সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ
এদিন পুরুলিয়া শহরের দুলমি এলাকার বিজেপি কার্যালয় থেকে মিছিল শুরু হয়। মিছিলে নরেন্দ্র মোদি এবং পদ্মফুলের বড় বড় কাটআউট চোখে পড়ে। শহর পরিক্রমার পর জেলাশাসকের দপ্তরে মিছিল পৌঁছয়। এদিন মনোনয়নপর্বে প্রার্থীর সঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। জ্যোতির্ময় মাহাত বলেন, প্রতিটি ব্লকে আমাদের মিছিলে এরকম ভিড় হচ্ছে। জয়ের বিষয়ে আমরা ১০০ শতাংশ আশাবাদী।
অন্যদিকে, এদিন বাঁকুড়া শহরের হিন্দু হাইস্কুল থেকে জেলা কালেক্টরেট পর্যন্ত বিজেপি-র মিছিলেও একই চিত্র চোখে পড়ে। শহরের মূল রাস্তায় কার্যত গেরুয়া শিবিরের ঢল নামে। জেলাশাসকের দপ্তরে ঢোকা নিয়ে সৌমিত্র খাঁয়ের সঙ্গে পুলিস আধিকারিকদের একপ্রস্থ বচসাও হয়। পরে তিনি এবং সুভাষবাবু সুষ্ঠুভাবে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
প্রসঙ্গত, যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার বাঁকুড়ায় সৌমিত্র খাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এদিন সৌমিত্রবাবু পাল্টা তীক্ষ্ণ ভাষায় অভিষেকবাবুকে কটাক্ষ করেন। উল্লেখ্য, আদালতের রায়ে সৌমিত্র খাঁ একদিনের জন্য জেলায় ঢুকে বৃহস্পতিবার মনোনয়ন পেশ করেন। সুভাষবাবু বলেন, বুধবারে আয়োজিত তৃণমূলের মিছিলকে এদিন আমরা টেক্কা দিয়েছি।