বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ
রবিবার বাবাকে পাঠানো মেয়ে মেগানের সেই চিঠিটি প্রকাশ করেছে ‘ডেইলি মেল’। টমাস নিজেই চিঠিটি সংবাদপত্রের হাতে তুলে দিয়েছেন। গত বছরের আগস্টে লেখা চিঠিতে মেগান লিখেছেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি এই চিঠি লিখছি। বুঝতে পারছি না, কেন তুমি এই পথ বেছে নিলে? একটা দৃষ্টি হারানো চোখকে যন্ত্রণা দিয়েছ। তোমার কর্মকাণ্ডে আমার হৃদয়কে টুকরো টুকরো করে দিয়েছে।’ বাবার প্রতি ক্ষোভ উগরে দিয়ে মেগান আরও লিখেছেন, ‘তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে মিডিয়াকে যা বলেছ তা বন্ধ করো। আমাদের শান্তিতে বাঁচতে দাও। দয়া করে মিথ্যে, অপপ্রচার বন্ধ করো। আর যন্ত্রণা দিও না। স্বামীর সঙ্গে আমার সম্পর্ককে বিকৃত করা বন্ধ করো।’