Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

খড়্গপুর প্ল্যাটফর্মে আর নেই সুশান্ত... 

সোহম কর: সুশান্ত সিং রাজপুতকে তখনও মানব নামেই বেশি চেনে খড়্গপুর... সৌজন্যে ‘পবিত্র রিস্তা’। সেই মানব টিকিট কালেক্টরের পোশাকে খড়্গপুর স্টেশনে। সবাই তো অবাক! তারপর বোঝা গেল, মহেন্দ্র সিং ধোনির বায়োপিকের শ্যুটিংয়ে এই মফস্সল শহরে এসেছেন সুশান্ত। খবরটা রটে যাওয়ার পরেই স্টেশন চত্বরে ভিড় জমাতে থাকেন মানব-ভক্তরা। সুশান্তও কিন্তু বাস্তবে ধোনির মতোই ‘কুল’। দর্শকদের দেখে এতটুকু বিরক্ত হননি। হাসিমুখে অটোগ্রাফ দিয়েছেন। মিটিয়েছেন সেলফির আব্দার। কখনও খড়্গপুর স্টেশন, আবার কখনও সেরসা স্টেডিয়াম—খড়্গপুরবাসীর মনে পাঁচ বছর আগের সেইসব স্মৃতি এখনও টাটকা। ১৪ জুনের আকস্মিক খবরের সঙ্গে ধোনির খড়্গপুরের বন্ধুরা কিছুতেই সুশান্তের সেই হাসিমুখ মেলাতে পারছেন না। সবার মনে যেন বন্ধু হারানোর বেদনা!
ধোনির কর্মজীবন কেটেছে দক্ষিণ-পূর্ব রেলের এই স্টেশনে। তাই ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির পরিচালক নীরজ পাণ্ডে সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবির শ্যুটিং খড়্গপুরে গিয়ে করতে হবে। এই কথা শুনে ধোনি নিজেই এই শহরে তাঁর কয়েকজন পরিচিত মানুষের নাম বলে দেন নীরজকে। সেই তালিকায় ছিলেন প্রাক্তন ভারত অধিনায়কের অভিন্নহৃদয় বন্ধু তথা খড়্গপুরের বর্তমান বিধায়ক প্রদীপ সরকার। প্রদীপবাবু তখন পুরসভার চেয়ারম্যান। এখন তিনিই খড়্গপুর সদরের বিধায়ক। আইআইটির গেস্ট হাউসে সপ্তাহ খানেক ছিলেন সুশান্ত। তার মধ্যেই তাঁর সঙ্গে বার তিনেক দেখা হয়েছিল প্রদীপবাবুর। ‘স্টেশনে কয়েকবার, আর একবার তো সিনেমার সেটেই...’, বলছিলেন প্রদীপবাবু।
খড়্গপুরে টেনিস বলে ম্যাচ খেলতেন ধোনি। সুভাষপল্লি বিএনআর মাঠে গ্রিন অ্যাকাডেমি ক্লাবের পরিচালনায় দিন-রাতের ক্রিকেট টুর্নামেন্ট হতো। সেই টুর্নামেন্টে একবার ধোনির টিম জিতেছিল। তখনও ভারতীয় দলের আশপাশেও পৌঁছনোর সুযোগ পাননি ‘ক্যাপ্টেন কুল’। টুর্নামেন্টের ট্রফি ধোনির হাতে তুলে দিয়েছিলেন প্রদীপবাবুই। সেই দৃশ্যও ছিল ‘আনটোল্ড স্টোরি’তে। স্মৃতি হাতড়ে বিধায়ক বললেন, ‘ছবিতে আমি একটা চরিত্রে ছিলাম। ওই দৃশ্যতে সুশান্তের সঙ্গেই আমার শ্যুটিং ছিল। টেনিস বলে হেলিকপ্টার শট মেরে টিমকে জিতিয়ে আমার কাছ থেকে ট্রফি নিল পর্দার ধোনি। তখনই আলাপ হয়েছিল। তারপর একসঙ্গে আড্ডা মেরেছি, চা খেয়েছি...’