সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ
অন্যদিকে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ২২এপ্রিল বিকেল ৪টেয় বর্ধমান শহরে উৎসব ময়দানে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে দলীয় প্রার্থী এসএস আলুওয়ালিয়ার সমর্থনে নির্বাচনী সভায় অংশ নেবেন। গোটা লোকসভা কেন্দ্র থেকে দলীয় কর্মী-সমর্থকদের আনার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে বিজেপি। অমিত শাহের সভা থেকে দলীয় কর্মী-সমর্থকদের ভোকাল টনিক দিতে চাইছে বিজেপি। একই দিনে ধাত্রীগ্রাম স্কুল মাঠে সকাল সাড়ে ১১টা নাগাদ বর্ধমান পূর্ব কেন্দ্রের দলীয় প্রার্থী পরেশচন্দ্র দাসের সমর্থনে নির্বাচনী সভায় অংশ নেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই সভার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেন দলের বর্ধমান পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ।
বুধবার কালনার মহকুমা শাসক নীতিশ ঢালি বর্ধমান পূর্ব কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অরিন্দম নিয়োগীর কাছে যোগী আদিত্যনাথের সভা নিয়ে চিঠি পাঠিয়েছেন। বিজেপি-র জেলা ভাইস প্রেসিডেন্ট সুশান্ত পাণ্ডে ওই সভার জন্য মহকুমা শাসকের কাছে অনুমতি চেয়ে চিঠি দেন। সেই চিঠির কপি সহ যোগীর সভা নিয়ে মহকুমা শাসক অতিরিক্ত জেলাশাসককে চিঠি পাঠিয়েছেন। প্রতিটি সভাস্থল লাগোয়া হেলিপ্যাডও তৈরি করা হচ্ছে। একইদিনে পূর্ব বর্ধমান জেলায় ভিভিআইপিদের পাঁচটি সভা থাকায় পুলিসের পাশাপাশি দমকল, পূর্ত, পিএইচই, স্বাস্থ্য ও বিদ্যুৎ বণ্টন সংস্থারও চাপ বাড়বে।
তৃণমূল নেতা-কর্মীরা মুখ্যমন্ত্রীর সভায় লোকজন নিয়ে যাওয়ার জন্য বাস জোগাড়ে নেমে পড়েছেন। কালনা, পূর্বস্থলী-১ ও ২, মন্তেশ্বর ও কাটোয়া থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের পূর্বস্থলীতে মুখ্যমন্ত্রীর বুড়োরাজতলায় নির্বাচনী সভায় নিয়ে যাওয়া হবে। সেজন্য কোথা থেকে কত সংখ্যক বাস তোলা হবে তা নিয়ে স্থানীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ব্লক ও অঞ্চল নেতৃত্বকে এনিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বর্ধমানে দেওয়ানদিঘি ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভায় বর্ধমান শহর, বর্ধমান-১ ও ২, ভাতার এবং মন্তেশ্বর থেকে কর্মী-সমর্থকদের নিয়ে আসার জন্য বাস তুলবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এমনটাই জানা গিয়েছে। প্রতিটি সভায় ভালো সংখ্যক কর্মী-সমর্থক জড়ো করার টার্গেট নিয়েছে শাসক দল। রায়নার সেহেরাবাজারে দক্ষিণ দামোদরের পাশাপাশি মেমারি-১ ও ২ ব্লক এলাকা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার মেমারিতে এনিয়ে প্রস্তুতি বৈঠক করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
পাশাপাশি বর্ধমান শহরে অমিত শাহের নির্বাচনী সভায় গোটা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি কর্মী-সমর্থকদের আনার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। সেজন্য পর্যাপ্ত বাস তোলা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে দলের পক্ষ থেকে এনিয়ে তোড়জোড় শুরু হয়েছে। একইভাবে কালনার ধাত্রীগ্রাম ফুটবল ময়দানে যোগী আদিত্যনাথের সভায় বর্ধমান পূর্ব লোকসভার অধীন কাটোয়া, কালনা, মেমারি সহ দক্ষিণ দামোদর থেকে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি। এজন্য বেশ কিছু বাস তুলে নিতে চাইছে বিজেপি নেতৃত্ব। এদিকে নির্বাচনের জন্য পুলিস ও প্রশাসনের পক্ষ থেকেও বাস তোলা শুরু হয়েছে। এই অবস্থায় সোমবার পূর্ব বর্ধমান জেলায় রাস্তায় কত সংখ্যক বাস থাকবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে অনেকের মধ্যেই।