কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
এমনিতেই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফে বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এই মারণ ব্যাধি নিয়ে কোনও অবস্থাতেই গুজব বরদাস্ত করা হবে না। তাই আবিরের ফ্রেন্ড লিস্টে থাকা কেউ পয়লা এপ্রিলের দিন তাঁর কোনও সোশ্যাল হ্যান্ডেলারের ওয়ালে ঢুকে করোনা নিয়ে মজা করে বিতর্ক ডেকে আনুক, তা মোটেই চাইছেন না এই টলিউড তারকা। তাই ১ এপ্রিল পড়ার কয়েক ঘণ্টা আগেই বন্ধুদের উদ্দেশে শুনিয়েছেন সতর্কবাণী। অবশ্য, কড়া কথা শোনানোর জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন আবির।