বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ
ভ্যালেন্টাইনস ডে
আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে পার্ক প্যাভেলিয়নে থাকবে বিশেষ মেনু। পাবেন পাইন্যাপেল ও মিন্ট মোহিতো, ফলদারি কাবাব, চিকেন কবিরাজি, জিঞ্জার ইনডিউজড ক্যারট অরেঞ্জ স্যুপ, চিকেন বল নুডুলস স্যুপ, চিকেন চিজ স্যালাড, এগ স্টাফড স্যালাড, মুর্গ গোস্ত বিরিয়ানি, লাহোরি মুর্গ, সর্ষে মাছ, সিঙ্গাপুর নুডুলস, কির্ম ল্যাংচা, ম্যাংগো বেকড রসোগোল্লা ইত্যাদি।
মামা মিয়ায়
ভ্যালেন্টাইনস মেনু
এবার ভ্যালেন্টাইস ডে উপলক্ষে মামা মিয়ায় পাবেন এমারজেন্সি জার কেক। ভীষণ অভিনব এই কেক। অভিনব এই অর্থে যে, কেকটি বানাবেন আপনি। একটা কাচের জার, চকোলেট, সাদা তেল আর জল দিয়ে ১ মিনিট মাইক্রো আভেনে ঘোরাতে হবে। ব্যাস তাহলেই নাকি নরম, মুখে দিলে গলে যায় এমন চকোলেট কেক তৈরি হবে। উপকরণ সবই মজুত থাকবে মামা মিয়ার কাউন্টারে। এই কেকের সাজ সরঞ্জামের দাম ১০০ টাকা। এছাড়াও ১৪ ফেব্রুয়ারি মামা মিয়ার জিলাটো কেকের ওপর থাকবে ১৫% ডিসকাউন্ট।
চ্যাপ্টার ২-তে
কাপ্ল মিল
রেট্রো স্টাইল রেস্তরাঁ চ্যাপ্টার ২-তে হই হই করে পালিত হচ্ছে ভ্যালেন্টাইনস ডে। এই দিনের বিশেষ মেনুতে পাবেন কাপ্ল মিল। মেনু মকটেল দিয়ে শুরু আর ডেজার্টে শেষ। উল্লেখযোগ্য পদের মধ্যে পাবেন ক্রিম অব চিকেন স্যুপ, টম্যাটো বেসিল স্যুপ, লাম্পিয়া প্রন রোল, কর্ন অ্যান্ড মাশরুম টার্ট, মিট লাসানিয়া, চিকেন টেট্রাজিনি, হট ফাজ অ্যান্ড মুজ ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ ২০০০ টাকা।
আওয়াধ ১৫৯০
ভ্যালেন্টাইনস মেনু
আওয়াধ ১৫৯০-এ আওয়াধি পদের মধ্যে দিয়েই পালিত হবে ভ্যালেন্টানস ডে। মেনুর শুরুতেই থাকছে দুধ গুলাব শরবত, তারপর একে একে আসবে মুর্গ পরদা বিরিয়ানি, গোস্ত কুন্দন কালিয়া, স্মোকড তন্দুরি লবস্টার, মুর্গ সুতলি কাবাব, মাটন বোটিখ কাবাব, রান বিরিয়ানি, গোস্ত ভুনা, শাহি টুকরা ইত্যাদি। এহেন মেনুতে দু’জনের খাওয়ার খরচ ১০০০ টাকা।
ফ্যাটি বাওতে
লাভ পোশন ৬
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ফ্যাটি বাও রেস্তরাঁয় রয়েছে সিক্স কোর্স মিল। নাম লাভ পোশন ৬। পরপর ছ’টা কোর্সে সার্ভ করা হবে খাবার। বিভিন্ন পদের মধ্যে উল্লেখযোগ্য ওয়াটারমেলন স্টাফড উইথ ফেটা চিজ, ফ্রেশ মিন্ট উইথ গ্রিন অ্যাপেল ক্যাভিয়ার টপিংস, স্পাইসি ক্র্যাব অ্যান্ড কিউরড টুনা উরামাকি, ক্রিম চিজ অ্যান্ড কিউরড বিটরুট ইরামাকি, প্রন অ্যান্ড শিতাকে ডিমসাম, মুর্তাবাক উইথ কারি লিফ স্যস, ডাক কনফিট ইত্যাদি, সিলকেন তোফু, গ্রিলড অ্যান্ড ম্যারিনেটেড চিকেন স্কিউয়ারস, চকোলেট অ্যান্ড স্ট্রবেরি মুজ ইত্যাদি।
ইট গুড ফুডে
ভ্যালেন্টাইনস ট্রিট
স্বাস্থ্য বজায় রেখেও কীভাবে লোভনীয় ভ্যালেন্টাইনস মেনু তৈরি করা যায় তা জানতে হলে ইট গুড ফুড রেস্তরাঁয় আসতেই হবে। ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পাবেন নানারকম স্পেশাল মেনু। মেনুতে পাবেন নানা ধরনের ডেজার্ট। উল্লেখযোগ্য পদের মধ্যে পাবেন রেড ভেলভেট ফ্রুট স্যালাড কেক, বেরি বেরি চিজ কেক, রেড ভেলভেট কেক, কেটো ডার্ক চকো মুজ, কেটো স্ট্রবেরি কেক, অ্যাসর্টেড হার্ট কুকিজ ইত্যাদি।
স্লাই ফক্স গ্যাস্ট্রো পাবে
ভ্যালেন্টাইনস মেনু
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রায় সপ্তাহব্যপী উৎসব চলবে স্লাই ফক্স গ্যাস্ট্রো পাবে। বিশেষ মেনুর মধ্যে রয়েছে ইয়র মার্টিনি, টিল্লিচেরি পেনিসিলিন, মেল-লিনি, মেঘালয় জি অ্যান্ড টি, হরিয়ালি চিজ কাবাব, লাসানিগা সিসিলিয়ানো, আনা ওয়েজেস ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ ১০০০ টাকা।
ফ্লুরিজে
পাস্তা ফেস্ট
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে পার্ক স্ট্রিট ফ্লুরিজে চলছে হোমমেড পাস্তা ফেস্ট। মেনুতে রয়েছে নুডি স্পিনাসি রিকোটা, অ্যাংলোতি ডি জুকা ডি ফ্লোরে এ রিকোটা, উয়োভো দা রিকোটা রেভিওলো, স্ট্র্যাপোনি আ –লা কার্বোনারা ইত্যাদি। এই মেনুতে দু’জনের খাওয়ার খরচ ১২০০ টাকা। কর অতিরিক্ত। এই ফেস্ট ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
ব্যাকস্টেজে
ভ্যালেন্টাইনস উইক
এক সপ্তাহ জুড়ে চলবে ব্যাকস্টেজ রেস্তরাঁয় ভ্যালেন্টাইনস মেনু। উল্লেখযোগ্য মেনুতে পাবেন স্ট্রবেরি অ্যান্ড রোজ পেটাল চিজকেক, হার্ট শেপড স্টাফড চিকেন ব্রেস্ট, ক্যারামেলাইজড অনিয়ন রিংস উইথ সাওয়ার ক্রিম সালসা ইত্যাদি।
কে এফ সি-র
বাকেট বি
এবার ভ্যালেন্টাইনস ডে-তে কে এফ সি-র বিশেষ সংযোজন বাকেট ফুল অব লাভ। আপনার যদি কে এফ সি চিকেন পছন্দ হয় তাহলে গোটা মেনুই পাবেন যেখানে সেখানে যখন তখন এই বাকেট বি-এর সাহায্যে। কে এফ সি-র বাকেট বি, অর্থাৎ চিকেন বাকেট অন হুইলস।