উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
গাড়িতে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে কয়েকট উল্লেখযোগ্য হল, ৮০০ মিমি ওয়াটার-ওয়েডিং ক্যাপাসিটি। SYNC ৩ বিশ্বে সুপরিচিত ইন-কার কানেক্টিভিটি সিস্টেম সঙ্গে রয়েছে ৮-ইঞ্চি টাচস্ক্রিন কমপ্যাটিবল অ্যাপল কার-প্লে ও গুগল অটো অন্য অভিজ্ঞতা দেবে। রয়েছে প্যানোরামিক সান-রুফ, যা ৫০% পর্যন্ত রুফ স্পেস কভার করবে। এর সেমি অটো প্যারালাল পার্ক অ্যাসিস্ট প্রযুক্তি ঠিক পার্কিংস্পট খুঁজতে সাহায্য করবে। নতুন ডিজাইনের ১৮ ইঞ্চি অ্যালয় হুইল, ৮-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভার ও ফ্রন্ট প্যাসেঞ্জার সিট অসাধারণ। এছাড়া আরও অনেক অকর্ষণীয় ফিচার রয়েছে গাড়িটিতে। বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে। এর মাইলেজও ভালো। টাইটানিয়ামের দাম ২৮.১৯ লক্ষ টাকা, টাইটানিয়াম প্লাস ২.২ এল-এর ৩০.৬০ লক্ষ টাকা আর ৩.২ এল টাইটানিয়াম প্লাসের দাম পড়বে ৩২.৯৭ লক্ষ টাকা।