আগে ওটিটিতে মুক্তি পাওয়া পরিচালকের ‘ফোর শেডস অব লিপ’ দেশের প্রথম হরর মিনি সিরিজ।