। খড়্গপুর নিয়ে কৌতূহল ছিল সুশান্তের। এই শহরের নানা কথা জিজ্ঞেস করতেন প্রদীপবাবুকে। কেন একে রেলনগরী বলা হয়? শহরের বর্তমান পরিস্থিতি কেমন? আইআইটি... এমন অনেক কিছু। মেধাবী সত্ত্বাটা বারবার বেরিয়ে আসত সুশান্তের। ‘এত অল্প সময়েই আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। খবরটা শোনার পর থেকে মনে হচ্ছে যেন বন্ধুকে হারালাম’, খুব থেমে থেমে বলছিলেন প্রদীপবাবু।
ধোনির মতোই বাইক পছন্দ করতেন সুশান্ত। একবার খড়্গপুরের বিখ্যাত গোলগাপ্পার কথা শুনে বাইকে চেপেই ধোনির বন্ধুদের সঙ্গে খেতে চলে গিয়েছিলেন। রাস্তার ধারে দাঁড়িয়েই সবার সঙ্গে জমিয়ে ফুচকা খেয়েছিলেন। ধোনির এক বন্ধু রেলকর্মী দীপককুমার সিং বলছিলেন, ‘উনি যে একজন সেলিব্রিটি, সেটা দেখে বোঝার উপায় ছিল না। সবাই মিলে যে গোলগাপ্পা খেতে গেলাম... সিকিউরিটির বালাই নেই!’ মাঝে মাঝে ধোনির বন্ধুরা নাকি সুশান্তকে ধোনি বলেই গুলিয়ে ফেলতেন... এতটাই নিখুঁত ছিলেন তিনি। শ্যুটিং শুরু হওয়ার আগে সুশান্ত একদিন দীপকদের কাছে হঠাৎ আব্দার করেন, ক্রিকেট খেলব। ‘টেনিস বলে আইআইটির মাঠে আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি। ছবির পরিচালক নীরজ পাণ্ডেও ছিলেন। ভালো ক্রিকেট খেলতে পারত সুশান্ত। খুব স্মার্ট, ঝকঝকে ছেলে। সারাদিন হাসি-ঠাট্টার মধ্যে থাকত। একসঙ্গে লাঞ্চ করেছি, ডিনারও’... দীপকের চোখের সামনে ভাসছে দিনগুলো। চরিত্রটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ধোনিকে নিয়ে বন্ধুদের কাছে নানা প্রশ্ন করতেন পর্দার এমএস। খড়্গপুর থেকে একবার ধোনি তাঁর বন্ধুদের সঙ্গে বাইকে চেপে দীঘা গিয়েছিলেন। সেইসব গল্প ডিটেলে মাঝে মধ্যেই শুনতে চাইতেন তিনি।
