বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ
বইমেলা এবারেও সেন্ট্রাল পার্কে। হ্যাঁ, এবার আর তার ঠাঁইনাড়া হয়নি। আসুন দেখে নিই এবছর নতুন কোন কোন বই নিয়ে পাঠকমহলে উত্তেজনা তুঙ্গে। প্রখ্যাত সাংবাদিক ও সুলেখক সুমন গুপ্ত দীর্ঘদিন ধরে বলিউড ও টলিউডের খবরাখবর করতে গিয়ে মিশেছেন বহু খ্যাতনামা ব্যক্তির সঙ্গে। অনেকেই তাঁকে একডাকে চেনেন। তেমনই এক খ্যাতনামা ব্যক্তিত্ব হলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। একটা সময় সুচিত্রা সেনের লিপে সন্ধ্যা মুখোপাধ্যায় ছাড়া অন্য কারও কণ্ঠের কথা ভাবতেই পারতেন না সঙ্গীত পরিচালকরা। সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের বর্ণময় জীবনের উপাখ্যান অনুলেখক হিসেবে লিপিবদ্ধ করেছিলেন সুমন গুপ্ত। বহু বছর বাদে আজ যখন সন্ধ্যার সঙ্গীত জীবন প্ল্যাটিনাম জুবিলির দ্বারপ্রান্তে তখন ‘গানে মোর কোন ইন্দ্রধনু’ বইটি পুনঃপ্রকাশিত হচ্ছে। নতুন অঙ্গসজ্জায় বইটি প্রকাশ করেছে দীপ প্রকাশন। অজস্র রোমাঞ্চকর ঘটনার বিবরণ ছড়িয়ে আছে বইটির পাতায় পাতায়। সঙ্গে প্রচুর সুমুদ্রিত দুষ্প্রাপ্য রঙিন ও সাদাকালো ছবি। দাম ৩৭৫ টাকা।
এই মুহূর্তের অন্যতম এক জনপ্রিয় সাহিত্যিক জয়ন্ত দে। লিটিল ম্যাগাজিনে লিখতে শুরু করে আজ তিনি প্রতিষ্ঠিত সাহিত্যিক। টানা তিন দশক ধরে লিখেছেন অসংখ্য ছোট গল্প ও উপন্যাস। এবছর বইমেলায় জয়ন্ত দের তিনটি নতুন বই পাওয়া যাচ্ছে। দে’জ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস ‘মৃত্যুর স্বাদ’। বইটিতে আরও একটি উপন্যাস আছে ‘রাধিকা রোমাঞ্চ’। ভিন্ন আঙ্গিকের দুটি কাহিনী, নিছক গোয়েন্দা বা খুনি খোঁজার আখ্যান নয়। দাম ২০০ টাকা। পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে ‘অদৃশ্য অস্ত্রের আঘাত’। এই বইটিতে আছে সুপার ন্যাচারাল, প্যারা সাইকোলজি ভিত্তিক তিনটি নভেলেট ‘অদৃশ্য অস্ত্রের আঘাত’, ‘মৃতজনের মারণ ডাক’ ও ‘পাখি হলেন অবন্তীবাবু’। সোপান থেকে প্রকাশিত হয়েছে লেখকের ছোটদের বই ‘ভূতের গল্প’। দাম ২০০ টাকা।
দিল্লিবাসী সাংবাদিক সমৃদ্ধ দত্ত লেখালিখির জগতে অপেক্ষাকৃত নবীন হলেও ইতিমধ্যেই তাঁর নিজস্ব এক পাঠককুল তৈরি করে নিতে পেরেছেন লিখনশৈলীর গুণে। রাজনৈতিক সাংবাদিকতা করার সুবাদে তিনি একদিকে যেমন মিশেছেন বহু নেতানেত্রী, মন্ত্রীর সঙ্গে, তেমনি সমাজের অন্ধকার দিকগুলিও তাঁর জানাচেনা। সেই বিষয়ই উঠে এসেছে তাঁর লেখা তিনটি নতুন বইয়ে। পাওয়া যাচ্ছে বইমেলায়। প্রথমে যে বইটির কথা অবশ্যই বলতে হয় তা হল ‘ব্ল্যাক করিডর’। দীর্ঘদিন ধরে সাপ্তাহিক বর্তমান পত্রিকায় এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে চলেছে। প্রথম পর্বটি বই আকারে বের হল। এটি আদতে কতগুলি রিয়েল লাইফ ক্রাইম থ্রিলারের সমষ্টি। অন্ধকার জগতের বাদশা দাউদ ইব্রাহিম থেকে শুরু করে সিরিয়াল কিলার ডক্টর ডেথ। বইটির পরতে পরতে সাসপেন্স আর থ্রিল। প্রকাশক দে’জ পাবলিশিং। দাম ৪০০ টাকা। দ্বিতীয় বইটির উপজীব্য রাজনৈতিক নেতানেত্রীদের উত্থান। বইয়ের নাম ‘রোড টু রাজধানী’। যাঁদের আজ আমরা দেখি ব্ল্যাক ক্যাট পরিবেষ্টিত হয়ে ঘুরে বেড়াতে তাঁরা কীভাবে আজ সেই জায়গায় পৌঁছলেন? কী অপরিসীম লড়াই, জেদ, একগ্রতা আর ত্যাগ এর পিছনে রয়েছে তা ক’জনই বা জানেন? এক অদ্ভুত জীবন তাঁদের। সেই কাহিনীই উঠে এসেছে সমৃদ্ধর সাবলীল লেখনীতে। প্রকাশক করুণা প্রকাশনী। দাম ২০০ টাকা।
তৃতীয় বইটি বিষয় বাঙালি। বাঙালিকে গোটা ভারত জানে ইন্টেলেকচুয়াল, সংস্কৃতিবান জাত বলে। এই ধারণার বিপরীতটাই অবশ্য প্রতিভাত হয় আজকের বাঙালিকে দেখলে। পাড়ায় পাড়ায় লুম্পেনরাজ, অশিক্ষা আর কুশিক্ষার প্রকট ছবি। আন্তর্জাতিক বাঙালি আজ পাড়াস্তরের চিন্তাবিদ। এইসব ছবিই প্রাঞ্জলভাবে ‘বাঙালির শিরদাঁড়া’ নামে বইটিতে এঁকেছেন সমৃদ্ধ। প্রকাশক গাঙচিল। দাম ৩৫০ টাকা।
বাংলা শিশুসাহিত্যে গিরীন্দ্রশেখর বসুর এক ধ্রুপদী সাহিত্যকীর্তি ‘লাল কালো’। লাল পিঁপড়ে কালো পিঁপড়ে এই দুই দলের মধ্যে চিরশত্রুতা। দু’ দলে বাঁধল লড়াই। তারপর কী হল? প্রকাশক শিশু সাহিত্য সংসদ। দাম ১০০ টাকা।
প্রবীর গঙ্গোপাধ্যায় লিখেছেন ‘ ডাঃ হৈমবতী সেন-এর জীবনকথা’। উনিশ শতকের এক বালিকার বিয়ে হল বাপের বয়সী এক মানুষের সঙ্গে। তারপর বালবিধবা। কিন্তু অদম্য জেদের বশে সব প্রতিকূলতা জয় করে হলেন ডাক্তার। প্রকাশক শিশু সাহিত্য সংসদ। দাম ৩০০ টাকা।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করার পরও ভক্তদের কাছে তাঁর লীলার অন্ত নেই। সেইসব লীলার বর্ণনা দিয়েছেন অমিতাভ দাশগুপ্ত তাঁর ‘কে বলে ঠাকুর নেই!’ বইয়ে। প্রকাশক গিরিজা লাইব্রেরি। দাম ১২০ টাকা। এই সংস্থা থেকেই বেরিয়েছে জ্যোতিষী কিংবদন্তী গৌতমের বই ‘প্রাত্যহিক জীবনে বাস্তু’। দাম ২৬০ টাকা। এই সংস্থার আরও একটি উল্লেখযোগ্য বই যোগাচার্য রামানন্দ সরস্বতী প্রণীত ‘অখণ্ড বেদ-জ্ঞান’। দাম ৪০০ টাকা।
