বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ
শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গের জোরপোখরি অঞ্চলে। নামে একটা ট্যুইস্ট আছে। ভালোবাসার মানুষকে আসতে বলছে, আবার বারণও করছে। পরিচালকের বক্তব্যেও সেই সুর। বললেন,‘ত্রিকোণ প্রেমের একটা আভাস থাকলেও আসলে তা নয়। আমাদের অনেকের জীবনেই একটা প্রথম ভালোবাসা থাকে। সেটার উত্তাপ পাবেন ভিডিওটি দেখলে’। প্রসূন নিজে ছাড়াও অভিনয় করেছেন এনা সাহা আর সৌরভ দাস। গানের কথা ও সঙ্গীত পরিচালনায় অনির্বাণ দাস। গেয়েছেন মধুপর্ণা গঙ্গোপাধ্যায়। প্রথম ভিডিওর দর্শকসংখ্যা ৫০ লক্ষ ছুঁয়েছে। সেই সাফল্যই তাহলে দ্বিতীয় পরিচালনার সুযোগ এনে দিল। প্রসূন বলছেন,‘আর মাত্র..শ্যুটিংয়ের এক বছর পর আমাকে এই গানটা শুনিয়ে মিউজিক ভিডিও তৈরির কথা বলে। অঞ্জন দত্তর পরিচালনায় একটি টেলিফিল্মের শ্যুটিং করেছিলাম জোরপোখরিতে। শ্যুটিং করার আগে তুমলুংও ঘুরে তারপর এই জায়গাটাই পছন্দ করি’।