উত্তরবঙ্গ

জামিনে মুক্তি পেয়ে কাজে যোগ দিলেন পূর্ত কর্মাধ্যক্ষ

সংবাদদাতা, নকশালবাড়ি: জামিন পেয়ে কাজে যোগ দিলেন জমি কেলেঙ্কারি কাণ্ডে গ্রেপ্তার হওয়া নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসরাফ আনসারি। সোমবার বকেয়া কাজ বুঝে নিতে সকালে পঞ্চায়েত সমিতির অফিসে হাজির হন পূর্ত কর্মাধ্যক্ষ। সরকারি জমি জালিয়াতি মামলায় শুক্রবার জমিন পেয়েছেন তিনি। তবে জমি নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, পূর্ত কর্মাধ্যক্ষ কাজে যোগ দিয়েছেন। জমি সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন, তাই ওই ব্যাপারে কিছু বলব না। 
প্রসঙ্গত, ২২ জুলাই নকশালবাড়ির হাতিঘিষার সেবদেল্লাজোতে সরকারি জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার হন আসরাফ।  দু’দফায় সাতদিন পুলিস হেফাজতে ছিলেন তিনি। পরে টানা ২৪ দিনের জেল হেফাজত থাকার পর শুক্রবার জামিন পান। 
আসরাফের কথায়, দেশের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধেও রাজনৈতিকভাবে একাধিক মামলা হয়। তাই বলে তাঁরা দোষী নন। যতক্ষণ প্রমাণ না হচ্ছে, ততক্ষণ দোষী বলা যায় না। তাঁদেরকে পদ থেকেও সরিয়েও দেওয়া হয় না। আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। এজন্য দল বহিষ্কার করেনি। 
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে সেবদেল্লাজোতে জাল খতিয়ান দিয়ে সরকারি জমি বিক্রির অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন কর্মাধ্যক্ষ। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিসেম্বর মাসে এবং জুলাই মাসে লিখিত অভিযোগ করেন। এরপর রাজ্যজুড়ে সরকারি জমি উদ্ধার নিয়ে তৎপর হয়ে ওঠে সরকার। যে সরকারি জমি দখল নিয়ে সরব হয়েছিলেন কর্মাধ্যক্ষ, ভূমিদপ্তরের তদন্তে সেই সরকারি জমি দখলের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরে ভূমিদপ্তর সেই জমি পুনরুদ্ধার করে সরকারি বোর্ড লাগিয়ে দেয়। পরবর্তীতে ভূমিদপ্তর নির্দিষ্টভাবে কয়েকজনের নামে থানায় অভিযোগ করে। কর্মাধ্যক্ষ সহ তিনজন গ্রেপ্তার হন। সাতজন এখনও ধরা পড়েনি।
17d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা