সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ
এদিন সকালে দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া থেকে কিছু অভিযোগ আসে। তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য বলেছেন, ওটা কোনও বড় ঘটনা হয়। ১৪ হাজার বুথের মধ্যে এক জায়গায় কিছু হলে সেটা ছোট ব্যাপার। ভোট শান্তিপূর্ণ হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী নিজেদের কাজ করেছে। ভোট যা হয়েছে, তাতে তৃণমূলের কোনও উদ্বেগের ব্যাপার নেই বলে তিনি জানিয়েছেন।
সিপিএমের রাজ্য সম্পাদক অভিযোগ করেছেন, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম আক্রান্ত হয়েছেন। তাঁর গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। রায়গঞ্জে ২২টি বুথে তৃণমূল কংগ্রেস অনিয়ম করেছে। তাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। ইসলামপুর এলাকার ৮টি বুথেও অনিয়ম হয়েছে। বুথের মধ্যে গুলি চলেছে। ভোটারদের ভয় দেখানো হয়েছে। ৩০টি বুথে পুনরায় ভোটের দাবি করেছেন তিনি। স্পর্শকাতর বুথের তালিকা ঠিকমতো তৈরি হয়নি বলে তিনি অভিযোগ করেছেন। সূর্যকান্তবাবুর নেতৃত্বে সিপিএমের এক প্রতিনিধিদল মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয়। পরের পর্যায়ে ভোটে অনিয়ম হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে সিপিএম। বিজেপির প্রতিনিধিদলও মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আসা ও বিক্ষোভ কর্মসূচির জন্য নির্বাচনী আধিকারিকের অফিসে এদিন কড়া পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।