বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ
উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে জলপথের বাণিজ্যিক অধিকার নিয়ে চীনের সঙ্গে অন্যদেশগুলির বিবাদ বহুদিনের। চীন পুরো এলাকাকে নিজেদের বলে দাবি করে আসছে। তবে তাইওয়ান, ফিলিপিন্স, ব্রুনেই, মালয়েশিয়া এবং ভিয়েতনামও এই অংশের দাবি করে আসছে। চীন গায়ের জোরে সেই এলাকায় কর্তৃত্ব কায়েম করেছে বলে অভিযোগ এই দেশগুলির। এই অবস্থায় মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি চীনকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। তবে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি এই প্রথম নয়। গত জানুয়ারিতে পার্সেল দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্যেই নোঙর ফেলেছিল মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ম্যাকক্যাম্পবেল।