নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্য সরকারের বিরুদ্ধে আবার তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার বারুইপুরে দলীয় জেলা কার্যালয়ে এক কর্মী সভায় যোগ দিয়ে তিনি স্পষ্টভাবে বলেন, শাসকদলের বিধায়ক খুনে বিজেপি কর্মীরা কোনওভাবে জড়িত নয়। কারণ হিংসার রাজনীতিতে বিজেপি বিশ্বাসী নয়। সেকারণেই বিজেপি এই খুনের ঘটনায় কোনওভাবেই যুক্ত নয়। ষড়যন্ত্র করে বিজেপি নেতা-কর্মীদের নাম ফাঁসানো হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এভাবে পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো যাবে না বলে তিনি জানিয়ে দেন। পাশাপাশি, তিনি স্পষ্ট করে দেন, পুলিস দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা হলে তাঁর দলের কর্মী-নেতারা রাস্তায় নামবেন। মিটিং-মিছিল করবেন। তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তাই আগে থেকেই আমি সরকারকে সতর্ক করে দিয়ে বলছি, এই পথে হাঁটবেন না। কারণ, বিজেপি এখন আর সেই বিজেপি নেই। তাই তাঁদের রাস্তায় নামতে বাধ্য করবেন না। কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হওয়ার পর ইতিমধ্যেই শাসকদলের তরফে বিজেপির এক শীর্ষনেতা এবং গেরুয়া শিবিরের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ আঙুল তোলা হয়েছে। এমনকী, ঘটনায় যে দু’জন গ্রেপ্তার হয়েছে, তাদেরকেও বিজেপি বলে দাবি করা হচ্ছে। এভাবে তাঁদের দলের দিকে অভিযোগের আঙুল ওঠায় পাল্টা দিয়েছেন দিলীপবাবু। এদিন তিনি রীতিমতো শাসকদলকে সতর্ক করে দিয়েছেন।
এদিন তিনি দাবি করেন, জয়নগরে তৃণমূল বিধায়ককে খুনের চেষ্টা হল, কৃষ্ণগঞ্জের বিধায়ককে খুন করা হল, এরাজ্যে জনপ্রতিনিধি হোক বা সাধারণ মানুষ, কারওরই নিরাপত্তা নেই। রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই রাজ্যে আসলে দুষ্কৃতীরা সাহস পেয়ে গেছে। তারা সন্ত্রাসরাজ চালাচ্ছে। অপরাধ করে বেঁচে যাচ্ছে। গত কয়েক মাসে বেশকিছু খুন হয়েছে। কিন্তু অপরাধীরা অবাধে ঘুরে বেরাচ্ছে। পুলিসকে অপরাধীদের ধরার জন্য তিনি বলেছেন। তাঁর হুঁশিয়ারি, আসল দোষীদের ধরুক পুলিস। নইলে রাজ্যে দিকে দিকে আন্দোলন শুরু করবে বিজেপি। এদিন সভা শেষে তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে বারুইপুরের একটি সিনেমা হলে ভারতের সার্জিকাল স্ট্রাইক নিয়ে সিনেমা ‘উরি’ দেখতে যান।