Bartaman Patrika
দেশ
 
 

 জোড়েই এলেন ভোট দিতে। জম্মু ও কাশ্মীরের উধমপুরের একটি বুথে নবদম্পতির এই ছবিটি পাঠিয়েছে পিটিআই।

মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা, তবুও
উপত্যকায় উপেক্ষিত নারীকেন্দ্রিক ইস্যুগুলি
৫টি কেন্দ্রের ১০০ জন প্রার্থীর মধ্যে মহিলা মাত্র ৩

ফিরদৌস হাসান, শ্রীনগর, ১৮ এপ্রিল: রাজ্যের মোট ভোটদাতাদের প্রায় অর্ধেকই মহিলা। তবুও জম্মু কাশ্মীরের রাজনীতি আজও পুরুষদেরই আধিক্য রয়ে গিয়েছে। চলতি লোকসভা ভোটের উদাহরণ দিলেই বিষয়টা স্পষ্ট হবে। জম্মু কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে পাওয়া সরকারি পরিসংখ্যান বলছে, এবার রাজ্যে মোট ৩৭ লক্ষ ৭৫ হাজার ২২৭ জন মহিলা ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন। যা রাজ্যের মোট ভোটারের ৪৮.১৩ শতাংশ। কিন্তু সেই অনুপাতে সক্রিয় রাজনীতিতে উপত্যকার মেয়েদের অংশগ্রহণ একেবারেই নগণ্য। এবারের লোকসভা ভোটে উপত্যকার পাঁচটি লোকসভা কেন্দ্রে ১০০ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে মাত্র তিনজন মহিলা রয়েছেন। এর মধ্যে পিডিপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ছাড়া রয়েছেন অনন্তনাগের নির্দল প্রার্থী রিদওয়ানা সনম এবং উধমপুরের মীনাক্ষী।
সেই ১৯৭২ সালে প্রথম জম্মু কাশ্মীর বিধানসভায় অন্তর্ভুক্তি ঘটেছিল মহিলাদের। সেবার ছ’জন মহিলা প্রতিদ্বন্দ্বীর মধ্যে চারজনই জয়ী হয়েছিলেন। কিন্তু, ৪৭ বছর পরও উপত্যকার রাজনীতির সেই প্রবণতা আজও বদলায়নি। যখনই উপত্যকায় লোকসভা অথবা বিধানসভার নির্বাচন হয়, প্রতিবারই পুরুষদের মধ্যে থেকে নিয়ম করে নতুন মুখ উঠে আসে। কিন্তু, সেই তুলনায় মহিলাদের অস্তিত্ব রাজনীতিতে কম হওয়ায় রাজ্যের নারীকেন্দ্রিক ইস্যুগুলি বিধানসভা অথবা সংসদে ব্রাত্যই থেকে যায়।
অনন্তনাগ কেন্দ্রে এবারের নির্দল প্রার্থী রিদওয়ানা সনমের ধারণা, বর্তমান পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের শুধুমাত্র গৃহস্থ কাজের মধ্যেই সীমাবদ্ধ করে রাখা হয়েছে। তিনি জানান, মহিলাদের সবসময়ই দুর্বল প্রার্থী হিসেবে দেখা হয়। তাই জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ এত কম। তিনি বলেন, ‘বর্তমান পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় জাত-পাতের বিধিনিষেধ ফিকে হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু, উপত্যকার রাজনীতিতে মহিলাদের সংখ্যা কম হওয়ার নেপথ্যে অন্যান্য বহু কারণ রয়েছে।’ এর জন্য তাঁদের পূর্বসূরি রাজ্যের প্রাক্তন ও বর্ষীয়ান মহিলা রাজনীতিবিদদেরও কাঠগড়ায় তুলেছেন রিদওয়ানা। তাঁর কথায়, ‘উপত্যকার মহিলা রাজনীতিকরা কখনওই অন্য মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ করতে উৎসাহ দেননি।’ নিজের সাফল্য নিয়ে আশাবাদী রিদওয়ানার সংযোজন, ‘সৎ উদ্দেশ্যের শক্তিতে বিশ্বাস রয়েছে আমার। মানুষ যদি আমার উদ্দেশ্যকে ভরসা করেন এবং ভোট দেন, তাহলে আমি তাঁদের সুবিচার, উন্নয়ন এবং শান্তির পরিবেশ নিশ্চিত করব।’
উধমপুর লোকসভা কেন্দ্রে শিবসেনার প্রার্থী মীনাক্ষী দাবি করেছেন, উপত্যকার রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ কম হওয়া নিয়ে অবাক হওয়ার কিছু নেই। তাঁর কথায়, ‘এটা রাজ্য রাজনীতির পুরুষতান্ত্রিক কাঠামোর কুফল। এর পাশাপাশি, মহিলাদের টিকিট দিতে রাজনৈতিক দলগুলির অনীহা, মহিলাদের মধ্যে সচেতনতার অভাব এবং পরিবারের সমর্থন না পাওয়াটাও অনেকাংশে দায়ী।’ এবারের নির্বাচনে তাঁর শিঁকে ছিড়বে ধরে নিয়েই মীনাক্ষী বলেন, ‘আমি উপত্যকার হাজার-হাজার মহিলার কণ্ঠস্বরকেই তুলে ধরছি। তাঁদের সমস্যাগুলিকে প্রচারের আলোয়ে এনে সেগুলির সমাধান করাই আমার লক্ষ্য।’ নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে শিবসেনা প্রার্থী বলেন, ‘মহিলাদের ক্ষমতায়ণের পাশাপাশি জম্মুকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার দিকে আলাদা নজর থাকবে আমার। এই অঞ্চল থেকে রোহিঙ্গা উদ্বাস্তুদের অপসারণ এবং জঙ্গি হামলায় সন্তান হারানো হতভাগ্য বাবা-মায়েদের সরকারি ক্ষতিপূরণ নিশ্চিত করব আমি।’
এদিকে, পিডিপি সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবাই বর্তমানে রাজ্যের একমাত্র মহিলা যিনি কোনও রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু, মেহবুবার সময়কালেও রাজ্যের মহিলাদের সেভাবে সক্রিয় রাজনীতিতে যুক্ত হতে দেখা যায়নি।

