Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

দুর্ঘটনায় মৃত্যু তিন
সিভিকের, জখম ৬

সংবাদদাতা, মালদহ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় কর্মরত অবস্থায় একইসঙ্গে মৃত্যু হল তিন সিভিক ভলান্টিয়ারের। আহত হয়েছেন তাঁদেরই আরও ছয় সহকর্মী। শুক্রবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে কালিয়াচক থানার জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে। একইসঙ্গে তিন সহকর্মীর মৃত্যু ও বাকিদের আহত হওয়ার ঘটনায় শোকস্তব্ধ জেলার পুলিস মহল। মৃতের পরিবারের পাশে থাকার সবরকম আশ্বাস দেওয়া হয়েছে জেলা পুলিসকর্তাদের পক্ষ থেকে। আহত সিভিক ভলান্টিয়ারদের একজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে মালদহ শহরের একটি বেসরকারি নার্সিংহোমে।
যে তিনজন সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে, তাঁরা হলেন পঙ্কজ মণ্ডল, মহম্মদ ওবাইদুর শেখ ও এবানুল শেখ ওরফে রাজা। মৃতদের সকলেরই বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। এছাড়াও ওই একই গাড়িতে ছিলেন চালক সহ আরও সাতজন সিভিক ভলান্টিয়ার। তাঁদের মধ্যে দু’জন মহিলা সিভিক ভলান্টিয়ারও ছিলেন। প্রত্যেকেই কমবেশি জখম হয়েছেন বলে পুলিস জানিয়েছে। তবে সবচেয়ে বেশি আহত হয়েছেন আলম শেখ। তাঁর মাথায় ও মুখে মারাত্মক চোট লেগেছে। বাঁদিকের কাঁধের হাড় সরে গিয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত কলকাতায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। এরপরই পুলিসের তৎপরতায় তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে কালিয়াচক থানা থেকে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বের হয় পুলিসের একটি বড় দল। সুজাপুর থেকে দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করে কালিয়াচক থানায় ফিরছিল পুলিসের ওই দলটি। ওই অভিযানে পুলিসের তিনটি গাড়ি ছিল। প্রথম গাড়িটিতে ছিল গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত সহ পুলিসের একটি দল। দ্বিতীয় গাড়িতে ছিল সিভিক ভলান্টিয়ারদের দলটি। তৃতীয় গাড়িতে ছিলেন আরও কয়েকজন পুলিস আধিকারিক ও কর্মী। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাটি ঘটে রাত ১টা নাগাদ। প্রবল গতিতে থানার দিকে ফিরছিল গাড়িটি। আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক জসিম শেখ। এসইউভি গাড়িটি উঠে যায় জাতীয় সড়কের ডিভাইডারে। এরপরেই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। বেশ কয়েকবার পাল্টি খায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। গাড়িতে থাকা সিভিক ভলান্টিয়ারদের আর্তনাদে ছুটে আসেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। অল্প আহতদের কাছ থেকে ফোনে বিষয়টি জানতে পেরে ছুটে আসেন অন্যান্য পুলিস কর্মীরাও। আহতদের দ্রুত উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। পরিস্থিতির অবনতি হতে থাকায় অপর এক সিভিক ভলান্টিয়ারকে দ্রুত কলকাতার উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়। বাকিদের স্থানান্তরিত করা হয় ইংলিশবাজারের একটি বেসরকারি নার্সিংহোমে। পুলিস সূত্রে জানা গিয়েছে, আহতদের চিকিৎসা চলছে। তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল।
পুলিস সুপার অলোক রাজোরিয়া বলেন, মৃত সিভিক ভলান্টিয়ারদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এছাড়া পুলিসের পক্ষ থেকে অতিরিক্ত এক লক্ষ টাকা দেওয়া হবে। অন্যান্য খরচের জন্য ৫০ হাজার টাকা পাবেন মৃতের পরিজনরা। একইসঙ্গে মৃতদের পরিবার পিছু একজনের চাকরির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন পুলিস সুপার। আহতদের চিকিৎসার সবরকম বন্দোবস্ত করার বিষয়েও আশ্বস্ত করেন তিনি। 
এদিনের দুর্ঘটনায় বরাত জোরে রক্ষা পেয়েছেন কালিয়াচক থানার সাব ইনসপেক্টর অভিষেক তালুকদার। তিনি বলেন, যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে, সাধারণত সেটিই আমি ব্যবহার করি। কিন্তু ফেরার পথে কালিয়াচক থানার আইসি আমাকে তাঁর গাড়িতে বসতে বলেন। ফলে আমি ওই গাড়িতে ছিলাম না। বরাত জোরে বেঁচে গিয়েছি।  ফাইল চিত্র

বাংলাকে বঞ্চনা
বিজেপির মজ্জাগত

বাংলাকে বঞ্চিত করে রাখার প্রবণতা বিজেপির মজ্জাগত। বিজেপি এ রাজ্য থেকে নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সঙ্গেই বিমাতৃসুলভ আচরণ করেছে। ১৮ জন জয়লাভের পরেও মাত্র দু’জনকে মন্ত্রী করা হয়েছে। তাও আবার ‘হাফ মন্ত্রী’। ফলে বিজেপি আম বাঙালিকে কী চোখে দেখে তা সহজেই অনুমেয়। আমিও একসময় রাজ্য মন্ত্রিসভায় ছিলাম। বিশদ

মনোনয়ন জমা দেওয়ার পথে মানুষের
শুভেচ্ছায় ভাসলেন অশোক ভট্টাচার্য

শুক্রবার শিলিগুড়ি বিধানসভা আসনে সংযুক্ত মোর্চার প্রার্থী অশোক ভট্টাচার্য তাঁর মনোনয়ন জমা করেন। মনোনয়নপত্র জমা করতে যাওয়ার পথে সাধারণ মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসেন অশোকবাবু। এতে আপ্লুত হয়ে বিজেপির উন্নয়নের প্রতিশ্রুতিকে ভোটের ভাঁওতা বলে তোপ দাগেন তিনি।  বিশদ

পাহাড়ের তিনটি আসনে বিজেপিকে
সমর্থন জানাল জিএনএলএফ

 

পাহাড়ের তিনটি আসন দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াংয়ে বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত নিল জিএনএলএফ। বিজেপি দার্জিলিংয়ে জিএনএলএফের নীরজ জিম্বাকে প্রার্থী করলেও কার্শিয়াং ও কালিম্পংয়ে তাদের পছন্দের যথাক্রমে বিপি বাজগাই ও শুভ প্রধানকে প্রার্থী করে। এতে জিএনএলএফের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। বিশদ

করোনা: মিটিং, মিছিল বন্ধের 
আর্জি নিয়ে চিঠি প্রশাসনকে

বাড়তে থাকা করোনা সংক্রমণ প্রতিরোধে অবিলম্বে বন্ধ হোক সমস্ত প্রকাশ্য সভা-সমিতি। ভোটের আবহে যখন চারদিকে মিটিং, মিছিল, রোড শো, রাজনৈতিক সমাবেশ চলছে,  ঠিক এমন সময়ে এই দাবিতেই শুক্রবার প্রশাসনের দ্বারস্থ হল জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশদ

বাগরাকোটে নির্মীয়মাণ সেতুর
স্ট্রাকচার ভেঙে মৃত শ্রমিক

 

বৃহস্পতিবার রাতে মাল ব্লকের বাগরাকোটে পাহাড়ি এলাকায় রাজ্য সড়কের উপর সেতু তৈরির সময় লোহার স্ট্রাকচার ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হন আরও এক শ্রমিক। মাল থানার পুলিস জানিয়েছে, মৃত শ্রমিকের নাম রজক মণ্ডল (৪০)। জখমের নাম বিজয় অধিকারী। বিশদ

মাথাভাঙায় ছাত্রীকে ধর্ষণের
অভিযোগ, রাস্তা অবরোধ

 

শুক্রবার মাথাভাঙা-১ ব্লকের শিকারপুর বাজারে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যার বিরুদ্ধে অভিযোগ, সেই ব্যক্তির দর্জির দোকানে এদিন কিছু লোক ভাঙচুর করে জামাকাপড় বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। বিশদ

ময়নাগুড়িতে তৃণমূল, বিজেপি ও সংযুক্ত
মোর্চার প্রার্থীরা একই বুথের বাসিন্দা  

এবারের বিধানসভা ভোটে ময়নাগুড়িতে একই গ্রাম পঞ্চায়েতের একই বুথের তিনজন বাসিন্দা তিনটি ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন। ময়নাগুড়িতে অতীতের কোনও বিধানসভা নির্বাচনে এমনটা হয়নি, দাবি রাজনৈতিক মহলের। বিশদ

ফুলবাড়িতে লরি থেকে
উদ্ধার সেগুন কাঠ

পাচারের পথে প্রচুর পরিমাণে সেগুন কাঠ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের গোয়েন্দা বিভাগ। উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা বলে পুলিস জানিয়েছে। বিশদ

