লখনউ, ১৮ এপ্রিল (পিটিআই): ধর্মসঙ্কটে পড়েছেন শত্রুঘ্ন সিনহা। কয়েকদিন আগেই বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে কংগ্রেসে যোগ দেন শত্রুঘ্ন। প্রার্থীও হন পাটনা সাহিব কেন্দ্র থেকে। তার কয়েকদিন পরেই সমাজবাদী পার্টিতে যোগ দেন শত্রুঘ্নর স্ত্রী পুনম সিনহা। পুনমকে লখনউ লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে সপা। অন্যদিকে, কংগ্রেসও এই আসনে প্রার্থী করেছে আচার্য প্রমোদ কৃষ্ণনকে। আর এতেই অসন্তুষ্ট হয়েছেন শত্রুঘ্ন। বৃহস্পতিবার রোড শো করে মনোয়ন জমা দিতে যাওয়ার সময় আগাগোড়াই স্ত্রীর পাশে ছিলেন শত্রুঘ্ন। তাৎপর্যপূর্ণ ঘটনা হল, কংগ্রেস প্রার্থী প্রমোদও এদিনই ওই কেন্দ্রে মনোনয়ন জমা দেন। কিন্তু সেখানে শত্রুঘ্ন উপস্থিত ছিলেন না। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করে কংগ্রেস প্রার্থী বলেন, ‘শত্রুঘ্ন সিনহা এখানে এসে স্ত্রীয়ের প্রতি তাঁর কর্তব্য পালন করেছেন। কিন্তু, আমি শত্রুপক্ষকে একটা কথাই বলতে চাই, আজ হয়তো উনি ওঁর পতি-ধর্ম পালন করেছেন। কিন্তু, একদিন উনি আমার হয়ে প্রচারও করবেন।’ কংগ্রেস প্রার্থীর মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন শত্রুঘ্নও। লখনউয়ের ‘শটগান’ সাফ জানান, পরিবারের প্রধান এবং একজন স্বামী হওয়ার সুবাদে পরিবারের সদস্যকে সমর্থন করাটা তাঁর কর্তব্য।
এদিনই লখনউ আসনে মনোনয়ন জমার শেষ দিন ছিল। দুপুরে সবুজ শাড়িতে জাঁকজমকপূর্ণ রোড শো করে মনোনয়ন জমা দিতে আসেন সপা প্রার্থী। সঙ্গে ছিলেন স্বামী তথা পাটনা সাহিব কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এই আসনে বিজেপির হয়ে লড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।