‘কোরক’ বাংলা ভাষায় মননশীল বই প্রকাশ করে থাকে প্রতিবছর। এবছরও তাপস ভৌমিকের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ছেচল্লিশের ইতিকথা’। এই সময়টা ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে বিদেশি শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য দেশবাসীর অদম্য চেষ্টা। অন্যদিকে সাম্প্রদায়িক দাঙ্গা, ক্ষমতাদখলের জন্য জঘন্য দড়ি টানাটানির খেলা। আজাদ হিন্দ ফৌজ, নৌ বিদ্রোহ, শ্রেণী সংগ্রাম। এইসব ঘটনার ইতিহাস ও তার বিশ্লেষণ স্থান পেয়েছে বইয়ের দু’ মলাটে। দাম ১৭৫ টাকা।
থীমা প্রকাশ করেছে সদ্য প্রয়াত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের শেষ বই ‘অনেক মুখ অনেক মুহূর্ত’। দাম অনুল্লেখিত।
সাহিত্যিক শেখর সেনগুপ্তের লেখা ‘সার্ধশতবর্ষে গান্ধী পরিক্রমা’ প্রকাশিত হয়েছে প্রিটোনিয়া থেকে। দাম ২৫০ টাকা।
ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় লিখেছেন ‘ভারতকেশরী যুগপুরুষ শ্যামাপ্রসাদ’। দাম ৬০০ টাকা। প্রকাশক মিত্র ও ঘোষ। এই সংস্থা থেকেই বেরিয়েছে সাহিত্য অ্যাকাডেমি প্রাপ্ত সঞ্জীব চট্টোপাধ্যায়ের ‘সঞ্জীব বিচিত্রা’ (তৃতীয় খণ্ড)। দাম ৬০০ টাকা। এই মুহূর্তের জনপ্রিয় কথা সাহিত্যিক প্রচেত গুপ্তের দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে এই সংস্থা থেকে ‘মেঘমল্লারে হত্যার গান’ দাম ১৪০ টাকা ও ‘বাছাই করা ভয়’ দাম ২৫০ টাকা।
কমলিনী প্রকাশন বিভাগ থেকে প্রকাশিত হয়েছে ‘বিপ্লবীদের ডায়েরি স্মৃতিকথা সংগ্রহ’ ১ম ও ২য় খণ্ড। সম্পাদনা বারিদবরণ ঘোষ। দাম যথাক্রমে ৪০০ ও ৩৫০ টাকা। বিপিনবিহারী গুপ্তের লেখা ‘পুরাতন প্রসঙ্গ ও বিচিত্র প্রসঙ্গ’ বইটি প্রসাদ সেনগুপ্তের সম্পাদনায় প্রকাশ করেছে এই সংস্থা। দাম ৬০০ টাকা।
এই সংস্থা থেকেই প্রকাশিত হয়েছে সাংবাদিক কমলিনী চক্রবর্তীর লেখা চিনে তিব্বতে এভারেস্টের পদতলে। চিন, তিব্বত ও এভারেস্ট বেসক্যাম্প ভারতীয় পর্যটকের কাছে অনেকাংশেই অচেনা। এই বইটিতে লেখক সেই অচেনাকেই পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন। চিনের বিভিন্ন শহরের বিস্তারিত বর্ণনার পাশাপাশি তিব্বতের আদিম পরিবেশ ও এভারেস্টের পাদদেশে রুক্ষ প্রকৃতির বিবরণ পাবেন এই বইয়ে। সঙ্গে রয়েছে ভারত থেকে চিন যাত্রার সংক্ষিপ্ত ট্র্যাভেল গাইড। দাম ২০০ টাকা।