বিক্ষিপ্ত হিংসার মধ্যে মিটল দ্বিতীয় দফা,
৬টা পর্যন্ত ভোট পড়ল ৬৬ শতাংশ

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (পিটিআই): মোটের উপর শান্তিতেই মিটল লোকসভার দ্বিতীয় দফার নির্বাচন। ১১টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল, পুদুচেরির ৯৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হল বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গ এবং মণিপুরের কয়েকটি অঞ্চল থেকে বিক্ষিপ্ত হিংসার খবর ছাড়া রক্তপাতের কোনও ঘটনা এই দফাতে হয়নি।
বিশদ

বাংলা হবে ১ নম্বর রাজ্য
এটাই আমার স্বপ্ন: প্রধানমন্ত্রী

সকালে মহারাষ্ট্র, বিকেলে মধ্যপ্রদেশ। সোমবার রাজস্থান, গুজরাত। মঙ্গলবার উত্তরপ্রদেশ, হরিয়ানা। বিজেপি সেন্ট্রাল ইলেকশন কমিটি যতই প্রচারের জন্য স্টার ক্যাম্পেনারের লম্বা তালিকা তৈরি করুক, আদতে ভোট সেনাপতি একজনই। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তিনি ছুটছেন গোটা ভারত। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা। এই প্রবল ব্যস্ততার মধ্যেই ‘বর্তমান’কে দিলেন একান্ত সাক্ষাৎকার। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে সেই সাক্ষাৎকারে প্রথমবার নরেন্দ্র মোদি বাংলাকে কেন্দ্র করে তাঁর রাজনৈতিক বিশ্লেষণ ও লক্ষ্য জানালেন। খোলামেলা প্রশ্নোত্তরে। শুনলেন সমৃদ্ধ দত্ত।
বিশদ

ধৃত ডাক্তার শক্তি ভার্গব, চলছে জিজ্ঞাসাবাদ
দিল্লিতে বিজেপির সদর দপ্তরে ঢুকে দলের
মুখপাত্রকে জুতো ছোঁড়ার ঘটনায় চাঞ্চল্য চরমে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৮ এপ্রিল: বিজেপির এমপি জিভিএল নরসিমা রাওকে জুতো ছুঁড়লেন এক ব্যক্তি। আজ দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘটনা ঘটেছে। যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  বিশদ

একজন ভোটারের জন্য দুর্গম পথ
পেরিয়ে বুথ তৈরি করল কমিশন

মালোগাঁও, ১৮ এপ্রিল: ভোটার মাত্র একজন! আর তাঁর ভোট নিতে ৪৮৩ কিলোমিটার পার্বত্য দুর্গম পথ উজিয়ে বুথ তৈরি করল নির্বাচন কমিশন। টানা চারদিনের চড়াই-উতরাই যাত্রা শেষে সেই অস্থায়ী বুথে সোকেলা তাওয়াংয়ের ভোট নিয়ে উচ্ছ্বসিত ভোটকর্মী থেকে নিরাপত্তারক্ষীরা। বললেন, ‘সোকেলার ভোটদান নিশ্চিত করতে পেরে দুঃসাহসিক অভিযানের ক্লান্তি ভুলেছি।’
বিশদ

লখনউ কেন্দ্রে সপা প্রার্থী স্ত্রী পুনমের
মনোনয়ন পর্বে হাজির শত্রুঘ্ন, বিতর্ক

 লখনউ, ১৮ এপ্রিল (পিটিআই): ধর্মসঙ্কটে পড়েছেন শত্রুঘ্ন সিনহা। কয়েকদিন আগেই বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে কংগ্রেসে যোগ দেন শত্রুঘ্ন। প্রার্থীও হন পাটনা সাহিব কেন্দ্র থেকে। তার কয়েকদিন পরেই সমাজবাদী পার্টিতে যোগ দেন শত্রুঘ্নর স্ত্রী পুনম সিনহা। পুনমকে লখনউ লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে সপা।
বিশদ

অসমে ভোট
এনআরসি নিয়ে কৃতিত্বের যুদ্ধ কং-বিজেপির,
ভোটের রাজনীতির উদ্যোগে জল ঢালছে আসু

 জয়ন্ত চৌধুরী, গুয়াহাটি: ১৮ এপ্রিল: এ যেন সত্যি এক যাত্রায় পৃথক ফলই বটে। যে জাতীয় নাগরিক পঞ্জিকরণ (এনআরসি) বাংলার ঘরোয়া রাজনীতিতে কেন্দ্র বিরোধিতায় ইন্ধন জুগিয়েছে, অসমে তারই সদর্থক ফলের কৃতিত্ব কে নেবে, তা নিয়ে তরজায় সরগরম নির্বাচনী ময়দান।
বিশদ

 নেহরুকে খাটো করতে সর্দার প্যাটেলের মূর্তি
বানাইনি, গুজরাতের জনসভায় বললেন মোদি

 আমরেলি (গুজরাত), ১৮ এপ্রিল (পিটিআই): পণ্ডিত নেহরুকে খাটো করে দেখাতে গুজরাতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি বানাইনি। বৃহস্পতিবার আমরেলির নির্বাচনী সভা থেকে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তুলোধোনা করলেন কংগ্রেসকে।
বিশদ

  সদ্যোজাতর মুখ দেখেই
বাবা ছুটলেন ভোট দিতে

 বেঙ্গালুরু, ১৮ এপ্রিল (পিটিআই): খুব সকালেই সন্তানের জন্ম দেন স্ত্রী সুধা। কিন্তু সদ্যোজাত আর স্ত্রীর প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি ভোটদানও যে তাঁর এক অবশ্য কর্তব্য সেটাই মনে করেন বেঙ্গালুরুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার সন্দীপ মিশ্র।
বিশদ

ধৃত ডাক্তার শক্তি ভার্গব, চলছে জিজ্ঞাসাবাদ
দিল্লিতে বিজেপির সদর দপ্তরে ঢুকে দলের মুখপাত্রকে জুতো ছোঁড়ার ঘটনায় চাঞ্চল্য চরমে

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৮ এপ্রিল: বিজেপির এমপি জিভিএল নরসিমা রাওকে জুতো ছুঁড়লেন এক ব্যক্তি। আজ দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘটনা ঘটেছে। যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন ভোপাল লোকসভা আসনের বিজেপি প্রার্থী মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে নিয়ে সাংবাদিক বৈঠক করার সময়েই দলের এমপির দিকে জুতো ছোঁড়েন ওই ব্যক্তি।
বিশদ

  আজ মৈনপুরীতে একই মঞ্চে উপস্থিত হচ্ছেন মুলায়ম ও মায়াবতী

 মৈনপুরী, ১৮ এপ্রিল (পিটিআই): বহু দশকের সংঘাত পাশে সরিয়ে একই মঞ্চ উপস্থিত হতে চলেছেন মুলায়ম সিং যাদব ও মায়াবতী। শুক্রবার মৈনপুরীতে এসপি-বিএসপি-আরএলডি জোটের যৌথমঞ্চে হাজির থাকবেন দুই প্রবীণ নেতানেত্রী।
বিশদ

অসমে ভোট
নাচের তালে মোদিভজনা, ভোটপ্রচারে
হেমন্তর নৃত্য পদযাত্রায় মেতেছে অসম

 জয়ন্ত চৌধুরী, গুয়াহাটি: হেমন্তের তালে নাচছে অসম। গুয়াহাটিতে নামতেই এক পরিচিত প্রবাসীর মুখে কথাটা প্রথম শুনে হেঁয়ালি বলেই মনে হয়েছিল। কিন্তু শহরের রাস্তায়, রাজ্যের মন্ত্রিসভার দু’নম্বর ব্যক্তিকে ডেনিম আর নীল কুর্তা পরে নাচতে দেখে সব সংশয় দূর হল।
বিশদ

কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের
জেলে ঢুকতে হবে না: রাহুল

 বদায়ুন (উত্তরপ্রদেশ), ১৮ এপ্রিল (পিটিআই): কংগ্রেস ক্ষমতায় এলে আর দেনার দায়ে ডুবে থাকা কৃষকদের জেলে যেতে হবে না। উত্তরপ্রদেশের দাঁতনগঞ্জে এক জনসভায় এমনই প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আওনলা সংসদীয় কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় রাহুল বলেন, ব্যাঙ্ক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করা শিল্পপতিদের দেশ ছেড়ে পালাতে দেওয়া হয়।
বিশদ

বিহারে ভোট
বিজেপি সভাপতিকে হারাতে মহাজোটের ভরসা কুশওয়াই
জাতপাতের ভোট ভাগ্য নির্ধারণ করবে তিন প্রার্থীর

সায়ন্ত ভট্টচার্য, উজিয়ারপুর, ১৮ এপ্রিল: মর্যাদার লড়াইয়ে এবার সম্মুখ সমরে রাজ্যের বিজেপি সভাপতি এবং সদ্য কেন্দ্রীয় মন্ত্রীর পদ ছেড়ে মহাজোটে সামিল হওয়া রাষ্ট্রীয় লোকসমতা পার্টির (আরএলএসপি) সভাপতি।  বিশদ

হায়দরাবাদী সংস্থার কাছ থেকে ৮২ কোটি
টাকার সোনার গয়না বাজেয়াপ্ত করল ইডি

 নয়াদিল্লি, ১৮ এপ্রিল (পিটিআই): নোটবাতিল পরবর্তী বেআইনি আর্থিক তছরুপ মামলায় বড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত কয়েকদিন ধরে হায়দরাবাদ এবং বিজয়ওয়ানায় মুসদ্দিলাল জুয়েলার্সের শোরুমে হানা দিয়ে ৮২ কোটি টাকারও বেশি মূল্যের সোনার গয়না বাজেয়াপ্ত করেছে তারা।
বিশদ

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, নবদ্বীপ: বৃহস্পতিবার নবদ্বীপের গ্রামীণ এলাকায় রোড-শো করে ভোটপ্রচার করলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এদিন সকাল ৮টা থেকে হুডখোলা জিপে চেপে মায়াপুর থেকে প্রচার শুরু করেন তিনি। বাইকে চেপে প্রচুর কর্মী-সমর্থক প্রার্থীর সঙ্গে রোড-শোয়ে শামিল হন। ...

লিসবন, ১৮ এপ্রিল (পিটিআই): পর্তুগালে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হল ২৯ জন জার্মান পর্যটকের। এছাড়াও জখম হয়েছেন ২১ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বুধবার পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল মাদিরা দ্বীপে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ওই ঘটনা ঘটে।  ...

 সুখেন্দু পাল  লাউদোহা, বিএনএ: দেশে প্রকৃত আচ্ছে দিন আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার ডাক দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার তিনি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের লাউদোহার জামগড়া গ্রামে জনসভা করেন। এদিন থেকেই অরূপবাবু পশ্চিম বর্ধমানে ...

  সংবাদদাতা, মাথাভাঙা: বৃহস্পতিবার নির্বিঘ্নে ই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হল মেখলিগঞ্জ মহকুমায়। কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার দু’টি ব্লক মেখলিগঞ্জ ও হলদিবাড়ি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে পড়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৯০- মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মৃত্যু,
১৯৭১- স্বাধীনতা ঘোষণা করল বাংলাদেশ, গঠিত হল অস্থায়ী মুজিবনগর সরকার,
১৯৭২- শ্রীলঙ্কার ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের জন্ম,
১৯৭৫- ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের মৃত্যু,
১৯৮৩- এস এল ভি-৩ রকেটের সাহায্যে ভারত মহাকাশে পাঠাল দ্বিতীয় উপগ্রহ ‘রোহিনী’ আর এস ডি-২ 

17th  April, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৯ টাকা ৭০.৩৮ টাকা
পাউন্ড ৮৯.০৬ টাকা ৯২.৩৪ টাকা
ইউরো ৭৭.০৭ টাকা ৮০.০২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,০০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৩৬৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০,৮২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ বৈশাখ ১৪২৬, ১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, পূর্ণিমা ২৮/৩২ অপঃ ৪/৪২। চিত্রা ৩৫/৩০ রাত্রি ৭/৩০। সূ উ ৫/১৭/৩৬, অ ৫/৫৪/২৪, অমৃতযোগ দিবা ৬/৫৯ মধ্যে পুনঃ ৭/৪৯ গতে ১০/২০ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৩ গতে অস্তাবধি, বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে, কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
প্রাচীন পঞ্জিকা: ৫ বৈশাখ ১৪২৬, ১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, পূর্ণিমা ২৮/৪৩/৪৯ অপঃ ৪/৪৭/৪৩। চিত্রানক্ষত্র রাত্রি ৩৬/২৭/৩৮ রাত্রি ৭/৫৩/১৪, সূ উ ৫/১৮/১১, অ ৫/৫৫/৩১, অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে ও ৭/৪০ গতে ১০/১৬ মধ্যে ও ১২/৫২ গতে ২/৩৪ মধ্যে ও ৪/১৮ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩০ গতে ৮/৫৮ মধ্যে ও ২/৫৩ গতে ৩/৩৭ মধ্যে, বারবেলা ৮/২৭/৩১ গতে ১০/২/১১ মধ্যে, কালবেলা ১০/২/১১ গতে ১১/৩৬/৫১ মধ্যে, কালরাত্রি ৮/৪৬/১১ গতে ১০/১১/৩১ মধ্যে। 
১৩ শাবান 
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম। বৃষ: প্রেমে সফলতা প্রাপ্তি। মিথুন: শ্বশুরবাড়ির সূত্রে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু১৯৫৫: শিকারি ও লেখক জিম ...বিশদ

07:03:20 PM

কেকেআরকে ২১৪ রানের টার্গেট দিল বেঙ্গালুরু  

09:44:38 PM

আইপিএল: বেঙ্গালুরু ১২২/২(১৫ ওভার) 

09:14:28 PM

আইপিএল: বেঙ্গালুরু ৭০/২(১০ ওভার) 

08:53:00 PM

টসে জিতে ফিল্ডিং নিল কেকেআর

07:35:32 PM