সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
আম পোড়া শরবত
উপকরণ: কাঁচা আম ২টো, চিনি ১০০ গ্রাম, বিটনুন চা চামচ, নুন স্বাদ মতো, জলজিরা গুঁড়ো চা চামচ, ঠান্ডা জল ৫ গ্লাস, সর্ষের তেল সামান্য, বরফের টুকরো কয়েকটা।
প্রণালী: আম ভালো করে ধুয়ে নিন। তারপর তা শুকনো করে মুছে নিন। এবার আমের গায়ে সর্ষের তেল মাখিয়ে নিন। গ্যাসে আম পুড়িয়ে নিন। আম ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে হাত দিয়ে চটকে রাখুন। এবার তার সঙ্গে ঠান্ডা জল, চিনি, নুন, বিটনুন, জলজিরা মিশিয়ে নিন। সার্ভিং গ্লাসে বরফের টুকরো দিয়ে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত পরিবেশন করুন।
বেলের শরবত
উপকরণ: পাকা বেল বড় ১টা, চিনি ৪-৫ চা চামচ, বিটনুন সামান্য (না-ও দিতে পারেন), বরফের টুকরো।
প্রণালী: বেল ভালো করে ধুয়ে ফাটিয়ে স্কুপ করে রাখুন। এবার একটা পাত্রে কিছুটা জল নিয়ে বেল ভালো করে মেখে তা ছেঁকে নিন। চিনি ও বিটনুন মিশিয়ে আরও কিছুটা জল দিন। গ্লাসে ঢেলে বরফ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এই মনের মতো শরবত।
কেশর বাদাম ঠান্ডাই
উপকরণ: ফুল ক্রিম দুধ ১ লিটার, চিনি ৮-১০ চা চামচ, জাফরান অল্প, কাজুবাদাম ২ চা চামচ, পেস্তা বাদাম ৪ চা চামচ, আমন্ড বাদাম ৩ চা চামচ, পোস্ত ৩ চা চামচ, চারমগজ দানা ৩ চা চামচ, গোটা গোলমরিচ ৫-৬টা, ছোট এলাচ গুঁড়ো চা চামচ, শুকনো গোলাপের পাপড়ি চা চামচ, পেস্তা বাদাম কুচি সাজানোর জন্য, বরফের কিউব অল্প।
প্রণালী: দুধ ফুটিয়ে রাখুন। জাফরান গরম দুধে দিয়ে দিন। এবার একটা পাত্রে সবরকম বাদাম, গোলমরিচ, পোস্ত, চারমগজ, গোলাপের পাপড়ি নিয়ে তা জলে ভিজিয়ে রাখুন ২-৩ ঘণ্টা। তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন ও দুধে ঢেলে তা নাড়তে থাকুন। এলাচ গুঁড়ো দিয়ে দিন। দুধ আবারও আঁচে বসিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে নিন। তারপর ঠান্ডা করে ফ্রিজে রাখুন। মাটির গ্লাসে বরফের টুকরো দিয়ে ঠান্ডাই ঢেলে ওপর দিয়ে পেস্তা কুচি সাজিয়ে দিন।
গন্ধরাজ ঘোল
উপকরণ: টক দই ২০০ গ্রাম, চিনি ১০০ গ্রাম, বিটনুন চা চামচ, নুন চা চামচ, গন্ধরাজ লেবুর রস কাপ, গন্ধরাজ লেবুর জেস্ট ১ চা চামচ, বরফের কিউব কয়েকটা, পাতি লেবুর রস ১ চা চামচ, ঠান্ডা জল প্রয়োজন মতো।
প্রণালী: টক দই, চিনি ও দু’রকম নুন একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিনিট ধরে মেশান। একটা মিক্সিং বোলে সব উপকরণ দিয়ে প্রয়োজন মতো জল দিন ও ভালো করে গুলে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যেন দইয়ে কোনও ডেলা না পাকিয়ে যায়। এরপর ইচ্ছে মতো গ্লাসে ঢেলে বরফ সহ পরিবেশন করুন।