কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
দলের রাজ্যসভার এমপি তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম কটাক্ষ করে বলেছেন, সরকার কখনও কখনও নির্বোধের মতো সিদ্ধান্ত নেয় ঠিকই। তা বলে এই সময়ে! লকডাউনের এই সময়ে অনেকেই সুদের ওপর নির্ভরশীল। তাই পিপিএফ সহ স্বল্পসঞ্চয়ে সুদের হার কমানো মোটেই উচিত নয়। অবিলম্বে সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক। আগামী জুন মাস পর্যন্ত স্বল্প সঞ্চয়ে পুরনো হারেই সুদ বজায় রাখা হোক বলেও দাবি করেছেন তিনি। দেশের আর্থিক বৃদ্ধি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী। ট্যুইট করে তিনি বলেছেন, ত্রৈমাসিক আর্থিক বৃদ্ধি গত তিনবার ছিল যথাক্রমে ৫.৬, ৫.১ এবং ৪.৭ শতাংশ। ২০১৯-২০ আর্থিক বছর শেষ হয়েছে গতকাল। তাই চতুর্থ ত্রৈমাসিক আর্থিক বৃদ্ধিও বড় জোর ৪ শতাংশ হবে। এটি দেশের জন্য অত্যন্ত উদ্বেগের হলেও করোনা মোকাবিলার এই সময়ে আর্থিক বৃদ্ধি নিয়ে চিন্তার চেয়ে নাগরিকদের নিরাপত্তা, সুস্থ জীবনের বিষয়েই সকলের ভাবা উচিত।