Bartaman Patrika
উত্তরবঙ্গ
 
 

দুই প্রজন্মের ভোট। বৃহস্পতিবার ইসলামাবাদে তোলা নিজস্ব চিত্র 

 পরিবারের সদস্যদের নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মিমি

 বিএনএ, জলপাইগুড়ি: বৃহস্পতিবার বিকাল ৪টা নাগাদ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন অভিনেত্রী মিমি। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাণ্ডাপাড়া নিম্ন বুনিয়াদি স্কুলের ১৫৫ নম্বর বুথে এদিন ভোট দিয়েছেন মিমি চক্রবর্তী। মা, দিদি সহ পরিবারের সদস্যরা এদিন বিকালে একসঙ্গে ভোট দিতে আসেন। মিমি বলেন, আগেও অভিনেত্রী হয়ে এখানে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। ভোট দিতে বুথে এসে এদিনও মিমি রিকশওয়ালা সঞ্জয় মামাকে খুঁজতে থাকেন। সঞ্জয় মামার সাড়ে চার বছরের ছোট মেয়ে পাখীকে সন্ধ্যায় মিমির বাড়িতে নিয়ে আসতে বলতে শোনা যায়। ইতিমধ্যে সঞ্জয় মামা ভাঙা রিকশ সারাই করে নিয়েছেন।
মিমি এদিন যে বুথে ভোট দিয়েছেন সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের নজরদারির দায়িত্বে ছিল। স্কুলের গেটেই তাই সংবাদমাধ্যমের প্রতিনিধি ও ভোটারদের বাদে অন্যদের আটকে দেওয়া হয়। মিমি তাঁর নিজের দিদিকে নিয়ে বুথের দিকে এগিয়ে যান। দিদির অসুস্থতার জন্য তাঁকে আগে ভোটদানের জন্য এগিয়ে দিয়ে নিজে লাইনে দাঁড়িয়ে পড়েন। পিছনে মিমির মা, মামার বাড়ির অন্য সদস্য ভোটাররাও দাঁড়িয়ে পড়েন। বিকালে ওই সময় ভোটের লাইনে ভিড় তেমন ছিল না। কয়েকজনের ভোট হতেই মিমি নিজে স্লিপ নিয়ে বুথে ঢুকে পড়েন। কিন্তু সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বুথের ভিতরের ছবি তোলার চেষ্টা করলে মিমি নিজেই একসময় বুথের একটি দরজা বন্ধ করে দেন। ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসে মিমি বলেন, প্রত্যেকবার ভোট এলে বাড়িতে আসি। লাইনে দাঁড়িয়ে ভোট দিই। এই বুথের সকলেই আমার পরিচিত। বুথে ঢোকার আগে বৃদ্ধ বৃদ্ধাকে প্রণাম করে তাঁদের পরিবারের কুশলও জেনে নিয়েছেন মিমি। তিনি বুথে থাকতে থাকতেই সেখানে চলে আসেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী। দু’জনেই জয়ের চিহ্ন সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।
তবে বুথের বাইরে দাঁড়িয়ে মিমিকে সঞ্জয় পাশোয়ানকে খুঁজতে দেখা যায়। তাঁর সঙ্গে কিছু কথা বলার পর মিমি গাড়িতে চেপে বাড়িতে চলে যান। মিমি এদিন বলেন, অনেকদিন পর এত বেশি সময় পরিবারের সদস্যদের সঙ্গে দেওয়ার সুযোগ পেয়েছি। এখানে এসে প্রচারের ব্যস্ততা ছিল, তারপর বাড়িতে এসে সকলের সঙ্গে গল্প করে সময় কাটিয়েছি। শুক্রবার সকালে কলকাতায় চলে যাব। শুক্রবার রাতেই মামাত বোন সুকন্যা চক্রবর্তীর বিয়ের অনুষ্ঠার রয়েছে। কিন্তু বিয়ের অনুষ্ঠানে থাকা হবে না। মনটা খারাপ লাগছে। কিন্তু আমি দায়িত্ব এড়াতে পারি না। শুক্রবার আমার নিজের নির্বাচনী এলাকায় প্রচারের কর্মসূচি রয়েছে। সেটা আমাকে করতেই হবে। বিজয় চন্দ্র বর্মন ও নিজের ভোটের লড়াইয়ে জয় নিয়ে আত্ববিশ্বাসী অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি বলেন, মানুষের ভালোবাসা আছে বলেই সিনেমায় সাফল্য পেয়েছি। নির্বাচনেও সাফল্য আসবেই। মিমি চলে যাওয়ার পর সঞ্জয় পাশোয়ান জানিয়েছেন, ম্যাডাম আমার পরিবারের প্রত্যেক সদস্যকে ভালোবাসেন। আমার নয় বছরের বড় মেয়ে পিউকে ম্যাডাম আগে দেখেছেন। কিন্ত ছোট মেয়ে পাখিকে দেখেননি। ওকে দেখতেই আজ ম্যাডাম বাড়িতে নিয়ে আসতে বলেছেন। মিমির মামা সুব্রত চক্রবর্তী বলেন, বুধবার রাতে ভাগ্নি আমার বাড়িতে না এলেও এখানকার রান্না খাবার রাতে খেয়েছে। জলপাইগুড়ির ভোটপর্ব মিটতেই মিমির পাড়ায় শতাধিক মামা রয়েছেন, তারা ভাগ্নির হয়ে যাদবপুরে নির্বাচনী প্রচারে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

 শিলিগুড়িতে স্বতঃস্ফূর্ত ভোটে আশ্চর্যজনকভাবে নীরব থাকলেন ভোটাররা, কীসের ইঙ্গিত জল্পনা

 সঞ্জিত সেনগুপ্ত  শিলিগুড়ি, বিএনএ: বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রের সমতল শিলিগুড়িতে স্বতঃস্ফূর্ত ভোটে আশ্চর্যজনকভাবে নীরব থাকলেন ভোটাররা। এদিন সকাল থেকে গ্রাম শহর সর্বত্রই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। বেলা বাড়ার সঙ্গে বুথে বুথে ভিড় হয়েছে।
বিশদ

 তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অশোকের

  সংবাদদাতা, শিলিগুড়ি: বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন নেতাজি বয়েজ হাইস্কুলের ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে তৃণমূল কর্মীরা ভোটারদের প্রভাবিত করছিল বলে অভিযোগ তোলেন শিলিগুড়ি পুরসভার মেয়র সিপিএমের অশোক ভট্টাচার্য।
বিশদ

 হিংসা এড়ানো গেল না ইসলামপুরেও, সেলিমের গাড়ি ভাঙচুর, আক্রান্ত সাংবাদিকরা

  সংবাদদাতা, ইসলামপুর: ভোটের দিন সংঘর্ষ এড়ানো গেল না ইসলামপুরেও। পাটাগেড়ায় বুথ দখলের অভিযোগ পেয়ে বামপ্রার্থী মহম্মদ সেলিম পৌঁছলে তাঁর গাড়ি ভাঙচুর হয়। সেখানে এক সাংবাদিককেও আক্রমণ করা হয়। গোয়ালপোখরেও সংবাদ মাধ্যম আক্রান্ত হয়।
বিশদ

 ইংলিশবাজারে মমতার পদযাত্রায় জনপ্লাবন, রাজনাথের ফ্লপ শো

  বিএনএ, মালদহ: বৃহস্পতিবার বিকালে আচমকা মালদহের ইংলিশবাজার শহরে পদযাত্রা করে নির্বাচনী প্রচারে ঝড় তুলে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই দুপুরে শহরের ডিএসএ ময়দানে পূর্ব ঘোষণার পরেও প্রায় ফাঁকা জনসভা করে গিয়েছেন বিজেপি’র কেন্দ্রীয় নেতা রাজনাথ সিং।
বিশদ

মালবাজারের ভোট চিত্র
ভোট দিলেই মিলেছে খিচুড়ি ও
ইলিশ মাছ ভাজা, মাংস ভাত

সংবাদদাতা, মালবাজার: জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মাল ব্লকে বৃহস্পতিবার ভোটার এবং রাজনৈতিক বুথ কর্মীদের আদর যত্ন করতে কোনও রাজনৈতিক দলই কার্পণ্য করেনি। ভোট দিলেই মিলেছে খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা। কোথাও আবার ডিমের ঝোল ভাত। কোথাও মাছ ভাত, আবার কোথাও দেদার মাংস ভাত খাওয়ানো হয়েছে।
বিশদ

 বংশীহারিতে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করলেন বিজয়বর্গীয়

 সংবাদদাতা, হরিরামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারির নারায়ণপুরে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি বৃহস্পতিবার খতিয়ে দেখলেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও বিজেপি’র উত্তরবঙ্গ কমিটির আহ্বায়ক রথীন্দ্রনাথ বসু। এদিন বিকেলে সভামঞ্চের কাজ দেখেন কৈলাস বিজয়বগীয়। 
বিশদ

 পাহাড়ে ভোটের দিন গুরুংপন্থীদের তেমন দেখা গেল না, আশায় বুক বাঁধছে তৃণমূল

 রাহুল দত্ত দার্জিলিং: পাহাড়ে কি পরিবর্তন আসন্ন? বিমল গুরুংয়ের সমর্থন পাওয়া বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে হারিয়ে জয়ী হবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাই? সেই উত্তর আগামী ২৩ মে পাওয়া যাবে। কিন্তু, তার আগে ভোটের দিন সম্পূর্ণ অন্য চিত্র দেখা গেল পাহাড়ের বিভিন্ন বুথে।
বিশদ

 হিলিতে অর্পিতা ঘোষকে দেখার জন্য উদ্দীপনা

 সংবাদদাতা, বালুরঘাট: বৃহস্পতিবার সকালে হিলি ব্লকের সীমান্ত এলাকায় প্রচারের ঝড় তোলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। এদিন সকালে হুডখোলা গাড়ি করে প্রথমে তিনি বিনশিরা গ্রাম পঞ্চায়েতের তিওর এলাকায় প্রচার করেন। প্রচারে ছিলেন প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী ছাড়াও আরও অনেকে।
বিশদ

 সুজাপুরের মঞ্চে আবেগে ভাসলেন মমতা, মোয়াজ্জেম ও মৌসমের হয়ে চাইলেন ভোট

  সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার মালদহের কালিয়াচকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে আবেগ এবং উচ্ছ্বাসে ভাসে সুজাপুর। নেত্রীকে একপলক দেখার জন্য হাজার কয়েক লোকের জামায়াতে সুজাপুরের হাতিমারি ময়দানে কার্যত জনজোয়ার আছড়ে পড়ে।
বিশদ

 কুশমণ্ডিতে তৃণমূল ও বিজেপি’র জোরদার প্রচার

  সংবাদদাতা ,হারিরামপুর : বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকে জোরদার প্রচার চালাল তৃণমূল ও বিজেপি। কুশমণ্ডি কমিউনিটি হলে তৃণমূল লোকশিল্পী সমিতি জেলার লোকশিল্পীদের নিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে সভা করেন।
বিশদ

 দ্বিতীয় দফার নির্বাচন নিশ্চিত করছে কেন্দ্রে এবার মোদিজির সরকার, দাবি রাজনাথের

 বিএনএ, মালদহ: প্রথম দফার নির্বাচন ইঙ্গিত দিয়েছিল। দ্বিতীয় দফার নির্বাচন নিশ্চিত করে দিয়েছে আরও একবার কেন্দ্রে মোদি’জির সরকার তৈরি হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে মালদহের ইংলিশবাজারের ডিএসএ ময়দানে কার্যত ফাঁকা মাঠে এই দাবি করে গেলেন বিজেপি’র কেন্দ্রীয় নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
বিশদ

 বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে রাত থেকে বিক্ষিপ্ত উত্তেজনা রায়গঞ্জে

 বিএনএ, রায়গঞ্জ: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে ভোটের আগের রাত থেকে রায়গঞ্জের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। এর ফলে রায়গঞ্জের আব্দুলঘাটার একটি বুথের ভোটকর্মীরা ভোটগ্রহণ কেন্দ্র ছেড়ে চলে যান। বৃহস্পতিবার সকালে ভোটদাতারা এসে লাইনে দাঁড়ালেও তখনও পর্যন্ত সেই বুথে কোনও ভোটকর্মী ছিলেন না।
বিশদ

 বাসি বিয়েতে বসার আগে ভোট দিয়ে এলেন বর

 বিএনএ, রায়গঞ্জ: বিয়েরপিঁড়ি থেকে উঠে রীতিমতো বর বেশে নিজের ভোট দিলেন হেমতাবাদের হাটপুকুরের বাসিন্দা উত্তম চৌধুরী। শুধু নিজে ভোট দিয়েই থামেননি উত্তমবাবু। নববধূ মঞ্জুলা দেবশর্মাকেও গাড়িতে চাপিয়ে কালিয়াগঞ্জের সাব কালীবাড়ি এলাকায় ভোট দেওয়াতে তিনি নিয়ে যান।
বিশদ

 বিরোধীদের নানা অভিযোগ সত্ত্বেও দিনের শেষে নির্বিঘ্নেই ভোট হল রায়গঞ্জে

 সুকান্ত গঙ্গোপাধ্যায়  রায়গঞ্জ, বিএনএ: বৃহস্পতিবার সকালে রায়গঞ্জে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই বিভিন্ন বুথে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা, ভীতি প্রর্দশন ও ছাপ্পাভোট দেওয়া সহ একাধিক অভিযোগ তুলতে থাকে বিরোধীরা। সব ক্ষেত্রেই অভিযোগের তির ছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে।
বিশদ

Pages: 12345

একনজরে
বিএনএ, কাঁচরাপাড়া: বৃহস্পতিবার ভোরে কাঁচরাপাড়া স্টেশনের কাছে বিবেকানন্দ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লেগে মার্কেটের ১৬৭টি দোকান ভস্মীভূত হয়ে যায়। দমকল বাহিনীর উদাসীনতার জন্য আগুন ...

