উত্তরবঙ্গ

নাবালিকার শ্লীলতাহানি, পথে নামল নাগরিক মঞ্চ

সংবাদদাতা, হলদিবাড়ি: মাঝরাস্তায় নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হলদিবাড়িতে। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার দেওরকে গ্রেপ্তার করেছে হলদিবা঩ড়ি থানার পুলিস। একদিকে আর জি কর কাণ্ডের পর নিরাপত্তার দাবিতে মানুষ প্রায় রোজ মিছিল করছেন। এবার শহরের মধ্যে এরকম অপরাধের ঘটনা সেই ক্ষোভ আরও তাতিয়ে দিয়েছে। দোষীর কঠোরতম শাস্তি চেয়ে সোমবার পথে নামেন সাধারণ মানুষ। এদিন বক্সিগঞ্জ নাগরিক মঞ্চের ব্যানারে ভোলাহাট বাজারে থেকে হলদিবাড়ি থানা পর্যন্ত মিছিল হয়। দোষীকে মদতদাতাদের গ্রেপ্তারের দাবি সরব হন তাঁরা। পাশাপাশি থানায় তিনদফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। এদিনের কর্মসূচি ঘিরে হাজির ছিল বিশাল পুলিস বাহিনী। মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ গড়াই, মেখলিগঞ্জের এসডিপিও আশিষ পি সুব্বা, হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই সেখানে দাঁড়িয়ে থেকে নিরাপত্তার দিকটি তদারকি করেন। শনিবার সন্ধ্যায় নাবালিকা ওষুধ কেনার জন্য ভোলাহাট বাজারে যাওয়ার সময় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার দেওর তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। ঘটনা সামাল দিতে রাতেই পুলিস অভিযুক্তকে প্রথমে আটক করে। এরপর নাবালিকার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সে এখন ১৪ দিনের জেল হেপাজতে রয়েছে। এই ঘটনায় বিজেপির হলদিবাড়ি শহর মণ্ডলের সভাপতি প্রদীপ সরকার বলেন, বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে কঠোরতম শাস্তির দাবি জানাই। তৃণমূল কংগ্রেসের হলদিবাড়ি ব্লক সভাপতি গোপালচন্দ্র রায় বলেন, বক্সিগঞ্জের নাবালিকার ঘটনা নিয়ে পুলিস তদন্ত শুরু করছে। ঘটনাটি সত্যি হলে সবচেয়ে নিন্দনীয় ও গুরুতর অপরাধ।
17d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা