সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
বিজেপি বলছে, ওরা ক্ষমতায় এলে স্বাস্থ্যসাথী তুলে দিয়ে আয়ুষ্মান ভারত দেবে। কিন্তু, আপনারা জানেন কী, যাঁদের ঘরে টিভি, ফ্রিজ, পাকা বাড়ি আছে, বাইক আছে তারা সেই সুবিধা পাবে না। আর মমতার স্বাস্থ্যসাথী সবাই পাবেন। আমরা বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা দিই। বিনা পয়সায় রেশন দিই। আর ওরা শুধু বিনা পয়সায় ভাষণ দেন। আমরা দুয়ারে রেশন দেব। ওঁরা দুয়ারে শুধু ভাষণ দেবেন। ২মে সরকার প্রতিষ্ঠার পর আর আপনাদের রেশনের দোকানে লাইন দিতে হবে না। সরকার আপনার দরজায় রেশন পৌঁছে দেবে। তাই আপনার কী চাই? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন, কোনটা চাই?
এদিন তালডাংরার বিবড়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসমুদ্রের মাঝে ভাসেন। সেখানে দলের কর্মী-সমর্থকদের অনেককে ‘খেলা হবে’ গেঞ্জি পরে জনসভায় আসতে দেখা যায়। মহিলা কর্মীরাও জোড়াফুলের ছাপ দেওয়া শাড়ি পরে সভায় আসেন। জনসমুদ্র দেখে অভিষেক আপ্লুত হন। তিনি বলেন, এদিন সভামঞ্চ মা, বোনেরাই ভরিয়ে দিয়েছেন।
তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, তৃণমূলের ইস্তাহার, গান সবই চুরি করেছে বিজেপি। এমনকী, আমাদের কাছ থেকে প্রার্থীও ভিক্ষা চাইছে। আমরা জাত নিয়ে নয়, ভাত নিয়ে রাজনীতি করি। তাই মানুষ আমাদেরই সমর্থন করছে।