শিলিগুড়িতে মনোনয়ন দাখিলের পর
মুখোমুখি হয়েও এড়িয়ে গেলেন গুরু-শিষ্য

শুক্রবার শিলিগুড়িতে মনোনয়নপত্র দাখিলের সময় মুখোমুখি হয়েও এড়িয়ে গেলেন ‘গুরু’ ও ‘শিষ্য’। গুরু হচ্ছেন সংযুক্ত মোর্চা মনোনীত বামফ্রন্ট প্রার্থী অশোক ভট্টাচার্য। আর শিষ্য হচ্ছেন সিপিএম ছুট বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। দু’জনেই শিলিগুড়ি কেন্দ্রের প্রার্থী। বিশদ

এখনও ক্ষোভ মেটেনি, কালচিনির প্রার্থীকে
নিয়ে ল্যাজেগোবরে বিজেপি

কালচিনিতে বিশাল লামাকে প্রার্থী করে বেকায়দায় পড়েছে বিজেপি। দলবদলু বিশালকে প্রার্থী করায় গেরুয়া শিবিরে ক্ষোভ আরও বেড়েছে। ভোটের মুখেও সেই ক্ষোভ মিটে যাওয়ার কোনও লক্ষণ না থাকায় পদ্মফুল শিবির কার্যত বিপাকে পড়েছে। অন্যদিকে, বিমল গুরুং শিবির বিশালকে ‘গদ্দার’ আখ্যা দিয়ে ভোটে সমুচিত জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছে। বিশদ

বিজেপি নেতার মৃত্যু: তদন্তের তদারকিতে
কমিশনের স্পেশাল পুলিস অবর্জাভার

 

দিনহাটায় বিজেপি নেতার রহস্যমৃত্যুর তদন্তের তদারকি করতে শুক্রবার কোচবিহারে আসেন নির্বাচন কমিশনের স্পেশাল পুলিস অবর্জাভার বিবেক দুবে। কোচবিহারের উৎসব ভবনে তিনি দীর্ঘক্ষণ পুলিস আধিকারিক ও চিকিৎসকদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন। বিশদ

শিলিগুড়িতে অস্বাভাবিক 
মৃত্যু যুবকের

 

শিলিগুড়ি পুরসভার ডাবগ্রামের এক যুবকের মৃতদেহ শুক্রবার উদ্ধার করে পুলিস। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম সঞ্জিত দাস (৩৩)। শুক্রবার সকালে বাড়ির বাথরুমের পিছন থেকে সঞ্জিতের মৃতদেহ উদ্ধার হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেক ধরে সঞ্জিতের বৈবাহিক জীবনে  সমস্যা চলছিল। বিশদ

শিলিগুড়িতে মনোনয়ন দাখিল
তৃণমূলের দুই প্রার্থীর

 

শিলিগুড়িতে ধামসা-মাদল বাজিয়ে, খেলা হবে স্লোগান তুলে মনোনয়নপত্র দাখিল করলেন তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী। তাঁদের একজন শিলিগুড়ি কেন্দ্রের প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। অপরজন  ফাঁসিদেওয়া কেন্দ্রের প্রার্থী ছোটন কিস্কু। বিশদ

দিনহাটায় তৃণমূল ও বিজেপি
সংঘর্ষ, জখম অনেকে

বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেস-বিজেপির সংঘর্ষে সিতাই বিধানসভার অন্তর্গত ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতের শাকদল উত্তপ্ত হয়ে ওঠে। ওই ঘটনায় তৃণমূলের দু’জন গুরুতর আহত হন। তাঁরা দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও তৃণমূলের তিনকর্মীর বাড়ি ও বিজেপির ২২/২৩ নম্বর মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার পাশাপাশি লুটপাট চালানো হয় বলে অভিযোগ উঠেছে। বিশদ

Pages: 12345

একনজরে
একদিকে স্লোগান উঠল, চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা। অন্যদিকে উঠল, বিজেমুল ভোগে যাবে, লালে লাল বাংলা হবে। ব্যারিকেডের একপাশে সবুজ, অন্যপাশে লাল। শুক্রবার স্লোগানে মুখরিত ...

একটা সময় জঙ্গলমহলের বাসিন্দাদের মধ্যে মহুয়া খাওয়ার প্রবণতা দেখা যেত। তবে কোনও সময়েই ওই নেশা এখানকার মানুষের উপর চেপে বসতে পারেনি। কিন্তু, এখন শুধু মহুয়া ...

