দেশ

রেললাইনের উপর কংক্রিটের পিলার, চালকের তৎপরতায় রক্ষা

মাহোবা (উত্তরপ্রদেশ): সিমেন্টের চাঁই, গ্যাস সিলিন্ডারের পরে এবার রেললাইনের উপরে কংক্রিটের পিলার। উত্তরপ্রদেশের বান্দা-মহোবা লাইনে তা দেখামাত্র ট্রেন থামিয়ে দেন চালক। ফলে শনিবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি প্যাসেঞ্জার ট্রেন। এই ঘটনায় জড়িত সন্দেহে বছর ষোলোর এক কিশোরকে আটক করা হয়েছে বলে পুলিস জানিয়েছে। এদিন দুপুরে রেললাইনের উপরে কংক্রিটের পিলার পড়ে থাকতে দেখেন একটি যাত্রিবাহী ট্রেনের চালক। ট্রেন থামাতে ইমার্জেন্সি ব্রেক কষেন তিনি। খবর যায় আরপিএফ ও স্থানীয় পুলিসের কাছে। ঘটনাস্থলে আসেন রেলের পদস্থ আধিকারিকরাও। পিলারটি লাইন থেকে সরিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে ফের ওই লাইনে শুরু হয় ট্রেন চলাচল।
গোটা ঘটনার তদন্তে নেমে এক কিশোরকে আটক করে পুলিস। এই বিষয়ে স্থানীয় পুলিসের সার্কেল অফিসার দীপক দুবে জানিয়েছেন, ‘আরপিএফকে সঙ্গে নিয়ে পুলিসের একটি দল ঘটনাস্থলে যায় এবং এক কিশোরকে আটক করে। সে অপরাধ স্বীকার করে নিয়েছে।’
প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশেরই বাইরিয়াতে। রেললাইনে পড়ে থাকা পাথরের সঙ্গে ইঞ্জিনের ধাক্কা লাগে। যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। উত্তর-পশ্চিম রেলের জনসংযোগ আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, লাইনে পাথর পড়ে থাকতে দেখে ইমার্জেন্সি ব্রেক কষেছিলেন লোকোপাইলট। যদিও কে বা কারা লাইনে পাথর রেখেছিল, জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ছবি: পিটিআই
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা