দেশ

কেজরিওয়ালের চিঠির পরই মন্ত্রীদের নিয়ে দিল্লির রাস্তা দেখার সিদ্ধান্ত আতিশীর

নয়াদিল্লি: দিল্লির সমস্ত ভাঙা রাস্তা দ্রুত সংস্কার করার জন্য মুখ্যমন্ত্রী আতিশীকে চিঠি লিখেছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তার দু’দিন বাদেই রবিবার আতিশী ঘোষণা করলেন, তিনি ও দিল্লির অন্য ক্যাবিনেট মন্ত্রীরা রাস্তা পরিদর্শনে বেরবেন। রবিবার রাজধানীর ভাঙা রাস্তা নিয়ে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। তারপরই আতিশী জানিয়ে দেন সোমবার থেকেই তিনি ও অন্য মন্ত্রীরা রাস্তায় নামবেন। আতিশী বলেন, ‘আমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিল্লির রাস্তাগুলির দায়িত্ব নিচ্ছি। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররাও আমার সঙ্গে থাকবেন।’ 
অন্য মন্ত্রীদের মধ্যে সৌরভ ভরদ্বাজ পূর্ব দিল্লি, গোপাল রাই উত্তর-পূর্ব ও কৈলাস গেহলট পশ্চিম দিল্লি এবং ইমরান হুসেন উত্তর ও উত্তর-পশ্চিম দিল্লির রাস্তাগুলি পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রী জানান, এক সপ্তাহের মধ্যে পরিদর্শন শেষ করা হবে। অক্টোবরের মধ্যে সমস্ত সংস্কার শেষ করে ফেলা হবে। তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে। বৃষ্টির জন্যও গর্ত হয়েছে। দিল্লি জল বোর্ড সহ বিভিন্ন সংস্থা সাময়িকভাবে এই সমস্যা মেটাতে কাজ করলেও রাস্তাগুলির সম্পূর্ণ সংস্কার হয়নি। ভাঙা রাস্তার জন্য দিল্লির মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।’ 
শুক্রবার লেখা ওই চিঠিতে কেজরিওয়াল জানিয়েছিলেন, গত সাত-আটমাস ধরে রাস্তাগুলির ভাঙাচোরা অবস্থা। বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময়ও ভাঙা রাস্তার জন্য সমস্যায় পড়তে হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, ‘মানুষ যেন বুঝতে পারে যে, আমি ফিরে এসেছি। আর থেমে থাকা সব কাজ ফের শুরু হয়েছে।’ ওই দিনই আতিশী ও আপের দুই বিধায়ককে নিয়ে ভাঙাচোরা রোশানারা রোড পরিদর্শন করেন কেজরিওয়াল।
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা