আবারও বাংলাদেশে ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। প্রযোজনায় শাহরিয়ার শাকিলের আলফা আই মিডিয়া প্রোডাকশনস লিমিটেড এবং পরিচালনা করবেন তৌকির আহমেদ। এবারের গল্প ‘নয়ন রহস্য’। থাকবে তিনটে এপিসোড। বাংলাদেশের অভিনেতাদের নিয়েই তৈরি হচ্ছে এই সিরিজ। ফেলুদার ভূমিকায় অভিনয় করবেন আহমেদ রুবেল। জটায়ুর চরিত্রে থাকছেন আজাদ আবুল কালাম। তবে তোপসে চরিত্রের জন্য অডিশন চলছে। কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। অন্যদিকে হিংগোয়ানি চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। ফেলুদা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আহমেদ রুবেল জানালেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়, শশী কাপুর, সব্যসাচী চক্রবর্তীর মতো কিংবদন্তি অভিনেতারা ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন। আর বাংলাদেশ থেকে প্রথম ফেলুদা আমি! নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।’ জটায়ুর চরিত্রাভিনেতা আজাদ আবুল কালাম বললেন, ‘চরিত্রটার সঙ্গে যাঁদের নাম জড়িয়ে রয়েছে সেটা ভেবে একটু ভয় পাচ্ছি। নিজের সাধ্যমতো চেষ্টা করব।’ আবুল হায়াতের কথায়, ‘ফেলুদা বহুবার পড়েছি। ছবি দেখেছি। এবারে ফেলুদা সিরিজে কাজ করব ভেবে আমি রীতিমতো উত্তেজিত।’
গত বছর ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল ফেলুদা ওয়েব সিরিজ। প্রথম সিজনে ছিল তিনটি গল্প— ‘ঘুরঘুটিয়ার ঘটনা’, ‘শেয়াল দেবতা রহস্য’ ও ‘গোলকধাম রহস্য’। পরিচালক ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তোপসের চরিত্রে ছিলেন ঋদ্ধি সেন। পরমব্রত নিজে ফেলুদা চরিত্রে অভিনয়ও করেছিলেন। তাহলে এবারে কেন নেই পরম? শাহরিয়ার জানালেন, ‘পরমকে বাদ দেওয়া হয়নি। এবারে গল্পকে বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়ে আসা হয়েছে বলেই স্থানীয় শিল্পীদের নিয়ে কাজ করতে চেয়েছিলাম। আমাদের কাছে আরও গল্পের স্বত্ব রয়েছে। তখন আবার পরমব্রতর কথা ভাবা যাবে।’ শ্যুটিং লোকেশনের মধ্যে রয়েছে ঢাকা, নবাবগঞ্জ ও চট্টগ্রাম। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে শ্যুটিং। ‘নয়ন রহস্য’ দেখা যাবে বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্ম বায়োস্কোপে।
অপূর্ব চট্টোপাধ্যায়