বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ
পূর্ব ভারতের ট্যালেন্ট ম্যানেজমেন্ট ব্র্যান্ড ‘ফেস’ (ফেম ফ্যাশন অ্যান্ড ক্রিয়েটিভ এক্সিল্যান্স) কলকাতায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে সংস্থাটি তাদের ২০১৯ সালের ফেস ক্যালেন্ডার উদ্বোধন করেছে। এটি ষষ্ঠ সংস্করণ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্র কৌশানী মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরিচালক রাজ চক্রবর্তী, স্বস্তিকা দত্ত, শন বন্দ্যোপাধ্যায়, সংস্থার প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর নীল রায় প্রমুখ। এই ক্যালেন্ডারে বারোজন উঠতি মডেলে ছবি রয়েছে।
সস্তাসুন্দর ডট কমের উদ্যোগ
ইংল্যান্ডের পেন রিলিফ ব্র্যান্ড ডিপ হিট-এর সঙ্গে যৌথ উদ্যাগে সস্তাসুন্দর ডট কম ‘রান ফর হেলথ অ্যান্ড হ্যাপিনেস’ নামে একটি ‘ফ্যামিলি রান’-এর আয়োজন করেছিল। গত ১২ জানুয়ারি এটি শুরু হয়েছিল দেশপ্রিয় পার্ক থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের এম এম আই সি দেবাশিস কুমার, জাতীয় স্তরের পুরস্কারপ্রাপ্ত বিদ্যুৎকুমার দে, সস্তাসুন্দর ডট কমের প্রতিষ্ঠাতা এবং এগজিকিউটিভ চেয়ারম্যান বি এল মিত্তল এবং প্রতিষ্ঠাতা এবং সি ই ও রবিকান্ত শর্মা প্রমুখ। মূলত মর্নিংওয়াকের উপকারিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ। আগামীদিনে দিল্লি এন সি আর (ন্যাশনাল ক্যাপিটেল রিজিওন), শিলিগুড়ি ও জামশেদপুরে এরকম করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
অদ্রিজা’র আমি আমার মতো
টলিওয়াকস ইভেন্ট ও এমিন্যান্ট ইভেন্ট যৌথ উদ্যোগে ফ্যাশন শোয়ের আয়োজন করেছে। শোয়ের নাম দেওয়া হয়েছে ‘অদ্রিজা-আমি আমার মতো’। শো’টি চলছে গত অক্টোবর মাস থেকে। আগামী ফেব্রুয়ারিতে হবে গ্র্যান্ড ফিনালে। গত ১১ ডিসেম্বর অদ্রিজা-আমি আমার মতো-এর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, অভিনেতা অজুর্ন চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, মেসার্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রিচা শর্মা, মেসার্স ইন্ডিয়া ইউনিভার্স আর্থ সঙ্গীতা সিং, কলকাতা কর্পোরেশনের এম এম আই সি দেবাশিস কুমার, ক্যান্সার বিশেষজ্ঞ শ্রীনিবাস নারায়ণ প্রমুখ। এদিন সেলিব্রিটি পোস্টার লঞ্চ করা হয়। এ প্রসঙ্গে অদ্রিজা’র অর্গানাইজিং চেয়ারম্যান স্বপ্নদীপ সরকার বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে ক্যান্সার নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ ক্যান্সার আক্রান্ত ছোটদের সাহায্য করা হবে।
মোনেট-এর নতুন প্রোডাক্ট
