বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ
এদিকে, মঙ্গলবার জয়পুরে ফের ইডির মুখোমুখি হতে চলেছেন প্রিয়াঙ্কার স্বামী। এবার তাঁকে বিকানিরে একটি জমি কেলেঙ্কারির ঘটনায় জেরা করা হবে। ওই ঘটনায় জেরা করা হবে রবার্টের মা মউরিনকেও। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ তাঁরা ইডির মুখোমুখি হবেন। এর আগে তিনবার ইডির জেরার মুখোমুখি হয়েছেন রবার্ট। রাজস্থান হাইকোর্টের নির্দেশেই এবার বিকানির জমি কেলেঙ্কারির ঘটনায় ইডির জিজ্ঞাসাবাদের সামনে পড়তে চলেছেন রবার্ট। এর আগে আদালতে রবার্ট আবেদন জানিয়েছিলেন, ইডি যেন তাঁর বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা না নেয়। আদালত তাঁকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দেয়। এরপরেই তিনি ওই মামলায় ইডির জেরার সামনে হাজির হচ্ছেন। কারণ এর আগে ওই মামলায় তাঁকে তিনবার সমন পাঠালেও তদন্তকারীদের সামনে আসেননি রবার্ট। মনে করা হচ্ছে, ইডি স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেডের কাজকর্ম সম্পর্কে তথ্য জানতে চাইবে রবার্টের কাছে। অভিযোগ, রবার্টের সঙ্গে সম্পর্কযুক্ত একটি ফার্মের কাছ থেকে জমি কেনার জন্য একটি সংস্থাকে ঋণ দিয়েছিল একটি বড় ইস্পাত কোম্পানি। সেই লেনদেনের ব্যাপারটিও ইডি জানতে চাইবে বলে খবর। এর আগে এই কেলেঙ্কারির ঘটনায় রবার্ট, মহেশ নাগর ও কয়েকজনের বাসভবনে তল্লাশি চালিয়েছিল ইডি।