সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ
কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। কজেই, আলিয়া এবং কঙ্গনার ফ্যানেদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল বাকযুদ্ধ। এর ফাঁকে স্লগ ওভারে ব্যাট হাতে নেমে পড়েন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল। তিনি এসেই বিতর্কে অন্য মাত্রা যোগ করেন। আলিয়ার পাশে দাঁড়ানো নিয়ে আক্রমণ করা ছাড়াও, তিনি গুরুতর অভিযোগ করেছেন রণদীপের বিরুদ্ধে। রঙ্গোলি প্রকাশ্যে লিখেছেন, ‘উঙ্গলি’ ছবির শ্যুটিংয়ের সময় কঙ্গনাকে ‘হ্যারাস’ করেছিলেন রণদীপ। এখানেই থামেননি কঙ্গনার বোন। তিনি আলিয়া এবং তাঁর মা সোনি রাজদানের ব্রিটিশ নাগরিকত্ব নিয়েও খোঁচা দিয়েছেন। প্রসঙ্গত আলিয়া কিছুদিন আগে জানিয়েছিলেন, তাঁর এবং তাঁর মায়ের ব্রিটিশ পাসপোর্ট থাকায় তাঁরা ভোট দিতে পারবেন না। এটাকে আবার নেটিজেনরা ট্রোলিংয়ের বিষয়ও বানিয়ে ফেলেছিলেন। আলিয়া এবং সোনি রাজদান দু’জনেই এর উত্তর দিয়েছিলেন। অবস্থা বুঝে রঙ্গোলিও ফোড়ন কেটে চলে যান। বুধবার দু’পক্ষের সম্মুখ সমর চলে ট্যুইটারে। কঙ্গনার প্রথম ছবি ‘গ্যাংস্টার’-এর প্রযোজনা করেছে ভাট পরিবার। এ প্রসঙ্গ স্মরণ করাতেই রঙ্গোলির পালটা যুক্তি, জল এরপর কতদূর গড়ায় এখন সেটাই দেখার।