বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ
সম্প্রতি সায়েন্স সিটিতে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে যোগ দিয়েছিল মুনস্টার। সংস্থাটি মূলত হেনা দিয়ে তৈরি বিভিন্ন প্রোডাক্টের জন্য বেশ পরিচিত। এবার তারা হেয়ার ও স্কিন কেয়ার প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছে। এদের স্টলে সংস্থার সব ধরনের প্রোডাক্ট সাজানো ছিল। মুনস্টার-এর কয়েকটি উল্লেখযোগ্য প্রোডাক্ট হল, হেয়ার কালার, হেয়ার ক্রিম, হেয়ার স্টাইলিং ওয়াক্স প্রভৃতি।
আপনি কি বিয়েবাড়ির জন্য আলো ঝলমলে সাজানো গোছানো কোনও ঠিকানার সন্ধান করছেন? তাহলে আপনাকে একটা ভালো খবর দিই।
উত্তর কলকাতার অন্যতম জমজমাট বিয়েবাড়ির ঠিকানা হল অঞ্জলি বাটী। শোভাবাজার মেট্রো স্টেশনের ঠিক কাছেই। তিনতলা এই বাড়িটি এতটাই সুন্দর যে, দেখলেই পছন্দ হবে। এদের নিজস্ব আলো ও ডেকরেশনের ব্যবস্থা থাকলেও আপনি চাইলে পছন্দের কোনও সংস্থাকে দিয়েও সাজিয়ে নিতে পারেন। অনেকটা জায়গা, তাই বেশি লোক সমাগম হলেও চিন্তা নেই। প্রায় পাঁচশো জন অতিথি আপ্যায়নের জন্য একদম ঠিকঠাক। সুন্দর লন রয়েছে। মনোরম পরিবেশ। ডেকরেটেড ওয়াল। বিয়েবাড়ির জন্য একেবারে আদর্শ। এসি, নন-এসি দু’রকমই বন্দোবস্তো আছে। এরা সাধারণত সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৬টা অর্থাৎ ২৪ ঘণ্টার জন্য ভাড়া দেয়। বছর দেড়েক আগে থেকে যোগাযোগ করলে পছন্দের তারিখে বুকিং পেতে সুবিধা হয়। তবে ফাঁকা থাকলে দু’দিন আগেও বুকিং করা যায়। ২৪ ঘণ্টার জন্য মোট ভাড়া ৮০ হাজার টাকা। বুকিংয়ের সময় অগ্রিম ২০ হাজার টাকা সংস্থার কাছে জমা রাখতে হয়। তবে শুধু বিয়েবাড়ি নয় সব ধরনের অনুষ্ঠানের জন্য অঞ্জলি বাটি ভাড়া দেওয়া হয়। যোগাযোগ: ৯০৫১৬৩৩৮৮৫
জলবিহীন পরিচ্ছন্নতা
জলের জন্য ক্রমবর্ধমান হাহাকার ও পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা এই দুইয়ের উপলব্ধি থেকে আইআইটি ভিত্তিক একটি স্টার্ট আপ সংস্থা ক্লিনস্তা নিয়ে এল নতুন ধরনের সাবান ও শ্যাম্পু। এই সাবান ও শ্যাম্পু জল ছাড়াই ব্যবহার করা যায়। ব্যক্তিগত পরিচ্ছন্নতার ক্ষেত্রে এ এক বৈপ্লবিক উদ্যোগ। জলবিহীন জায়গায় অথবা ঠান্ডার জায়গায় কর্মরত সেনাবাহিনীর সদস্যদের জন্য এবং নভোশ্চরদের জন্য এ একেবারে আদর্শ পণ্য। শুধু তাই নয় হাসপাতালে ভর্তি হওয়া রোগী কিংবা কর্মরত নার্স, ডাক্তার অথবা রোগীর আত্মীয়পরিজন, পর্যটকদের জন্যও এই জলবিহীন সাবান, বডি ওয়াশ কিংবা শ্যাম্পু অত্যন্ত প্রয়োজনীয় একটি দ্রব্য হয়ে উঠতে চলেছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দিল্লিতে এই উদ্যোগের সূচনা। কলকাতায় তা এল চ্যানেল পার্টনার প্রোভিউ হেলথকেয়ারের হাত ধরে। সংস্থার ইচ্ছা, তারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করবেন। উল্লেখ্য, সংস্থাটি দাবি করেছে যে এই পণ্যে ক্ষতিকারক অ্যালকোহল, সোডিয়াম লোরিল সালফেট, গ্লুটেন ইত্যাদি নেই। ফলে ব্যবহারকারী পাবেন সম্পূর্ণ সুরক্ষিত এক পরিচ্ছন্নতা।
স্টাইল বাজারে অফার
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্রেতাদের কথা মাথায় রেখে স্টাইল বাজার আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। অফার চলবে ২০ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। স্টাইল বাজারের সব শোরুমেই ক্রেতারা এই অফারে পছন্দের জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। অফারে এক হাজার টাকার জামাকাপড় কিনলে এক হাজার টাকার জামাকাপড় ফ্রি। চার হাজার টাকার মিক্সার গ্রাইন্ডার পাওয়া যাচ্ছে ১৩৯৯ টাকায়। প্রেস্টিজের ২৭৯৫ টাকার ইন্ডাকশন কুকটপ মাত্র ১৩৯৯ টাকায় মিলবে। ৩২০০ টাকার নন স্টিক কুকওয়্যার সেট পেয়ে যাবেন ১৪৯৯ টাকায়। কটনের ৯৯৯ টাকার ডবল বেডশিটের দাম পড়বে ৩৯৯ টাকা। ২৭ পিস লা ওপালার ১৯৯৫ টাকার ডিনার সেট পাওয়া যাচ্ছে ১২৯৯ টাকায়। মেলামাইনের ২১ পিস ডিনার সেট ৩৯৯ টাকায় অনেক রকম পাবেন। পার্ক অ্যাভিনিউয়ের ডিওডোরেন্ট একটি কিনলে একটি ফ্রি। এরকম আরও অনেক রকম আকর্ষণীয় অফার রয়েছে। এখানেই শেষ নয়, যেকোনও মূল্যের কেনাকাটা করলে পাঁচশো টাকার ভাউচারও ফ্রি পাওয়া যাবে।
পিঠেপুলি উৎসব
অভিনেত্রী প্রিয়াংকা সরকার ও বাঘাযতীন তরুণ সংঘের মহিলা সদস্যাদের উদ্যোগে দেবালয় পূজপ্রাঙ্গণে দু’দিন ব্যাপী পিঠেপুলি উৎসব হয়ে গেল। প্রিয়াংকা বলেন, ‘পিঠেপুলি বাঙালিদের উৎসবের অঙ্গ। ঠাকুমা দিদিমারা পৌষ সংক্রান্তিতে পিঠে তৈরি করতেন। আমি পিঠে তৈরি করতে জানি। নিজেও পিঠেপুলি খেতে খুব ভালবাসি। প্রিয়াংকার স্টলে ছিল মুগডালের পিঠে, লবঙ্গলতিকা, দুধপুলি, ভাজা পিঠে, পাটিসাপটা ইত্যাদি। এখানে মোট ২৬টি স্টল ছিল। এই উৎসবে হাজির ছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক, হিরণ, মীর, অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুকরতা প্রমুখ ছাড়াও পরিচালক সস্ত্রীক রাজাচন্দ, সুরকার জয় সরকার প্রমুখ।