বিদ্যার জন্য স্থান পরিবর্তন হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে ... বিশদ
বারোয়ারি উপন্যাস? তাও আবার হয় নাকি? হ্যাঁ, হয় বইকি। অনেকবারই তো হয়েছে। তবে প্রথম শুরু কিন্তু হয়েছিল বিখ্যাত ‘ভারতী’ পত্রিকার উদ্যোগে। বারোজন লেখক মিলে লেখা একখানি উপন্যাস। তাই নাম ‘বারোয়ারি উপন্যাস’। একজন শুরু করবেন, তিনি একটা পর্যায় পর্যন্ত লিখে ছেড়ে দেওয়ার পর সেই জায়গা থেকেই শুরু করবেন পরের লেখক। এইভাবে পরপর বারোজন লিখবেন। যেমন ভারতী পত্রিকায় শুরু করেছিলেন প্রেমাঙ্কুর আতর্থী। তারপর পরপর লিখেছেন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, নরেন্দ্র দেব, প্রভাতকুমার মুখোপাধ্যায়, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মণিলাল গঙ্গোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হেমেন্দ্রকুমার রায়, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত ও উপন্যাসখানি শেষ করেছিলেন প্রমথ চৌধুরী। সেই বারোয়ারি উপন্যাসখানি নতুনভাবে প্রকাশ করল সাহিত্যম্। সম্পাদনায় গৌতম বাকচি। দাম ১৫০ টাকা। স্বভাবতই অত্যন্ত কৌতুহলোদ্রেককারী বই। বারোজন লেখক, তাঁদের ভিন্ন লিখনশৈলী, একজন যা ভেবে শেষ করলেন, পরেরজন হয়তো তাকে অন্যদিকে টেনে নিয়ে গেলেন। পাঠকের সংগ্রহে রাখার মতো বই এটি।
কোরক সাহিত্য পত্রিকার বইমেলা সংখ্যাটিও বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠকের সংগ্রহে রাখার মতো। বিশেষত যাঁরা বাংলাভাষা নিয়ে ভাবেন, কাজ করেন ও লেখালিখি করেন তাঁদের। এই সংখ্যার বিষয়বস্তু ‘বাংলা গদ্যচর্চা’। এতে শ্রীরামপুরের মিশনারিদের অর্থাৎ উইলিয়ম কেরি ও তাঁর সহকর্মীদের লেখা বাংলা থেকে শুরু করে রামমোহন, দেবেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিম, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, মুজতবা আলি হয়ে সতীনাথ ভাদুড়ির ঢোঁড়াইচরিত মানস, শরদিন্দু, সুনীতিকুমার, বুদ্ধদেব বসু, কালকূট, সুনীল গঙ্গোপাধ্যায় পর্যন্ত প্রত্যেকের বাংলাভাষা চর্চায় অবদান এবং তাঁদের লেখায় ভাষা ব্যবহারের বিশেষত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। দাম ১৫০ টাকা।
কোরক থেকেই প্রকাশিত হয়েছে সুনন্দ অধিকারীর কবিতার বই অন্ধের নিসর্গ প্রেম। দাম ৬০ টাকা।
প্রতিমা ঘোষ লেখালিখি করছেন ১৯৯১ সাল থেকে। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর নানা বিষয়ে লেখালিখি প্রকাশিত হয়েছে। তবে সম্ভবত ভ্রমণ সাহিত্য এবং শিশুসাহিত্যের প্রতিই তাঁর টান বেশি। প্রতিমা ঘোষের একাধিক ভ্রমণ সাহিত্য যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার একটি সংকলন বের করেছে প্রভা প্রকাশন। যদিও বইটি সদ্য প্রকাশিত নয় তবুও উল্লেখের দাবি রাখে। নাম দেশ-বিদেশ। দাম ১৮০ টাকা। এই সংস্থা থেকেই লেখিকার একটি ছোটদের জন্য লেখা বই প্রকাশিত হয়েছে—ভূত-পেতনি-ব্রহ্মদত্যির সংসার। ছোটদের জন্য লেখা দশটি গল্পের সংকলন এটি। দাম ৬০ টাকা।