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকালেই ৭৫ বছরের কোবিন্দ বুকে ব্যথা অনুভব করেন। তারপরই দিল্লির সেনা হাসপাতালে নিয়মমাফিক চেকআপে যান।  ...

বছর ঘুরে ফের বিশ্বের দুয়ারে করোনা-কম্পন শুরু। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ব্রাজিলে। চড়চড় করে বাড়ছে সংক্রমণ। একদিনে লক্ষ পেরিয়েছে আক্রান্তের সংখ্যা। আর করোনার ঠেলায় ফের কাঠগড়ায় প্রেসিডেন্ট জে বলসোনারো। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব থিয়েটার দিবস
১৮৪৫- এক্স-রশ্মির আবিষ্কারক ইউলিয়াম রন্টজেনের জন্ম
১৮৯৮- লেখক ও দার্শনিক সৈয়দ আহমেদ খানের মৃত্যু
১৯৬৬ - বিশিষ্ট শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্যের মৃত্যু
১৯৬৮- বিমান দুর্ঘটনায় মৃত্যু রুশ মহাকাশচারী ইউরি গ্যাগারিনের  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৭২ টাকা ৭৩.৪৩ টাকা
পাউন্ড ৯৮.১৫ টাকা ১০১.৬৩ টাকা
ইউরো ৮৩.৯৫ টাকা ৮৭.০৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৩,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ চৈত্র ১৪২৭, শনিবার, ২৭ মার্চ ২০২১। ত্রয়োদশী ১/২৫ প্রাতঃ ৬/১২ পরে চতুর্দ্দশী ৫৪/৩৩ রাত্রি ৩/২৭। পূর্বফাল্গুনী নক্ষত্র ৩৫/৩৪ রাত্রি ৭/৫২। সূর্যোদয় ৫/৩৮/৩, সূর্যাস্ত ৫/৪৬/২১। অমৃতযোগ দিবা ৯/৪০ গতে ১২/৫৫ মধ্যে, রাত্রি ৮/৮ গতে ১০/৩১ মধ্যে পুনঃ ১২/৫ গতে ১/৩৯ মধ্যে পুনঃ ২/২৬ গতে ৪/১ মধ্যে। বারবেলা ৭/৯ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪৪ মধ্যে পুনঃ ৪/১৫ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/১৪ মধ্যে পুনঃ ৪/৮ গতে উদয়াবধি।  
১৩ চৈত্র ১৪২৭, শনিবার, ২৭ মার্চ ২০২১। চতুর্দ্দশী রাত্রি ২/৪৫। পূর্বফাল্গুনী নক্ষত্র রাত্রি ৬/৫৮। সূর্যোদয় ৫/৪০, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ দিবা ৯/৩৫ গতে ১২/৫৩ মধ্যে এবং রাত্রি ৮/১০ গতে ১০/২৯ মধ্যে ও ১২/২ গতে ১/৩৫ মধ্যে ও ২/২১ গতে ৩/৫৪ মধ্যে। কালবেলা ৭/১১ মধ্যে ও ১/১৪ গতে ২/৪৫ মধ্যে ও ৪/১৬ গতে ৫/৪৭ মধ্যে। কালরাত্রি ৭/১৬ মধ্যে ও ৪/১১ গতে ৫/৩৯ মধ্যে। 
১২ শাবান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিকাল ৫টা পর্যন্ত বাংলার কোথায় কত ভোট
আজ প্রথম দফার বিধানসভা নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত বাঁকুড়ায় ৮০.০৩ ...বিশদ

05:48:16 PM

বিকাল ৫টা পর্যন্ত কত ভোট পড়ল
আজ প্রথম দফার নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৩০টি আসনে ...বিশদ

05:42:11 PM

প্রার্থীপদ থেকে সরে দাঁড়াতে বলায় আত্মহত্যার হুমকি বিজেপি নেতার 
বিজেপি প্রার্থী হওয়ার পর সরে দাঁড়াতে বলায় আত্মহত্যার হুমকি। ঘটনাটি ...বিশদ

04:40:00 PM

নির্বাচন কমিশনে ২০৬টি অভিযোগ জমা পড়ল 
নির্বাচন কমিশনে ২০৬টি অভিযোগ জমা পড়ল। পূর্ব মেদিনীপুর থেকে বেশি ...বিশদ

04:28:23 PM

পুরুলিয়ায় বেলা ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৩১ শতাংশ

03:57:13 PM

বেলা ৩টে পর্যন্ত ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল ৭০.১৭ শতাংশ 

03:57:09 PM