স্টেশনে শ্যুটিং থাকলে বিশ্রাম নিতেন ভিআইপি লাউঞ্জে। কিন্তু বিশ্রাম বলতে গেলে হতোই না, কারণ সেখানেই সই এবং ছবি শিকারিরা ভিড় করতেন। আর ছিল সেরসা স্টেডিয়াম... ক্রিকেটে ডুবে থাকতেন সুশান্ত। ধোনির মতো। শ্যুটিং শেষ হলে স্টেডিয়াম থেকে বেরিয়ে খানিক এগিয়ে চলে যেতেন থমাসের চায়ের দোকানে (ছোট্ট দোকানটা এখন অবশ্য অনেকটাই পাল্টে গিয়েছে)। ধোনির মতোই লম্বা চুল, একই রকম হাঁটাচলা। এক লহমায় দেখে অন্যান্যদের মতো থমাসেরও মনে হয়েছিল, এখন মাহি এলো কোথা থেকে? পরে বুঝতে পারেন, তাঁর প্রিয় মাহির বায়োপিকের শ্যুটিং চলছে। ‘তখন আমার দোকানে খুব একটা লোক আসত না। শ্যুটিংয়ের শেষে উনি আমার দোকানে এসে চা-বিস্কুট খেয়ে যেতেন’। শুধু চা খেয়েই ফিরে যেতেন না সুশান্ত। থমাসের সঙ্গে রীতিমতো গল্প জুড়তেন। একজন সাধারণ মানুষের সামান্য জীবন নিয়েও আগ্রহ কম ছিল না তাঁর।
খড়্গপুর স্টেশনের কাছেই দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের ডিআরএম অফিস। সেখানেও শ্যুটিং করেছেন সুশান্ত। ডিআরএম বিল্ডিংয়ের করিডরে শ্যুটিং করতে দেখা গিয়েছে তাঁকে। ডিআরএম-এর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অরুণকুমার দাস খুব কাছ থেকে দেখেছেন অভিনেতাকে। বলছিলেন, ‘তখনও শ্যুটিং শুরু হয়নি। উনি একদিন এসে ভিজিটার রুমে বসেছিলেন। পিওন এসে জানালেন, সুশান্ত সিং রাজপুত এসেছেন। তখন আমি ওঁর ব্যোমকেশ বক্সি ছবিটা দেখে ফেলেছি। সঙ্গে সঙ্গে গিয়ে ব্যোমকেশ বক্সি বাঙালিবাবু বলে সুশান্তকে দু’হাত ধরে নিয়ে এলাম আমার টেবিলে। রেলকর্মীরা সবাই এসে আলাপ করলেন তাঁর সঙ্গে। ছবি তুললেন...। যতটুকু সময় ওঁকে কাছ থেকে দেখেছি, বেশ লাজুক প্রকৃতিরই মনে হয়েছিল। তবে, সারাক্ষণ হাসি-খুশি থাকতেন’। শ্যুটিং শুরু হওয়ার পরে বেশ কয়েকবার সুশান্তের সঙ্গে দেখা হয়েছে তাঁর। দেখলেই হেসে এগিয়ে আসতেন। ভ্যানিটি ছিল না...। সব ছবি এখনও রাখা রয়েছে খড়্গপুরের ডিআরএম অফিসে।
১৪ জুন সকাল থেকেই বাংলার এই মফস্সল শহরের আকাশের মুখ ছিল ভার। সেদিন সকালের ধূসর আকাশই কি ছিল কোনও অজানা মন খারাপের আলতো ইঙ্গিত? বেলা গড়াতেই স্পষ্ট হতে থাকে এই প্রশ্নের উত্তর। লকডাউনের জেরে তৈরি হওয়া রেলনগরীর স্টেশনের নিস্তব্ধতা যেন অচিরেই নীরবতায় পরিণত হল। বিস্ময়ে হতবাক রেলনগরীর আকাশ তখন অঝোরধারায় কেঁদে চলেছে। দিনের শেষ ট্রেন প্রতিনিয়ত স্পর্শ করবে খড়্গপুর স্টেশন। শূন্য প্ল্যাটফর্মে ধোনির বেশে সাদা পোশাকে কালো কোট হাতে আর নামবেন না সুশান্ত।
 ছবি: সৌজন্যে প্রদীপ সরকার 
05th  July, 2020
ফিরে দেখা ব্যোমকেশ 

