বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ
প্রসঙ্গত, সোমবারই মেট্রো চ্যানেলে ধর্নায় বসার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। একইসঙ্গে শিলিগুড়ি পুরসভার মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যও মেট্রো চ্যানেলে ধর্নায় বসার পরিকল্পনা নিয়েছেন। তাঁর পুরসভার প্রতি রাজ্যের বৈমাতৃসুলভ আচরণের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। যদিও তার দিনক্ষণ এখনও স্থির হয়নি। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, চিটফান্ডকাণ্ডে রাজ্যের গরিব মানুষের ৪০ হাজার কোটি টাকা লুট হয়েছে। শাসকদল এবং প্রশাসনের অনেকের বিরুদ্ধে সেই অভিযোগ উঠছে। একইসঙ্গে বিজেপি যেখানেই সভা করছে, তার অনুমতি দেওয়া হচ্ছে না। উল্টে, প্রধানমন্ত্রী থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য নেতাদের নামে ভুরি ভুরি মামলা দায়ের করা হচ্ছে। সাধারণ মানুষের হকের পাওনা মেটাতে চিটফান্ডকাণ্ডের সত্য উদঘাটন এবং রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতে চলতি মাসের ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি মেট্রো চ্যানেলে ধর্নায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন তার অনুমতি না দিলে সরাসরি আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন সায়ন্তনবাবু। তাঁর দাবি, সরকারের ঘোষিত সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে মুখ্যমন্ত্রী সেখানে অবস্থানে বসতে পারলে, আমাদেরও অনুমতি দিতে হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন তিনি।