উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
মেকআপ আর্টিস্ট-স্টাইলিস্ট কৌশিক-রজত জানালেন, শুধু ফ্যাশন ফোটোশ্যুটের জন্যই নয়, এখন প্রি-ব্রাইডাল ফোটোশ্যুটের জন্যও অনেকে যাচ্ছেন বরফরাজ্যে। সকলের পক্ষে তো আর সুইজারল্যান্ড যাওয়া সম্ভব নয়। তাই ঘরের পাশে দার্জিলিং, সিকিম হয়ে উঠছে ফটোশ্যুটের ঠিকানা। শুধু তাই নয়, বলিউড তারকাদের ডেস্টিনেশন ওয়েডিং দেখে ইয়াং জেনারেশনের অনেকেই সেই পথে পা বাড়াচ্ছেন। প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে বিয়ে করার থেকে পাহাড়চুড়োয় বিয়ের আসর বসানো ঢের আরামদায়ক। অতিথিরাও যেতে প্রস্তুত। একসঙ্গে রথ দেখা আর কলা বেচা— বিয়ে দেখা আর
বেড়ানো, মন্দ কি?