আবীর চট্টোপাধ্যায়: সত্যের প্রতি নিষ্ঠা, বিশ্লেষণী ক্ষমতা। এই দু’টোর কম্বিনেশনের নাম সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। এমন কোনও মানুষ সামনে থাকলে ভালো লাগে। নাই বা হলেন তিনি রক্তমাংসের কেউ। তাঁকে দেখে, তাঁকে ‘পড়ে’ মনে হয়, যদি এমনটা হতে পারতাম... যদি এভাবে কেউ গাইড করত! এই আশ্রয়টাই হয়ে উঠেছে ব্যোমকেশ। 
বিশদ

02nd  August, 2020
হাতে খড়ি ধুতি পরায় 

দূরদর্শনে বাসু চট্টোপাধ্যায়ের সেই সিরিয়ালে যেন বইয়ের পাতা থেকে উঠে এসেছিলেন ব্যোমকেশ। সেই বাঙালিয়ানা, সেই সংসারী অথচ ক্ষুরধার মস্তিষ্কের ছিপছিপে চেহারার চিরকালীন চরিত্র। ‘ব্যোমকেশ’ রজিত কাপুর এখনও দর্শকের চোখে অমলিন। আলাপচারিতায় অন্বেষা দত্ত।
বিশদ

02nd  August, 2020
স্যার এডমুন্ড হিলারি
চন্দ্রনাথ দাস

বেঁচে থাকলে তাঁর বয়স হতো ১০১ বছর। তেনজিং নোরগের সঙ্গে প্রথমবার পা রেখেছিলেন পৃথিবীর শীর্ষে। মাউন্ট এভারেস্ট জয়ের জন্য স্যার এডমুন্ড হিলারিকে মনে রেখেছে এই দুনিয়া। কিন্তু শুধু এক্সপ্লোরার নন, তিনি ছিলেন মাটির খুব কাছাকাছি থাকা এক মানুষ। এভারেস্ট অঞ্চলের প্রতিটা গ্রাম, জনপদের মনে তিনি থেকে গিয়েছেন তাঁদের শিক্ষার, উন্নতির সোপান হিসেবে। শতবর্ষ পার করে ফিরে দেখা সেই ব্যক্তিত্বকে।
বিশদ

26th  July, 2020
করোনা ভ্যাকসিনের পথে
সাফল্যের অপেক্ষায়
ডঃ সমীরণ পান্ডা

ল্যাটিন শব্দ ভ্যাক্কা (vacca) মানে গোরু। আর আঠেরোশো শতাব্দীতে মানুষকে স্মল পক্স বা বসন্ত রোগের থাবা থেকে বাঁচানোর জন্য গোরুর বসন্ত রোগের গুটি থেকে যে প্রতিষেধক ইঞ্জেকশন বানানো হয়েছিল, সেই প্রয়াসের মধ্যেই জন্ম হয় ‘ভ্যাকসিন’ শব্দটির। 
বিশদ

19th  July, 2020
করোনা ভ্যাকসিনের পথে
আগামী বছরের আগে নয়

ডঃ শেখর চক্রবর্তী : এক ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা...। বিশ্বব্যাপী মহামারী। যা আগাম ঠেকানোর কোনও পথ আমাদের হাতে নেই। আর তাই চেষ্টা চলছে। বিশ্বজুড়ে। থেমে নেই কোনও দেশ। আমরাও না। কিন্তু দিনক্ষণ নির্দিষ্ট করে ভ্যাকসিন তৈরি? অসম্ভব। একেবারেই ভিত্তিহীন এবং বাজে কথা। 
বিশদ

19th  July, 2020
চিম 

করোনাকে দ্রুত জব্দ করার লক্ষ্যে গোটা বিশ্বে সম্পূর্ণ নতুন একটি ভাবনা (কনসেপ্ট) নিয়ে চিন্তাভাবনা চলছে। সেটি হল, চিম (CHIM)। কন্ট্রোল হিউম্যান ইনফেকশন মডেল। এর উদ্দেশ্য হল, ভ্যাকসিন কাজ করছে কি না, তার ফল দ্রুত জেনে নেওয়া।
বিশদ

19th  July, 2020
মন্বন্তর ২৫০
সমৃদ্ধ দত্ত

পেটে ভাত নেই... কিন্তু রাজস্ব যে দিতেই হবে! কোম্পানির কোষাগার ভরতে না পারলে গাছে ঝুলিয়ে ফাঁসি। একদিকে দুর্ভিক্ষে, কলেরায় উজাড় হয়েছে গ্রামের পর গ্রাম। তখনই ফুলেফেঁপে উঠেছে বণিকের ঝুলি। তাদের মানদণ্ডের আঘাতে বাংলার নিয়তি ছিল একটাই... মৃত্যু। ফিরে দেখা ২৫০ বছর আগের সেই অভিশপ্ত মন্বন্তরকে।
বিশদ

12th  July, 2020
ভালো থেকো সুশ 

কৃতী শ্যানন: সুশ, জানতাম মেধাবী মন ছিল তোমার সবচেয়ে ভালো বন্ধু, আর সবচেয়ে বড় শত্রুও... কিন্তু একটাই কথা ভেবে আমার ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে... এমন একটা মুহূর্ত তোমার জীবনে কীভাবে এল যে, বেঁচে থাকার বদলে মৃত্যুটাই সহজ বলে মনে হল! বারবার মনে হচ্ছে ‘ওই মুহূর্তে’ যদি তোমার পাশে কয়েকজন ভালো মানুষ থাকত... যদি তুমি তোমার ভালোবাসার লোকগুলোকে দূরে না সরিয়ে দিতে...  
বিশদ

05th  July, 2020
তোমাকে মিস করব 

শ্রদ্ধা কাপুর: যা ঘটেছে মেনে নিতে পারছি না। এক গভীর শূন্যতা... সুশান্ত! প্রিয় সুশ...! নম্রতা, বুদ্ধিমত্তা... জীবন সম্পর্কে অদম্য কৌতূহল। সবখানে খুঁজে নিত সুন্দরকে। সেটে ওর সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় থাকতাম, ভাবতাম আজ না জানি নতুন কী চমক আছে!
বিশদ

05th  July, 2020
অচেনা তারা 

অন্বেষা দত্ত: আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না। কখনও আলাপ হওয়ার সুযোগ হয়নি। সেই আক্ষেপটা আজীবন রয়েই যাবে। তবে সে কথা এখন থাক। আপনি এখন এ পৃথিবীর কেউ নন। কোনওদিন ছিলেন কি?  
বিশদ

05th  July, 2020
স্বামীজির শেষদিন
শংকর

স্বামীজি বলতেন, ‘শরীরটা কিছু নয়, কিন্তু এই শরীরের দ্বারাই তাঁকে লাভ করতে হবে।’ কর্মই ছিল তাঁর ঈশ্বরলাভের পথ। আর কর্মকাণ্ডের বারিধারায় মহাবিশ্বকে সজল করে আচমকা সেই শরীরই ত্যাগ করেছিলেন তিনি। ৪ জুলাই, ১৯০২... ফিরে দেখা স্বামী বিবেকানন্দের শেষের সেদিন।
বিশদ

28th  June, 2020
 নরেনের ঘুড়ি
সঞ্জীব চট্টোপাধ্যায়

 স্বামীজি যখন প্রথম দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, তার অনেক আগে থেকেই তিনি ইউরোপীয় দর্শনশাস্ত্র ঘাঁটাঘাঁটি শুরু করেছেন। উদ্দেশ্য— তিনি খুঁজছেন, এই পৃথিবী ও পৃথিবীর মানুষ এবং জীব জগৎ এল কোথা থেকে। এই জগতের স্রষ্টা কে! আরও কৌতূহল— সাধারণ মানুষ যে ভগবানের কথা বলে, সেই ভগবান কে? তাঁর দর্শন কি পাওয়া যায়! বিশদ

28th  June, 2020
নব নীলাচল মাহেশ 

এবার মন্দিরের ধ্যানঘরে মাসির বাড়ি তৈরি করে জগন্নাথদেবকে নিয়ে যাওয়া হবে। লিখেছেন গুঞ্জন ঘোষ।  বিশদ

21st  June, 2020
অনলাইনে ইসকনের রথোৎসব 

এই প্রথমবার কলকাতার রাজপথ পরিক্রমণ করবে না ইসকনের রথ। করোনার সংক্রমণের জন্য এমনই সিদ্ধান্ত নিয়েছে ইসকন কর্তৃপক্ষ। খবরে স্নেহাশিস সাউ।  
বিশদ

21st  June, 2020
একনজরে
অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানের রং লাগল সুদূর আমেরিকাতেও। সেখানকার ভারতীয় বংশোদ্ভূতরা রামমন্দিরের একটি ডিজিটাল ছবি নিয়ে ট্যাবলো সাজিয়ে রীতিমতো শহর পরিক্রমা করলেন। ...

