Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 
 

 খড়্গপুর শহরে গাছের ছায়ায় বসা এক তৃষ্ণার্ত হনুমানকে জল দান এক ব্যক্তির। ছবি: দেবব্রত সরকার

 আজ আবার অধীর গড়ে মমতার নির্বাচনী জনসভা

 বিএনএ, বহরমপুর: একদা অধীর চৌধুরীর গড় বহরমপুরে আজ, শুক্রবার ফের নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বহরমপুর স্টেডিয়ামে ওই জনসভা করবেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সভায় ৫০ হাজারের বেশি লোক জমায়েত করার টার্গেট নেওয়া হয়েছে। সভা থেকে ‘অধীর হটাও বহরমপুর বাঁচাও’ স্লোগান তুলতে চলেছেন তৃণমূল কর্মীরা। পাশাপাশি, নেত্রীর ওই সভার মধ্য দিয়ে তৃণমূলী ঝড় আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এনিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রেই তিনটি সভা করতে চলেছেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলে এনিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।
বাংলা নববর্ষের দিন দ্বিতীয় দফার ভোট প্রচারে নামেন তৃণমূল নেত্রী। ওই দিন তিনি মুর্শিদাবাদ জেলার বেলডাঙা ও ভগবানগোলায় দু’টি নির্বাচনী জনসভা করেন। দু’টি সভাতেই জনতার উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। বাজনা ও তাসা বাজিয়ে সভাস্থলে এসেছিল হাজার হাজার মানুষ। বুধবার তৃণমূল সুপ্রিমো কান্দি ও জঙ্গিপুরে আরও দু’টি সভা করেন। সেগুলিতে জনতার ভিড় যেমন উপচে পড়েছিল, তেমনই জনতার মধ্যেও ছিল ব্যাপক উচ্ছ্বাস। নেত্রীর বক্তব্যের প্রতিটি বাক্যের পরই করতালি আর হর্ষধ্বনিতে সরগরম হয়ে উঠেছিল গোটা এলাকা। আজ ফের মমতার সভা ঘিরে অধীর চৌধুরীর এক সময়ের দুর্গ বহরমপুরে জনস্রোত নামবে বলে তৃণমূলের দাবি।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বহরমপুর স্টেডিয়ামে হেলিপ্যাডের পাশেই সভাস্থল করা হয়েছে। ইতিমধ্যে মঞ্চ তৈরি করা হয়েছে। দলীয় ঝান্ডা ও নেত্রীর ছবিতে সাজিয়ে তোলা হয়েছে। মঞ্চের সামনে ‘ডি’জোনে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বসার ব্যবস্থা করা হয়েছে। তারপর একদিকে পুরুষ, আর একদিকে মহিলাদের বসার জায়গা করা হয়েছে। সভায় বহরমপুর শহর ও গ্রামীণ, হরিহরপাড়া, বেলডাঙা, নওদা, শক্তিপুর, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ, নবগ্রাম প্রভৃতি এলাকা থেকে গ্রামবাসীরা আসবেন। এজন্য দলের ব্লক কমিটিগুলি প্রচুর ট্রেকার ও বাস জোগাড় করেছে। ওয়াইএমএ ময়দান সহ বিভিন্ন এলাকায় যাহবাহনগুলি পার্কিং করা হবে। এরজেরে শহরে যানজট হতে পারে বলে আশঙ্কা। তবে, যান চলাচল স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন মোড়ে মোতায়েন করা হবে সিভিক ভলান্টিয়ার ও পুলিস।
তৃণমূলের বহরমপুর মহকুমা কমিটির সভাপতি অরিৎ মজুমদার বলেন, নোটবন্দির সময় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। অসমের এনআরসির কথা শুনে বাসিন্দারা আতঙ্কিত। তাছাড়া, তাঁরা কংগ্রেস, সিপিএম ও বিজেপির অশুভ আঁতাতকে মেনে নিতে পারছেন না। তাই মহকুমার বাসিন্দারা নেত্রীর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আশা করছি আজ, জনস্রোতে ভাসবে গোটা শহর। পাশাপাশি, অধীর হটাও বহরমপুর বাঁচাও স্লোগান উঠবে। তৃণমূলের জেলা সহ সভাপতি অশোক দাস বলেন, নেত্রীর দু’টি সভার পরই সিপিএম ও বিজেপির ‘দালাল’ অধীরবাবু দিশাহারা হয়ে পড়েছেন। নেত্রীর বহরমপুরের সভার পর অধীরবাবুকে বাক্স গোটাতে হবে। কারণ, এরপরই শুরু হবে ‘সবুজ বিপ্লব’।
প্রসঙ্গত, ভাগীরথী বেষ্টিত ঐতিহ্যবাহী বহরমপুর শহর সংস্কৃতির শহর হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এই শহরের রাশ নিজের হাতে রেখেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ২০১১ কিংবা ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সৃষ্টি হওয়া তৃণমূলী ঝড় বহরমপুরের মাটিতে কার্যকরী হয়নি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর এই শহরে পালাবদলের হাওয়া ওঠে। ইতিমধ্যে তৃণমূল পুরসভা দখল করেছে। পঞ্চায়েত সমিতি ও অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এসেছে। আর এই শহর বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীনে। ইতিমধ্যে এই কেন্দ্রের বেলডাঙা ও কান্দিতে দু’টি নির্বাচনী জনসভা করেছেন তৃণমূল নেত্রী। আজ, তিনি বহরমপুরে আরও একটি সভা করবেন। একটি কেন্দ্রেই তৃণমূল সুপ্রিমোর তিনটি নির্বাচনী জনসভা করার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলেন, অধীরকে রাজনৈতিকভাবে ‘বধ’ করার উদ্দেশ্যেই এতটা তৎপর হয়ে উঠেছেন তৃণমূল সুপ্রিমো।
অন্যদিকে, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মহফুজ আলম অবশ্য বলেন, ওরকম অনেক সভা দেখেছি। এখানে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কিছুই করতে পারবে না। আর বিজেপির সঙ্গে ঘর করেছেন তৃণমূল নেত্রী। তা সকলেই জানেন। কাজেই, অধীরদার বিরুদ্ধে অপপ্রচার করে তৃণমূল কোনও সুবিধা করতে পারবে না। এখানে অধীরদার ভোট আরও বাড়বে।

বাস তোলার প্রতিযোগিতা তৃণমূল-বিজেপির
একই দিনে মমতা, অমিত, যোগী, ফুটছে পূর্ব বর্ধমান

 বিএনএ, বর্ধমান: আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা ঘিরে ফুটছে পূর্ব বর্ধমান জেলা। দলীয় কর্মী-সমর্থকদের সভায় নিয়ে যাওয়ার জন্য দুই দলের নেতা-কর্মীদের মধ্যে বাস তোলার প্রতিযোগিতা শুরু হয়েছে।
বিশদ

 মনোনয়ন জমা বাঁকুড়া ও পুরুলিয়ার বিজেপি প্রার্থীর

 বিএনএ, বাঁকুড়া ও সংবাদাতা, পুরুলিয়া: বৃহস্পতিবার বাঁকুড়া ও পুরুলিয়ার বিজেপি প্রার্থীরা মিছিল করে মনোনয়নপত্র জমা দেন। মিছিলে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল তুঙ্গে। এদিন বাঁকুড়ার প্রার্থী সুভাষ সরকার, বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাত তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
বিশদ

 তীব্র গরমে সুব্রতর রোড শো ছাতনায়

 বিএনএ, বাঁকুড়া ও আরামবাগ: তীব্র গরমের মধ্যে বৃহস্পতিবার ছাতনায় চুটিয়ে প্রচার করেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। ছাতনা ব্লকের অন্তর্গত ভগবানপুর, হরিগ্রাম, শালুনি, কমলপুর সহ একাধিক গ্রামে সুব্রতবাবু রোড শো করেন। হাঁসফাঁস গরমকে উপেক্ষা করে তৃণমূল নেতাকর্মীরা প্রার্থীর হয়ে এদিন জোর কদমে প্রচার করেন।
বিশদ

 ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তা আর হবে না, ঝাড়গ্রামে বললেন পার্থ

  বিএনএ, মেদিনীপুর, সংবাদদাতা, ঝাড়গ্রাম: বিগতদিনে ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তা আর হবে না। বৃহস্পতিবার ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন টুডুর মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে একথা বলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
বিশদ

দুবরাজপুরে পিঁয়াজের মালা পেলেন শতাব্দী

 বিএনএ, সিউড়ি: বৃহস্পতিবার দিনভর দুবরাজপুর থানার নানা পঞ্চায়েত এলাকায় প্রচার চালালেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এদিন হুড খোলা জিপে চেপে লোবা, পদুমা অঞ্চল তিনি চষে বেড়ান। প্রচারের সময় ফকিরবেড়ার চাষি আতাউল একটি বিশাল পিঁয়াজের মালা প্রার্থীকে উপহার দেন। প্রার্থী হাসিমুখে তা গ্রহণ করেন। 
বিশদ

 দিলীপের রোড শোকে টেক্কা দিয়ে দাঁতনে জনজোয়ারে ভাসলেন মানস

  সংবাদদাতা, খড়্গপুর: মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের রোড শোকে টেক্কা দিয়ে বৃহস্পতিবার দাঁতনে জনজোয়ারে ভাসলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া। এই এলাকাটি কেশিয়াড়ি বিধানসভার মধ্যে পড়ছে। কয়েকদিন আগেই দাঁতনে কয়েক হাজার কর্মী সমর্থককে নিয়ে রোডশো করেছিলেন দিলীপবাবু।
বিশদ

 তিন কেন্দ্রেই ঝাঁপিয়ে প্রচার সব প্রার্থীর

  বাংলা নিউজ এজেন্সি: বাজনা, সুসজ্জিত ট্যাবলো, বাইক ও টোটো নিয়ে বহরমপুরের গ্রামীণ এলাকা চষে বেড়ালেন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার। বৃহস্পতিবার সকালে তিনি হাতিনগর গ্রাম পঞ্চায়েতের মুক্তিনগর, হাতিনগর, হিকমপুর, উস্তিয়া, পাহাড়পুর সহ মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে বেড়ান।
বিশদ

 পানীয় জলের দাবিতে সিউড়ি পুরসভায় মহিলাদের বিক্ষোভ

 সংবাদদাতা, সিউড়ি: পানীয় জলের সমস্যা না মেটায় কয়েকদিন আগে সিউড়ির ২ নম্বর ওয়ার্ডের সমন্বয়পল্লিতে ভোট বয়কটের ডাক দেওয়া হয়। ‘জল নাই-সমন্বয়পল্লিতে-ভোট নাই’ এই মর্মে এলাকায় পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, তারপরও খুব একটা তৎপরতা দেখায়নি পুরসভা।
বিশদ

 এগরায় দিলীপের কর্মিসভা ও রোড শো

  সংবাদদাতা, কাঁথি ও খড়্গপুর: বৃহস্পতিবার এগরা শহরে কর্মিসভা ও রোড শো করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দুপুরে তিনি এগরা শহরে আসেন। প্রথমে এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত কর্মিসভায় যোগ দেন দিলীপবাবু। তারপর শহরে রোড শোতে অংশ নেন।
বিশদ

 বিধানসভা ভোটে পিছিয়ে থাকা অনুব্রতর নিজের গ্রামে উন্নয়ন দিয়ে লিড নেওয়ার চ্যালেঞ্জ তৃণমূলের

সুমন তেওয়ারি  নানুর, বিএনএ: জেলা তৃণমূলের সর্বময় কর্তা অনুব্রত মণ্ডলের আদিবাড়ি হাটসেরান্দি। ২০১৬ বিধানসভা ভোটে সেখানেই পিছিয়ে ছিল তৃণমূল। তারপরও এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তাকে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনে রেকর্ড ভোটে লিড পেয়ে মর্যাদার লড়াইয়ে জিততে চাইছে শাসক শিবির।
বিশদ

 খেজুরিতে ৩টি সভা শুভেন্দুর, ব্যাপক জনসমাগম

 সংবাদদাতা, কাঁথি: ‘বাম আমলে সন্ত্রাস কবলিত ছিল খেজুরি। কিন্তু, বর্তমান সরকারের আমলে খেজুরিজুড়ে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। একটা সময় পিছিয়ে পড়া এলাকা হিসেবে চিহ্নিত খেজুরিতে এখন উন্নয়নের পতাকা পতপত করে উড়ছে। লাল সন্ত্রাস, চোখরাঙানি নেই। খেজুরি এখন হাসছে।
বিশদ

আগেই ২১৫টি জায়গায় বাহিনী রাখার সিদ্ধান্ত হয়
পূর্ব বর্ধমানে ভোটে বাড়তি বাহিনী আসার সম্ভাবনা, অতিরিক্ত ২০টি স্কুল নেওয়া হচ্ছে

 বিএনএ, বর্ধমান: আগামী ২৯ এপ্রিল নির্বাচনের জন্য পূর্ব বর্ধমান জেলায় আধা সামরিক বাহিনী এবং রাজ্য সশস্ত্র পুলিস রাখার জন্য আরও ২০টি স্কুলের তালিকা প্রস্তুত করল জেলা পুলিস। গত ১৪ এপ্রিল পুলিস সুপার ভাস্কর মুখোপাধ্যায় ২০টি স্কুলের নামের তালিকা জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবকে দিয়েছেন।
বিশদ

 জিনিসের দাম কমাতে মোদিকে হটান: অভিষেক

অভিমন্যু মাহাত, দেবগ্রাম, বিএনএ: পাঁচ বছরের কাজের হিসেব নিয়ে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা হোক। ১০ গোল দিয়ে মাঠের বাইরে বের করে দেব মোদিকে। জিনিসপত্রের দাম কমাতে হলে নরেন্দ্র মোদিকে হটান।
বিশদ

মেদিনীপুরে ম্যাটাডোর চালকের কাছ থেকে বাজেয়াপ্ত ২ লক্ষ ১৭ হাজার

  বিএনএ, মেদিনীপুর: মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মায় নাকা চেকিংয়ের সময় এসএসটি টিম এক ম্যাটাডোর চালকের কাছ থেকে প্রায় ২ লক্ষ ১৭ হাজার টাকা বাজেয়াপ্ত করল। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ওই দিন স্ট্যাটিক সার্ভাইল্যান্স টিম ধর্মার কাছে গাড়িতে তল্লাশি চালানোর সময় এক চালকের কাছে ওই টাকা পায়। বিশদ

Pages: 12345

একনজরে
লিসবন, ১৮ এপ্রিল (পিটিআই): পর্তুগালে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হল ২৯ জন জার্মান পর্যটকের। এছাড়াও জখম হয়েছেন ২১ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বুধবার পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল মাদিরা দ্বীপে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ওই ঘটনা ঘটে।  ...

  সংবাদদাতা, মাথাভাঙা: বৃহস্পতিবার নির্বিঘ্নে ই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হল মেখলিগঞ্জ মহকুমায়। কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার দু’টি ব্লক মেখলিগঞ্জ ও হলদিবাড়ি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে পড়েছে। ...

 সুখেন্দু পাল  লাউদোহা, বিএনএ: দেশে প্রকৃত আচ্ছে দিন আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার ডাক দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার তিনি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের লাউদোহার জামগড়া গ্রামে জনসভা করেন। এদিন থেকেই অরূপবাবু পশ্চিম বর্ধমানে ...

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (পিটিআই): অগুস্তা-ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অভিযুক্ত মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিচেলের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। পরিবারের সঙ্গে ইস্টার উৎসব উদযাপন করতে সাতদিনের অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন মিচেল।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৯০- মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মৃত্যু,
১৯৭১- স্বাধীনতা ঘোষণা করল বাংলাদেশ, গঠিত হল অস্থায়ী মুজিবনগর সরকার,
১৯৭২- শ্রীলঙ্কার ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের জন্ম,
১৯৭৫- ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের মৃত্যু,
১৯৮৩- এস এল ভি-৩ রকেটের সাহায্যে ভারত মহাকাশে পাঠাল দ্বিতীয় উপগ্রহ ‘রোহিনী’ আর এস ডি-২ 

17th  April, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৯ টাকা ৭০.৩৮ টাকা
পাউন্ড ৮৯.০৬ টাকা ৯২.৩৪ টাকা
ইউরো ৭৭.০৭ টাকা ৮০.০২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,০০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৩৬৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০,৮২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ বৈশাখ ১৪২৬, ১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, পূর্ণিমা ২৮/৩২ অপঃ ৪/৪২। চিত্রা ৩৫/৩০ রাত্রি ৭/৩০। সূ উ ৫/১৭/৩৬, অ ৫/৫৪/২৪, অমৃতযোগ দিবা ৬/৫৯ মধ্যে পুনঃ ৭/৪৯ গতে ১০/২০ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৩ গতে অস্তাবধি, বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে, কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
প্রাচীন পঞ্জিকা: ৫ বৈশাখ ১৪২৬, ১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, পূর্ণিমা ২৮/৪৩/৪৯ অপঃ ৪/৪৭/৪৩। চিত্রানক্ষত্র রাত্রি ৩৬/২৭/৩৮ রাত্রি ৭/৫৩/১৪, সূ উ ৫/১৮/১১, অ ৫/৫৫/৩১, অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে ও ৭/৪০ গতে ১০/১৬ মধ্যে ও ১২/৫২ গতে ২/৩৪ মধ্যে ও ৪/১৮ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩০ গতে ৮/৫৮ মধ্যে ও ২/৫৩ গতে ৩/৩৭ মধ্যে, বারবেলা ৮/২৭/৩১ গতে ১০/২/১১ মধ্যে, কালবেলা ১০/২/১১ গতে ১১/৩৬/৫১ মধ্যে, কালরাত্রি ৮/৪৬/১১ গতে ১০/১১/৩১ মধ্যে। 
১৩ শাবান 
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম। বৃষ: প্রেমে সফলতা প্রাপ্তি। মিথুন: শ্বশুরবাড়ির সূত্রে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু১৯৫৫: শিকারি ও লেখক জিম ...বিশদ

07:03:20 PM

কেকেআরকে ২১৪ রানের টার্গেট দিল বেঙ্গালুরু  

09:44:38 PM

আইপিএল: বেঙ্গালুরু ১২২/২(১৫ ওভার) 

09:14:28 PM

আইপিএল: বেঙ্গালুরু ৭০/২(১০ ওভার) 

08:53:00 PM

টসে জিতে ফিল্ডিং নিল কেকেআর

07:35:32 PM