বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
যেহেতু ডেঙ্গুমুক্ত ভারত গড়াই লক্ষ্য, তাই সংস্থাটি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদেরও এই প্রচারাভিযানে শামিল করেছে। সম্প্রতি সংস্থাটি কলকাতার হীরালাল প্রাইমারি গভর্নমেন্ট স্কুলে এ নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি নিয়েছিল। এখানে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা এতে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে সংস্থার বিশেষজ্ঞ দলের সদস্যরা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন কীভাবে ডেঙ্গুকে প্রতিরোধ করতে হবে। সচেতনতামূলক এই অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন ডাঃ ধ্রুবজ্যোতি হালদার। ডাঃ হালদার বলেন, ডেঙ্গুর সমস্যা এড়াতে সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে। কারণ, ডেঙ্গুকে আটকাতে হলে প্রতিরোধই সবচেয়ে বড় অস্ত্র।
এ প্রসঙ্গে ডাবর ইন্ডিয়া লিমিটেড কেটাগরি হেড, হোম কেয়ার বিনীত জৈন বলেন, এরকম একটি প্রচারাভিযানের লক্ষ্য হল সমাজের সব স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে পরিবারের সকলকে মশার কামড়ের হাত থেকে রক্ষা করা। তাই ডেঙ্গুমুক্ত ভারত গড়তে দেশজুড়ে এরকম একটি উদ্যোগ নিতে পেরে আমরা ভীষণ খুশি। আরও অনেক স্কুলে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে।