সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ
২০১৮ সালে ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিক করতে গিয়ে তাঁদের দু’জনের প্রথম আলাপ হয়। নবনীতাই প্রথম গিয়ে জিতুর সঙ্গে কথা বলেন। এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। অভিনেত্রী বলছেন, ‘এক অর্থে আমিই গিয়ে ওর সঙ্গে কথাবার্তা বলেছিলাম। ইনফ্যাক্ট আমাদের বিয়ে করার কথা ছিল এই বছরের শেষে নভেম্বর বা ডিসেম্বরের দিকে। বাড়ির লোকের কথা মেনেই এক প্রকার তাড়াহুড়ো করেই বিয়েটা সেড়ে ফেলা হচ্ছে।’ জিতু বা নবনীতা কেউই কিন্তু কাউকে অফিশিয়ালি প্রপোজ করেননি। ‘কেউ কাউকে বিয়ের প্রস্তাব দিইনি। কেউ কাউকে আই লাভ ইউ বলিনি। সেরকম কিছুই হয়নি। যতদূর মনে পড়ে যদি কেউ প্রথম এগিয়ে থাকে তাহলে আমিই এগিয়ে ছিলাম,’ হাসতে হাসতে বলছিলেন নবনীতা।
এই মুহূর্তে দু’জনেই ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে অভিনয় করছেন। তবে এখানে তাঁদের একই দৃশ্যে দেখা যায় না। জিতু নাটোরের রাজার চরিত্রে এবং নবনীতা অভিনয় করছেন মা তারার চরিত্রে।