সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
তারই মধ্যে আজ থেকে শুরু হচ্ছে ভোট। রবিবার দোল, সোমবার হোলি। এরপর আসছে হরিদ্বারের মহাকুম্ভ। তাই স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে দু’দিন আগে রাজ্যগুলিকে সতর্ক করার পাশাপাশি শুক্রবার ফের কোভিড বিধিতে কড়াকড়ির বার্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে কোনওরকম গাছাড়া ভাব নয় বলেই জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। গোটা দেশে গত ২৪ ঘন্টায় ৫৯ হাজার ১১৮ জন আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এ বছরে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। গোটা দেশের করোনার রেখাচিত্র দ্বিতীয় ঢেউয়ের দিকে এগিয়ে চলেছে। তারই মধ্যে প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাত সহ পাঞ্জাব এবং মহারাষ্ট্রে দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই প্রায় শিখর ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে রবিবার থেকে নাইট কার্ফু ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে। মুখ্যমন্ত্রীর অফিস থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত শপিং মল বন্ধ থাকবে। কর্ণাটক ও ছত্তিশগড়ের হালও হচ্ছে খারাপ। চিন্তা বাড়াচ্ছে রাজধানী দিল্লি ও চণ্ডীগড়।
ছত্তিশগড় ও চণ্ডীগড়ে কেন্দ্রের বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। দেশের মধ্যে মহারাষ্ট্রের পুনেতে সক্রিয় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি (৫০ হাজার ২৪০ জন)। তাই পুনে শহরে আরও কড়াকড়ি করা হবে। আগামী ২ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন অজিত পাওয়ার। অন্যদিকে, উত্তরাখণ্ডের একটি হোটেলের ১৬ জন কর্মী কোভিড পজিটিভ হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। ছত্তিশগড়ে মাস্ক না পরলে জরিমানার পরিমাণ ১০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। সবমিলিয়ে পরিস্থিতিতে ক্রমশ খারাপের দিকে চলেছে। এই পরিস্থিতিতে টিকাকরণে গতি আনতে রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন এদিন বলেন, টিকার ডোজের কোনও অভাব নেই। তাই অহেতুক প্যানিক তৈরি না করে রাজ্যগুলি দ্রুত বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করুক। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে ৮ কোটি ৭ লক্ষ ডোজ পাঠিয়েছে। খরচ হয়েছে মাত্র ৫ কোটি ৪০ লক্ষ। তাই রাজ্যের হাতে ভ্যাকসিনের পর্যাপ্ত ডোজ রয়েছে। একইভাবে আরও ১২ কোটি ডোজ কেনার নির্দেশও দিয়েছে কেন্দ্র। ছবি: পিটিআই