নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (পিটিআই): গুজরাত সংঘর্ষে নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন জাকিয়া জাফরি। আগামী জুলাই মাসে এই সংক্রান্ত শুনানি হবে বলে সোমবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়। ২০০২ সালের গুজরাত সংঘর্ষে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি। সিটের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন এমপি এহসান জাফরির স্ত্রী জাকিয়া। আমেদাবাদের গুলবার্গ সোসাইটিতে হত ৬৮ জনের মধ্যে ছিলেন এহসান জাফরিও। কিন্তু ২০১৭ সালের ৫ অক্টোবর জাকিয়ার আবেদন খারিজ করে দেয় সিট। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জাকিয়া জাফরি। এদিন বিচারপতি এ এম খানউইলকারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি ওঠে। বেঞ্চের তরফে জানানো হয়, আগামী জুলাই মাসে এই মামলার শুনানি হবে।
গুজরাত সংঘর্ষ সংক্রান্ত তদন্তে নেমে ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদি সহ ৬৩ জনকে ক্লিনচিট দেয় সিট। রিপোর্টে জানানো হয়, মোদি সহ ৬৩ জনের বিরুদ্ধে উপযুক্ত কোনও প্রমাণ মেলেনি। গোটা ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন জাকিয়া। সেই আবেদনের ভিত্তিতে শুনানির সময় হাইকোর্ট জানায়, সুপ্রিম কোর্টের নজরদারিতে গোটা ঘটনাটির তদন্ত করে সিট। যদিও জাকিয়ার আবেদনের ভিত্তিতে ফের তদন্তের বিষয়ে সম্মতি দেয় আদালত।