বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ
ইতিমধ্যে পাঁচটি গানের পরিকল্পনা শেষ। দু’টি গান রেকর্ডও হয়ে গিয়েছে। বেশ কিছুদিন ধরে বিভিন্ন কনসার্টে ‘প্রধানমন্ত্রী প্লিজ আমাকে একটা মেয়ে দেখে দিন’ নামে একটি গান গাইছে চন্দ্রবিন্দু। তা বেশ জনপ্রিয়ও হয়েছে। সেই গানটি থাকছে। ‘আমি এক লজেন্সে চলে যাব হাওড়া থেকে কসবা’ নামে আরেকটি গানের রেকর্ডিং হয়েছে। এছাড়া ‘আমি গাড়ি কিনলে লরি কিনব’, ‘ভালো লাগে না আর মোটে’ এবং ‘ওঃ শিট!’ নামে আরও তিনটি গান রেকর্ডিংয়ের অপেক্ষায়। বাকি পাঁচটি গান নিয়ে চলছে শেষ মুহূর্তের কাটাছেঁড়া।
ব্যান্ডের সদস্য উপল সেনগুপ্ত জানালেন, এই প্রথম তাঁরা ফুল ব্যান্ড লাইভ রেকর্ডিং করলেন। তাঁর কথায়, ‘সিকোয়েন্স জুড়ে রেকর্ডিং করছি না। আমার রুফ কনসার্টে যেমন প্রত্যেকটি যন্ত্রের শব্দ একসঙ্গে রেকর্ড করা হয়, এই অ্যালবামে তেমনই হচ্ছে। তবে প্রযুক্তিগত কারণে দু’একটি পার্ট পরে জুড়তেই হচ্ছে।’ কনসার্টে গাওয়া আরেক জনপ্রিয় গান ‘ডেমোক্রেসি’ নিয়ে এখনও দোলাচলে তাঁরা। অ্যালবামে হয়তো গানটিকে রাখবেন না বলে জানালেন তিনি। তবে ‘ডেমোক্রেসি’-র ভাগ্য নির্ভর করছে রেকর্ডিংয়ের পর শুনতে কেমন লাগে তার উপর।
চন্দ্রবিন্দুর শেষ অ্যালব্যাম প্রকাশের পর সাত বছরের গ্যাপ। কেন? ব্যান্ডের লিড সিঙ্গার অনিন্দ্য চট্টোপাধ্যায় বললেন, ‘এখন অ্যালবাম আর আমাদের কমার্শিয়াল ভেঞ্চার নয়। পুরোটাই তাগিদ থেকে করছি। হ্যাঁ, এটা বলতে পারেন, সেই তাগিদটা দেরিতে এল।’