সুগন্ধি ও ডিওডোরেন্ট প্রস্ততকারী সংস্থা মোনেট একটি পরিচিত নাম। বাজারে এদের একাধিক রকমারি প্রোডাক্ট রয়েছে। সম্প্রতি সংস্থাটি দুটি নতুন প্রোডাক্ট বাজারে এনেছে। প্রোডাক্ট দুটি হল, পাসপোর্ট ডিওডোরেন্ট বেদিং বার এবং মোনেট বডি অয়েল। ইতালিয়ান অলিভ এবং চন্দন দিয়ে তৈরি সংস্থার মোনেট বডি অয়েল ক্রেতাদের আলাদা করে নজর কাড়বে। সংস্থার আশা প্রোডাক্ট দুটি ক্রেতাদের পছন্দ হবে। পাওয়া যাচ্ছে সর্বত্র।
এমএম আয়ুর্বেদিকের প্রোডাক্ট
নিত্য নতুন রকমারি আয়ুর্বেদিক প্রোডাক্টের ক্ষেত্রে এম এম আয়ুর্বেদিক প্রাইভেট লিমিটেড একটি অগ্রগণ্য সংস্থা। এদের অনেক ধরনের আয়ুর্বেদিক প্রোডাক্ট রয়েছে। বিভিন্ন সমস্যায় এগুলি বেশ কার্যকরী। আয়ুর্বেদিক হেয়ার অয়েল, আয়ুর্বেদিক অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু, আয়ুর্বেদিক ট্যালকম পাউডার, আয়ুর্বেদিক লাল দন্ত মাজন, নির্মল নেচারাল মেহেন্দি, আয়ুর্বেদিক স্কিন লোশন, গ্লুকো ভেদম নিম্বু পানি, এসেন্সিয়াল অয়েল অ্যান্ড অ্যারোমেটিকস প্রভৃতি জনপ্রিয় প্রোডাক্ট এদের রয়েছে। প্রতিটি আয়ুর্বেদিক প্রোডাক্টই প্রাকৃতিক উপাদানে বিশেষভাবে তৈরি করা হয়েছে। দামও সাধ্যের মধ্যে।
বেলঘরিয়া স্বাস্থ্যমেলা
স্বাস্থ্য নিয়ে মেলা? হ্যাঁ,এ মেলা একটু অন্য ধাঁচের। পুতুলনাচ, ম্যাজিক শো, নাটক, সাপ নিয়ে খেলা, আলোচনা, বইয়ের স্টল সবই আছে। আবার তার সঙ্গে রয়েছে স্বাস্থ্য বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টাও। গত ১৩ বছর ধরে বেলঘরিয়ার ‘রেখা রায় মেমোরিয়াল মেডিকেল সোসাইটি’ এই মেলাটি নিয়মিত করে আসছে। স্থানীয় যতীন দাস বিদ্যামন্দির প্রাঙ্গণে সম্প্রতি দু’ দিন ধরে এই মেলা হয়ে গেল। উদ্বোধন করলেন বর্ষিয়ান ইএনটি বিশেষজ্ঞ ডাঃ শান্তনু বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি ছিলেন রবীন্দ্রভারতী সোসাইটির সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, ডাঃ সুকান্ত বিশ্বাস, ডাঃ মলয়কুমার ভট্টাচার্য, ডাঃ অমল খান, ডাঃ কুমারেশচন্দ্র সরকার, কান্তিময় সরকার প্রমুখ। মেলা কমিটির সম্পাদক ডাঃ অমতিাভ ভট্টাচার্য জানিয়েছেন, দু’ দিনে এই মেলায় প্রায় দু’ হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে বিনামূল্যে। দেওয়া হয়েছে ওষুধ।
শিশু চিকিৎসায় সেলিব্রিটিরা
রোটারি ক্লাব অব ক্যালকাটা ওল্ড সিটি এবং আর এন টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি কার র্যালির, যার শিরোনাম ‘ড্রাইভ হৃদয়া—সিজন দুই’। আগামী ২৭ জানুয়ারি সকাল সাড়ে ন’টায় স্প্রিং ক্লাব থেকে এই র্যালি শুরু হবে। এই র্যালি থেকে প্রাপ্ত অর্থে যেসব শিশুরা হৃদ যন্ত্রের অসুখে ভুগছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
নিউ আলিপুরে হেলথ কাফে
অনন্যা গুপ্ত খান নিউ আলিপুরে চালু করলেন হেলথ কাফে ও ওয়েলনেস ক্লিনিক। সুন্দর শরীর ও মন গড়ে তোলার লক্ষ্যে এই ক্লিনিকটি চালু হল। উদ্বোধন করেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।
স্বস্তিনাথ শাস্ত্রী, স্নেহাশিস সাউ