সংবাদদাতা, নবদ্বীপ: বৃহস্পতিবার নবদ্বীপের গ্রামীণ এলাকায় রোড-শো করে ভোটপ্রচার করলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এদিন সকাল ৮টা থেকে হুডখোলা জিপে চেপে মায়াপুর থেকে প্রচার শুরু করেন তিনি। বাইকে চেপে প্রচুর কর্মী-সমর্থক প্রার্থীর সঙ্গে রোড-শোয়ে শামিল হন। ...

 নয়াদিল্লি, ১৮ এপ্রিল: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পান্ডিয়া ব্রাদার্সের ঝোড়ো ব্যাটিংয়ের উপর ভর করে মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেটে ১৬৮ রান তোলে। পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া ২৬ বলে তোলেন ৫৪ রান। হার্দিক ১৫ বলে দু’টি বাউন্ডারি ও তিনটি ওভার ...

লিসবন, ১৮ এপ্রিল (পিটিআই): পর্তুগালে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হল ২৯ জন জার্মান পর্যটকের। এছাড়াও জখম হয়েছেন ২১ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বুধবার পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল মাদিরা দ্বীপে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ওই ঘটনা ঘটে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৯০- মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মৃত্যু,
১৯৭১- স্বাধীনতা ঘোষণা করল বাংলাদেশ, গঠিত হল অস্থায়ী মুজিবনগর সরকার,
১৯৭২- শ্রীলঙ্কার ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের জন্ম,
১৯৭৫- ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের মৃত্যু,
১৯৮৩- এস এল ভি-৩ রকেটের সাহায্যে ভারত মহাকাশে পাঠাল দ্বিতীয় উপগ্রহ ‘রোহিনী’ আর এস ডি-২ 

17th  April, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৯ টাকা ৭০.৩৮ টাকা
পাউন্ড ৮৯.০৬ টাকা ৯২.৩৪ টাকা
ইউরো ৭৭.০৭ টাকা ৮০.০২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,০০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৩৬৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০,৮২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ বৈশাখ ১৪২৬, ১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, পূর্ণিমা ২৮/৩২ অপঃ ৪/৪২। চিত্রা ৩৫/৩০ রাত্রি ৭/৩০। সূ উ ৫/১৭/৩৬, অ ৫/৫৪/২৪, অমৃতযোগ দিবা ৬/৫৯ মধ্যে পুনঃ ৭/৪৯ গতে ১০/২০ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৩ গতে অস্তাবধি, বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে, কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
প্রাচীন পঞ্জিকা: ৫ বৈশাখ ১৪২৬, ১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, পূর্ণিমা ২৮/৪৩/৪৯ অপঃ ৪/৪৭/৪৩। চিত্রানক্ষত্র রাত্রি ৩৬/২৭/৩৮ রাত্রি ৭/৫৩/১৪, সূ উ ৫/১৮/১১, অ ৫/৫৫/৩১, অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে ও ৭/৪০ গতে ১০/১৬ মধ্যে ও ১২/৫২ গতে ২/৩৪ মধ্যে ও ৪/১৮ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩০ গতে ৮/৫৮ মধ্যে ও ২/৫৩ গতে ৩/৩৭ মধ্যে, বারবেলা ৮/২৭/৩১ গতে ১০/২/১১ মধ্যে, কালবেলা ১০/২/১১ গতে ১১/৩৬/৫১ মধ্যে, কালরাত্রি ৮/৪৬/১১ গতে ১০/১১/৩১ মধ্যে। 
১৩ শাবান 
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম। বৃষ: প্রেমে সফলতা প্রাপ্তি। মিথুন: শ্বশুরবাড়ির সূত্রে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু১৯৫৫: শিকারি ও লেখক জিম ...বিশদ

07:03:20 PM

কেকেআরকে ২১৪ রানের টার্গেট দিল বেঙ্গালুরু  

09:44:38 PM

আইপিএল: বেঙ্গালুরু ১২২/২(১৫ ওভার) 

09:14:28 PM

আইপিএল: বেঙ্গালুরু ৭০/২(১০ ওভার) 

08:53:00 PM

টসে জিতে ফিল্ডিং নিল কেকেআর

07:35:32 PM