যুক্তিবাদী আন্দোলনের পথিকৃৎ প্রবীর ঘোষ লিখেছেন ‘স্বয়ম্ভর গ্রাম’। রাষ্ট্রের ভিতরে সাম্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে কীভাবে গড়ে উঠল শোষণমুক্ত গ্রাম? তার আখ্যান। দাম ৩০০ টাকা। প্রকাশক দে’জ পাবলিশিং। এই সংস্থা থেকেই প্রকাশিত হয়েছে সাহিত্যিক প্রফুল্ল রায়ের লেখা ‘মহাযুদ্ধের ঘোড়া’ (অন্তিম পর্ব’)। দাম অনুল্লেখিত। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথা ‘সত্যি সাবিত্রী’। ডাঃ অমিতাভ ভট্টাচার্যের লেখা ‘শরীর নিয়ে নানা ভুল’ প্রকাশিত হয়েছে এই সংস্থা থেকে। অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাতটি শ্রুতি নাটকের সংকলন ‘সাতটি শ্রুতি নাটক’। প্রকাশিত হয়েছে এই সংস্থা থেকেই।
ভাটাপাড়ার শ্রুতিধর টোলো পণ্ডিতের বংশধর অভিজিৎ ভট্টাচার্য পেশায় তথ্যপ্রযুক্তি বিশারদ ও বহুজাতিক সংস্থার প্রাক্তন কর্মী। বিংশ শতকের চারের দশক থেকে শুরু করে তিন দশক ধরে তিনি যা দেখেছেন তা তুলে ধরেছেন ‘তিন দশকের ঘোড়সওয়ার’ বইতে। প্রকাশক মিত্র ও ঘোষ। দাম ১৫০ টাকা।
পদ্মিনী দত্তশর্মা মানুষের অনুভূতি, আবেগ নিয়ে বিশ্লেষণধর্মী একটি বই লিখেছেন। বইয়ের ভাষা ইংরেজি। নাম ‘স্লিপিং উইথ দ্য আর্ক রাইভাল’। মানুষের জীবনে ভান, মিথ্যা বলা, হিংসা, রাগ এই অনুভূতিগুলো কীভাবে কাজ করে, কেন করে তার ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে বইতে। বইটিতে দামের কোনও উল্লেখ নেই।
কবিতাথেরাপি? তাও আবার হয় নাকি? হতেই পারে আশ্চর্য কী? আদম প্রকাশ করেছে শুদ্ধেন্দু চক্রবর্তীর লেখা ষষ্ঠাংশবৃত্তি নামে একটি বই যে বইয়ে লেখক খোঁজ করেছেন কবিতা কীভাবে মানুষের মনোজগতে প্রভাব বিস্তার করে তাকে সারিয়ে তুলতে পারে তাকে। দাম ১২০ টাকা।
প্রবীর ঘোষাল একদা ছিলেন দুঁদে সাংবাদিক। বর্তমানে তিনি উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। সাংবাদিক জীবনের প্রায় শুরু থেকেই তিনি মমতা ঘনিষ্ঠ। কীভাবে ছাত্র পরিষদের নেত্রী থেকে আজ গোটা দেশের বিজেপি বিরোধী মুখ হয়ে উঠলেন তা কাছ থেকে দেখেছেন তিনি। তারই লিখিত রূপ ‘রণাঙ্গনে মমতা’ বইটি প্রকাশিত হয়েছে ভাষা ও সাহিত্য থেকে। দাম ৩০০ টাকা।
