সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ
সম্প্রতি একটি চ্যাট শোতে অতিথি হন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই বিবাহিত জীবন নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি। নিজেকে ‘ভয়ঙ্কর বউ’ আখ্যা দিয়ে ওই শো’তে প্রিয়াঙ্কা জানিয়েছেন, কীভাবে রান্নাবান্না করতে হয় তা তিনি জানেন না। সেদিক থেকে দেখলে, তিনি ‘ভয়ঙ্কর স্ত্রী’। প্রিয়াঙ্কা চোপড়া আরও জানান, তিনি কেবল ‘ডিম ও টোস্ট’ বানাতে জানেন। তবে রান্নাবান্না না পারলেও তা নিয়ে কোনও দুর্ভাবনা নেই স্বামী নিক জোনাসের। বরং দেশি গার্লের এই রান্না না জানাটাই নিককে আকর্ষণ করে বেশি। প্রিয়াঙ্কা বলেন, ‘যখন বলেছিলাম আমি রাঁধতে পারি না, ও উত্তর দিয়েছিল, ঠিক আছে বেবি, আমিও পারি না।’ গত ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় প্রিয়াঙ্কার হলিউডি ছবি ‘ইজ নট ইট রোম্যান্টিক’। সম্প্রতি নেটফ্লিক্সে এটির বিশ্বজুড়ে প্রিমিয়ার হয়েছে। নিকের সঙ্গে বিয়ের পর এটি প্রিয়াঙ্কার প্রথম মুক্তি পাওয়া সিনেমা।
থ্যসূত্র: এনডিটিভি