কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে...। শুধু অশোক পলাশ কেন, শিমূল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল, সূর্যমুখীর রঙে রঙিন হয়ে উঠেছে প্রকৃতি। লাল আর হলুদের নেশায় মেতেছে ভুবন। মনেও তারই ছোঁয়া। ডিজাইনার যেমন ফুলের আঙ্গিকে সাজাচ্ছেন শাড়ির ক্যানভাস, তেমনই শাড়িপ্রেমীর অন্তরও রং-বেরঙের ফুলের আবেশে মেতে উঠতে চাইছে। আজ আমাদের মডেল বুলবুলিও তার ব্যতিক্রম নয়। তুলির টানে ফুলের আয়োজন তাঁর তিনটি শাড়িতেই।
প্রথম শাড়িটি হলুদ জরি চেক তাঁতে পলাশের লাবণ্যময় শোভায় অতুলনীয়। রঙিন হওয়ার দিনে এমন একটি শাড়ি আপনাকে করে তুলবে অনন্যা। শাড়িটি অপূর্ব বুটিক’-এর।
দ্বিতীয় শাড়িটি হাফ অ্যান্ড হাফ স্টাইলে তৈরি। অর্ধেকটায় লালে মধুবনি খাড়ি প্রিন্টের স্ট্রাইপ, বাকিটায় অফ হোয়াইটে ফ্লোরাল হ্যান্ড পেন্টিং। পেন্টিংয়ের প্লেসমেন্ট বেশ নজরকাড়া। শাড়িটি ‘স্বস্তিকা বুটিক’ থেকে নেওয়া।
তৃতীয় শাড়িটি ঝরনা নকশায় তৈরি ধনেখালি। ধূপছায়া রঙের জমিনে সূর্যমুখী ফুলের ঝলমলে উপস্থিতি মন কেড়ে নেয় আধুনিকার। লাল-কালো পাড়ের সৌন্দর্যও শাড়িটির অন্যতম আকর্ষণ। শাড়িটি ‘সুকন্যা বুটিক’ থেকে নেওয়া। দোলের বিকেলে কোন শাড়িটি আপনাকে রঙিন করে তুলবে তা বেছে নেওয়ার দায়িত্ব রইল আপনারই ওপর।