অযোধ্যার রেশ এসে পড়ল রাজারহাটের নারায়ণপুরে। রামপুজোর প্রস্তুতি ঘিরে অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ...

তুফানগঞ্জ পুরসভা তহবিলের অভাবে উন্নয়নমূলক কোনও কাজ করতে পারছে না। করোনা পরিস্থিতিতে মার্চ মাসের শেষসপ্তাহে লকডাউন শুরু হতেই এই সমস্যা তৈরি হয়েছে।  ...

 বাড়িতে বসে কাজ করলে আইটি কর্মচারীদের পেট চলবে। কিন্তু, স্টল বন্ধ রাখলে আমরা খাব কী! সল্টলেক সেক্টর ফাইভের এক ফুড স্টলের মালিক অনন্ত জানা আক্ষেপের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

হিরোশিমা দিবস
১৮৬৫ - চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী হান্নাহ চ্যাপলিনের জন্ম
১৮৮১- পেনিসিলিনের আবিষ্কারক ফ্লেমিংয়ের জন্ম
১৯০৫- দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রকাশ করলেন বন্দে মাতরম পত্রিকা
১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়।
১৯১৪ - কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।
১৯২৫ - বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৪৫-হিরোশিমায় পরমাণু বোমা ফেলল আমেরিকা



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৪ টাকা ৭৫.৮৬ টাকা
পাউন্ড ৯৬.৪৬ টাকা ৯৯.৮৭ টাকা
ইউরো ৮৭.০৪ টাকা ৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৪,৬৭০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫১,৮৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫২,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,০৮০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,১৮০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  August, 2020

দিন পঞ্জিকা

২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০, তৃতীয়া ৪৭/৩৪ রাত্রি ১২/১৫। শতভিষানক্ষত্র ১৫/১১ দিবা ১১/১৮। সূর্যোদয় ৫/১৩/৪৮, সূর্যাস্ত ৬/১১/৬। অমৃতযোগ দিবা ১২/৪৮ গতে ৩/১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৭ মধ্যে পুনঃ ১০/২৪ গতে ১২/৫৯ মধ্যে। বারবেলা ২/৫৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪২ গতে ১/৫ মধ্যে।
২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০, তৃতীয়া রাত্রি ১১/২। শতভিষানক্ষত্র দিবা ১১/২১। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৬/১৪। অমৃতযোগ রাত্রি ১২/৪৭ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে ও ১০/২৩ গতে ১২/৫৫ মধ্যে। কালবেলা ২/৫৯ গতে ৬/১৪ মধ্যে। কালরাত্রি ১১/৪৩ গতে ১/৬ মধ্যে।
১৫ জেলহজ্জ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে 
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। বৃষ: ব্যবসায় উন্নতির যোগ আছে। মিথুন: ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
হিরোশিমা দিবস১৮৬৫ - চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, ...বিশদ

07:03:20 PM

রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২,৯৫৪
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৫৪ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

08:56:34 PM

  সুশান্ত মামলা: ৭ জনের নামে এফআইআর দায়ের করল সিবিআই
সুশান্ত সিং মৃত্যু মামলায় সিবিআই রিয়া চক্রবর্তী সহ ৭ জনের ...বিশদ

08:40:00 PM

তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫,৬৮৪ 
তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫,৬৮৪ জন। ...বিশদ

07:27:06 PM

উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ৪,৬৫৮ 
উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৬৫৮ জন। মৃত্যু ...বিশদ

07:04:04 PM