সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
নয়ের দশকের বাংলা ছবির ম্যাটিনি আইডল টোনি রায়চ (অঞ্জন) এখন দার্জিলিংঙে অবসর জীবন কাটাচ্ছেন। কিন্তু হঠাৎই নিজের জন্মদিনের পার্টিতে রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। আপাতদৃষ্টিতে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক মনে হলেও, সাংবাদিক অমিতাভ (অর্জুন) এই মৃত্যুর পিছনে রহস্যের গন্ধ পায়। দার্জিলিংঙে নিজের মতো করে তদন্ত করতে গিয়ে পদে পদে বাধার সম্মুখীন হয় অমিতাভ। একে একে গল্পে আরও চরিত্রের ভিড় বাড়তে থাকে। অমিতাভ এই রহস্যের কিনারা করতে পারবে কি না, এই প্রশ্নকে সামনে রেখেই থ্রিলার এগিয়েছে পরিণতির দিকে।
দার্জিলিং বাঙালির প্রিয় গন্তব্যের মধ্যে অন্যতম। কিন্তু নির্মাতাদের দাবি শহরটাকে এই সিরিজে শুধুমাত্র ‘ট্যুরিস্ট স্পট’ হিসেবে দেখানো হয়নি। সিরিজের মিউজিক করেছেন নীল দত্ত। শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। এসভিএফ প্রযোজিত ওয়েব সিরিজটি খুব তাড়াতাড়ি দেখা যাবে।