দে’জ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে জোনাকি মুখোপাধ্যায়ের লেখা ‘রাঙা ধানের গান’। আমাদের পুরুষ শাসিত সমাজে প্রতিনিয়ত মেয়েদর নানা লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার সহ্য করে চলতে হয়। সেইকমই অত্যাচারিত ১৫ জন মহিলার জীবনের কথা তুলে ধরা হয়েছে এই বইটিতে। আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে হাজির ছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী অলকানন্দা রায় ও সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। জোনাকি মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের অন্যতম কাউন্সেলর। তাঁর সেই অভিজ্ঞতাই উঠে এসেছে বইটিতে।
সাহিত্যিক উল্লাস মল্লিকের ‘ভালোবাসার মানচিত্র’ প্রকাশিত হয়েছে দে’জ থেকে। এই সংস্থা থেকেই প্রকাশিত আরও একটি বই কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ‘গভীর রাতের গল্প’।
শংকরের ‘সীমাবদ্ধ’ উপন্যাসটি নতুন অঙ্গসজ্জায় প্রকাশ করেছে নির্মল। এই সংস্থারই আরও একটি উল্লেখযোগ্য বই ‘ছোটদের ১০০ বছরের ১০০ গল্প’।
ডঃ সুজাতা মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে বর্তমানসহ বিভিন্ন খবরের কাগজে স্বাস্থ্য বিষয়ক লেখালিখি করে আসছেন। এই বইমেলায় প্রকাশিত তাঁর নতুন বইয়ের নাম ‘ভালথাকার আপডেট’। শরীর নিয়ে নানা ছোটখাট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তাঁর এই বইয়ে। যেমন, নিরামিষ খাবেন না আমিষ? অফিসে লাঞ্চ একা করলে সুবিধে না দলবেঁধে? চিনি কম আয়ু বেশি, স্বাস্থ্য সচেতন ফেসবুক, নেট আসক্তি কাটাতে কী করবেন?, অ্যালার্জি, বাচ্চার হাঁপানি, হার্ট, মাথা, ব্রেন ইত্যাদি ভালো রাখার একাধিক উপায় এমন নানা বিষয়। প্রকাশ করেছে দীপ। দাম ২৫০ টাকা।
গোলাম মুরশিদের লেখা বইয়ের ইংরেজি অনুবাদ করেছেন শর্বরী সিনহা। বইটির নাম ‘বেঙ্গলি কালচার ওভার আ থাউজ্যান্ড ইয়ারস’। প্রকাশ করেছে নিয়োগী বুকস। বইটির নামই বলে দিচ্ছে এর বিষয়বস্তু। হাজার বছরের বাংলা সংস্কৃতি নিয়ে আলোচনা করেছেন লেখক। লেখক এখানে বাংলার দুই সম্প্রদায়ের জীবনযাপন, তাদের মধ্যের ফারাক ইত্যাদির বিবরণ নিয়েছেন। বাঙালি সংস্কৃতির বিশেষ গুণ প্রতিফলিত হয়েছে এই বইয়ে।
ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের লেখা ‘মনমাঝি’ উপন্যাসটি প্রকাশ করেছে ‘দ্য কাফে টেবল’। দাম ২০০ টাকা। পুনশ্চ থেকে প্রকাশিত হয়েছে পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা ‘মৃত্যু প্রত্যাশী রবীন্দ্রনাথ’ বইটি। জীবনের মধ্যভাগে একটি সময়ে রবীন্দ্রনাথ অবসাদের গহনে ডুব দিয়েছিলেন। বইটিতে কবির সেইসব দিনের কথাই বলেছেন লেখক।