সাহিত্যিক প্রচেত গুপ্ত ভূতের গল্প লেখায় সিদ্ধহস্ত। তাঁর সেরকমই কিছু লেখার সংকলন দিনের বেলাতেও ভূত দেখা যায়। প্রকাশক পত্রভারতী। দাম ৩২৫ টাকা। এই সংস্থা থেকেই বেরিয়েছে বাংলার সেরা দশটি থ্রিলার উপন্যাস নিয়ে একটি সংকলন থ্রিলার অমনিবাস। লেখক তালিকায় রয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, অদ্রীশ বর্ধন, অনীশ দেব, প্রচেত গুপ্ত, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, অভিজ্ঞান রায়চৌধুরী ও ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। দাম ৫৯৯ টাকা। প্রবীণ সাহিত্যিক প্রফুল্ল রায়ের নাটকীয়তায় ভরা টানটান উপন্যাস এক আগন্তুকের কাহিনি প্রকাশ করেছে এই সংস্থা। দাম ৩২৫ টাকা।
বুক ফার্ম প্রকাশ করেছে একাধিক বই। তার মধ্যে উল্লেখযোগ্য হল মঞ্জিল সেনের ‘ভয় সমগ্র’। দাম ২৫০ টাকা। সুধীন্দ্রনাথ রাহার ‘ভয় সমগ্র’, দাম ২৮০ টাকা। কৌশিক মজুমদারের ‘জেমস বন্ড জমজমাট’, ২০০ টাকা।
ছোটদের জন্য বেশকিছু বই লিখেছেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। তারমধ্যে উল্লেখযোগ্য হল কুসুমপুরের রোদ্দুর, প্রকাশক দে’জ। এলেবেলে একটি ছেলে, প্রকাশক অশোকগাথা। এছাড়া দেজ থেকেই বেরিয়েছে বড়দের জন্য লেখা রবীন্দ্রনাথের নন্দিতা, রবীন্দ্রনাথ ও প্রিয়ম্বদা: একটি অনালোকিত সম্পর্ক প্রভৃতি।
কর্পোরেট পাবলিসিটি থেকে প্রকাশিত হয়েছে ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়ের ছড়ার বই ভুবনের ভুবনে। দাম ১৫০ টাকা। বইটিতে শ্যাম থাপার ব্যাকভলি, সৌরভ গাঙ্গুলির খেলা ইত্যাদি বিষয় নিয়ে একাধিক ছড়া রয়েছে।
সম্প্রতি চিন্তনে কবিতা নামে একটি বই প্রকাশিত হয়েছে। বইটি লিখেছেন প্রবাসী ভারতীয় সংহিতা রায়। গত ৪ জানুয়ারি সল্টলেকে লবণ হ্রদ মঞ্চে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন সাহিত্যিক অমিতাভ চৌধুরী। লেখিকা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
কবিতীর্থের প্রকাশনায় বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে একাধিক বই। এদের পত্রিকায় এবার বিষয় জাক দেরিদা। এছাড়া রয়েছে রমাপ্রসাদ দে’র লেখা কবি অলোকরঞ্জনকে নিয়ে একটি গ্রন্থ। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্য নিয়ে একটি গ্রন্থ, লিখেছেন রমেশ সরকার। সুখেন সাঁতরার উপন্যাস দিব্যা, দেবাশিস চক্রবর্তীর উপন্যাস ছাইরঙা প্যাঁচা সে চোখ টিপে বসে আছে কত না বছরকাল। দেবাশিস দাসের ছোটগল্পের সংকলন আইনস্টাইন, লেনিন এবং রাজুর মস্তিষ্ক পরীক্ষা। গদ্য কবিতার বই প্রলাপসমগ্র। মহম্মদ রফিকের নিশীথ কুটুম্ব। চৈতালি ধরিত্রীকন্যার এসো। রয়েছে চীনের এক কবির বাছাই করা কিছু কবিতার অনুবাদ আশা নিরাশার মাঝে জিদি মাজিয়ার কবিতা।