সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ
ইমরান বললেন, ‘ভূতের ছবি করা কিন্তু সহজ কথা নয়। একটা ভালো ভূতের ছবি প্রচুর সংখ্যক মানুষকে প্রেক্ষাগৃহে নিয়ে আসতে পারে। আশা করি, আমরা এই ছবির মাধ্যমে দর্শককে একেবারে আলাদা অভিজ্ঞতা দিতে পারব, যা বেশ কিছুদিন মানুষের মনে থেকে যাবে।’ প্রযোজক অভিষেক পাঠকের কথায়, ‘এজরা মালায়লামের অত্যন্ত জনপ্রিয় ছবি। আর একটা জনপ্রিয় ছবি সবসময় সবার জন্য। আমরা আশা করি এই ছবি সারা দেশের মানুষের ভালো লাগবে।’