উত্তরবঙ্গ

বিদ্যুত্ বিভ্রাটে ভরসা মোবাইলের টর্চ, বাড়ি থেকে আনতে হয় ফ্যান

সংবাদদাতা, ইটাহার: বিদ্যুত্ বিভ্রাট হলে অন্ধকারে ডুবে যায় ইটাহার গ্রামীণ হাসপাতালের মেল ও ফিমেল ওয়ার্ড। ইনভার্টার না থাকায় দু’টি ওয়ার্ড যেন ভুতূড়ে বাড়ি। জেনারেটর আছে বটে, কিন্তু সেটি সবসময় চালায় না কর্তৃপক্ষ। ফলে অন্ধকারে মোমবাতি এবং মোবাইলের টর্চই ভরসা রোগীদের। এদিকে সিলিং ফ্যান ঘোরে ধীর গতিতে। দেওয়ালে ঝোলানো অধিকাংশ ফ্যান বিকল। তাই গরম থেকে রোগীকে রেহাই দিতে বাড়ি থেকে টেবিল ফ্যান নিয়ে আনতে হয় পরিজনদের। দিনের পর দিন এটাই ইটাহার গ্রামীণ হাসপাতালের দৃশ্য। অথচ, এর কোনও বদল নেই। চেষ্টাও নেই বলে অভিযোগ। হাসপাতালের পুরুষ ও মহিলা বিভাগে বেড সংখ্যা ৩০টি। তার মধ্যে অধিকাংশ প্রসূতি রোগী। সাধারণ রোগীর সংখ্যা খুব কম। গ্রামীণ হাসপাতালে নূন্যতম পরিকাঠামো আশা করেন রোগীরা। আলোর ব্যবস্থা করতে বললে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও সদুত্তর দেয় না। পুখুরিয়া গ্রাম থেকে রফিকুল ইসলাম বৌমাকে প্রসব করাতে এনেছিলেন। তিনি বলেন, বিদ্যুত্ বিভ্রাট হওয়ায় বেডের পাশে মোবাইলের টর্চলাইট জ্বালিয়ে রাখতে হয়েছে। না হলে পোকার কামড় খাওয়ার ভয় আছে। অন্যদিকে, প্রতিটি ওয়ার্ডে রয়েছে পর্যাপ্ত সিলিং ও দেওয়াল ফ্যানের ব্যবস্থা। তবে অধিকাংশ দেওয়াল ফ্যান বিকল। যার জেরে গরমে নাজেহাল অবস্থা প্রসূতিদের।  উপায় না পেয়ে পরিজনরাই বাড়ি থেকে টেবিল ও স্ট্যান্ড ফ্যান নিয়ে আসেন। বোষ্টমটোলার বাসিন্দা বানো বিবি বউমার প্রসব করাতে এসে বলেন, ওয়ার্ডে এসে দেখি সব ফ্যানগুলোই প্রায় খারাপ। তাই উপায় নেই। নিজের রোগীকে গরম থেকে বাঁচাতে বাড়ি থেকে ফ্যান এনেছি। বৈদড়ার বাসিন্দা সোনালি পাহান মেয়েকে প্রসব করাতে এসে কার্যত বিরক্তির সুরে বলেন, সরকারি হাসপাতালের এই অবস্থা হলে আমাদের মত গরিব মানুষ কোথায় চিকিৎসা করাতে যাবেন। গরমে খুব কষ্ট পাচ্ছে মেয়েটা, তাই দোকান থেকে ফ্যান কিনে আনলাম। কেন এমন বেহাল অবস্থা সরকারি হাসপাতালের, এই নিয়ে উঠছে প্রশ্ন? সাধারণ মানুষের অভিযোগ, সরকারি হাসপাতালে রোগী পরিষেবা দিনের পর দিন তলানিতে ঠেকছে।  অভিযোগের জবাবে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মোনুগোড়া ফেবরিট এক্কা বলেন, জেলা স্বাস্থ্যদপ্তরকে ওয়ার্ডে ইনভার্টারের ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক মোশারফ হুসেন বলেন, রোগীদের সমস্যার কথা শুনেছি। বিএমওএইচের সঙ্গে কথা বলে দু-একদিনের মধ্যে ওয়ার্ডে নিজস্ব উদ্যোগে পর্যাপ্ত ফ্যান ও ইনভার্টারের ব্যবস্থা করব।  নিজস্ব চিত্র
16d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা