সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
ক্রাঞ্চি কালামারি রিংস
উপকরণ: স্কুইড ১৫০ গ্রাম। ম্যারিনেড বানানোর জন্য: লেবুর রস, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা ১ চা চামচ করে, নুন স্বাদ মতো, মরিচ গুঁড়ো চা চামচ, ধনে গুঁড়ো ২৫ গ্রাম, ভাজা কারিপাতা ১ টেবিল চামচ, চালের গুঁড়ো আন্দাজ মতো, ব্রেড ক্রাম্ব প্রয়োজন অনুযায়ী, ডিম ১টা, সাদা তেল ভাজার জন্য।
পদ্ধতি: স্কুইড গরম জলে ধুয়ে শুকিয়ে নিন। তারপর তা রিংয়ের আকারে কেটে নিন। একটা বাটিতে ম্যারিনেডের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে স্কুইড রিংগুলো দশ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর একটা বাটিতে ডিম ফেটিয়ে রাখুন, দু’টি আলাদা পাত্রে চালের গুঁড়ো ও ব্রেড ক্রাম্ব নিন। এরপর ম্যারিনেট করা স্কুইডগুলোয় প্রথমে চালের গুঁড়ো মাখিয়ে নিন। তারপর তা ডিমে ডুবিয়ে সব শেষে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। এরপর ছাঁকা তেলে ভেজে নিন। পছন্দমতো ডিপ সহযোগে পরিবেশন করুন।
ক্লাসিক সুইস চিজ ফন্দু
ফন্দু তৈরির উপকরণ: অ্যালপাইন চিজ ১৫০ গ্রাম, ফন্টিনা চিজ ১৫০ গ্রাম, গোডা চিজ ১৫০ গ্রাম, ক্রিম ২ টেবিল চামচ, ড্রাই হোয়াইট ওয়াইন ১ কাপ, ১ কোয়া রসুন কুচানো, লেমন জুস ১ টেবিল চামচ, ডিজন মাস্টার্ড ১ টেবিল চামচ, জায়ফল গুঁড়ো সামান্য, ফ্রেঞ্চ ফ্রায়েড পোট্যাটো, ভাপানো ব্রকোলি, বাগেত, ফ্রেঞ্চ লোফ টুকরো করা সবই প্রয়োজন মতো।
পদ্ধতি: ফন্দু বানানোর জন্য প্রথমে সব ধরনের চিজ গ্রেট করে নিন। তারপর তা একসঙ্গে মিশিয়ে নিন। এরপর ডবল বয়লার পদ্ধতিতে একটা পাত্রে জল গরম করে তার ওপর আর একটা পাত্রে গ্রেট করা চিজ রেখে তা গলিয়ে নিন। একদম তরল হওয়া পর্যন্ত গলাবেন। তবে ক্রমাগত চিজ নাড়তে থাকবেন, না হলে তলা ধরে যাবে। চিজ গলতে শুরু করলে অন্য সব উপকরণ একে একে দিয়ে দিন। সব শেষে ডিজন মাস্টার্ড আর জায়ফল গুঁড়ো ছড়িয়ে ফুটন্ত চিজ আঁচ থেকে নামিয়ে নিন। ভাপানো ব্রকোলি, ভাজা আলু, বাগেত ও ফ্রেঞ্চ লোফ সাজিয়ে পরিবেশন করুন।