দেশ

জল সংরক্ষণে দিশা দেখাচ্ছে খরাপ্রবণ ছত্তিশগড়ের গ্রাম

রায়পুর: ছত্তিশগড়ে সবুজে ঘের ছোট্ট গ্রাম পরসতরাই। ধামতরি জেলার এই গ্রামের নাম আজ সবার মুখে মুখে। দেশে জল সংরক্ষণের বড় উদাহরণ হয়ে উঠেছে গ্রামটি। বছর পর বছর খরার জেরে রুক্ষ হয়ে উঠেছিল গ্রামের মাঠ-ঘাট। কিন্তু সেসব আজ অতীত। জল সংরক্ষণ করে খরা প্রতিরোধ করে দিয়েছেন বাসিন্দারা। হাসি ফুটেছে গ্রামের চাষিদেরও। জলসেচ কম লাগবে বলে বছরে দু’বারের পরিবর্তে একবার ধান চাষ করছেন চাষিরা। এছাড়াও ডাল ও তৈলবীজের চাষও করছেন তাঁরা। মোদি সরকারের ‘একটি গাছ মায়ের নামে’—কর্মসূচির অনুকরণে একটি গাছ কন্যাদের নামে প্রকল্প শুরু হয়েছে। এগিয়ে এসেছে ধামতরি জেলা প্রশাসনও। জল সংরক্ষণের মহোৎসব ‘জল জাগর’ -এর আয়োজন হয়েছে। ছত্তিশগড়ে বিষ্ণুদেও সাই সরকারও জল জাগর অভিযানকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। ধামতরির জেলাশাসক নম্রতা গান্ধী বলেন, পরিবেশ নিয়ে গ্রামের মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। পাশাপাশি জল সংরক্ষণের কারণে ভূগর্ভস্থ জলেরস্তরও অনেকটাই উন্নতি হয়েছে।
রায়পুর থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত পরসতরাই। ২০২২ সালে সেখানে একটি সমীক্ষা চালিয়েছিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। দেখা গিয়েছে, জেলায় তিনটি এবং পাশ্ববর্তী কাঙ্কের জলাধার থাকা সত্ত্বেও সেখানে জলস্তর নেমে যাচ্ছে। স্থানীয় কৃষকরা খারিফ ও রবিশস্য উৎপাদন করতে পারছেন না। নড়েচড়ে বসে ছত্তিশগড়ের তৎকালীন বিজেপি সরকারও। ওই এলাকার চাষিদের ঘুরিয়ে ফিরিয়ে শস্য চাষের পরামর্শ দেওয়া হয়। সাফল্যও মেলে হাতে না হাতে। সেইমতো চাষিরা দু’বছর অন্তর ধান চাষ শুরু করেন। তবে সেচ কম লাগায় ঘুরিয়ে ফিরিয়ে ডাল ও তৈলবীজের চাষ করছেন তাঁরা। জল সংরক্ষণের গুরুত্ব বোঝানো হয় বাসিন্দাদের। জল সংরক্ষণ নিয়ে পরসতরাই আজ অন্য গ্রামের কাছে উদাহরণ হয়ে উঠেছে। বৃষ্টির জল সংরক্ষণ করে রাখছে ওই অঞ্চলের গ্রামগুলি। এখন খরার সময় ভূগর্ভস্থ জলস্তর নেমে গেলেও উদ্বেগ নেই কৃষকদের। সেচের জন্য জল পেতে মহানদীর উপর নির্মিত গাংরেল ড্যামের উপর নির্ভর করতে হয় না তাঁদের। তাঁদের ভরসা গ্রামে নির্মিত একাধিক জলাধার ও কুয়ো। শুধু তাই নয়, গৃহস্থের প্রয়জেনেও ব্যবহৃত হচ্ছে সংরক্ষণ করে রাখা জল। 
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা