উত্তরবঙ্গ

হরিশ্চন্দ্রপুরে রাস্তা দখলমুক্ত না হওয়ায় পথশ্রীর কাজ বন্ধ করলেন বাসিন্দারা 

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: দেড় মাস আগে রাস্তার দু’পাশ দখলমুক্ত করার জন্য পঞ্চায়েত থেকে নোটিস দেওয়া হয়েছিল। কয়েকজন সরে গেলেও বাকিরা এখনও রাস্তা দখল করে রেখেছেন। সেজন্য পথশ্রী প্রকল্পের কাজ বন্ধ করে দিলেন দিলেন স্থানীয়দের একাংশ। ফিরে গেলেন ঠিকাদার সহ শ্রমিকরা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুরের লক্ষ্মণপুরের। স্থানীয় সাজেরুল ইসলাম বলেন, সরকারি জায়গা থেকে না সরলে কাজ করতে দেব না। তুলসীহাটা ও ভিঙ্গল ২ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পারো থেকে লক্ষ্মণপুর পর্যন্ত ২.৭ কিলোমিটার রাস্তার জন্য পথশ্রী ৩ প্রকল্পে ১ কোটি ৭১ লক্ষ টাকা বরাদ্দে কাজ শুরু হয়। অভিযোগ, লক্ষ্মণপুর গ্রামের ২৪ জন বাসিন্দা রাস্তা দখল করে পাকা বাড়ি, দোকানঘর তৈরির পাশাপাশি অনেকে বেড়া দিয়ে ঘিরে রেখেছেন। এতে রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে। ২৪ জুলাই পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের সরে যেতে নোটিস দেওয়া হয়। দেড় মাস কেটে গেলেও ১০-১২ জন বাসিন্দা রাস্তা দখলমুক্ত করতে চাইছেন না। শনিবার সকালে ঠিকাদার সংস্থার লোকেরা রাস্তা ঢালাই করার জন্য গেলে গ্রামের কয়েকজন তাঁদের বাধা দেন। রাস্তা দখলমুক্ত না করা হলে কাজ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন তাঁরা। পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক বলেন, রাস্তাটি মাপজোক করে দুই ধারে সীমানা নির্ধারণ করা হয়েছে। নোটিস দেওয়া হলেও কেউ সরছেন না। কাজ বন্ধ হওয়ার বিষয়টি ব্লক প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডলের কথায়, রাস্তা দখল করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ( রাস্তা দখলমুক্ত না হওয়ায় বন্ধ পথশ্রী প্রকল্পের কাজ।-নিজস্ব চিত্র)
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা